প্রশ্নোত্তর পর্ব - ৭

 মোঃমাহদী হাসান ----31.05.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: চার মাযহাব মানব কেন? 

প্রশ্ন-বিস্তারিত:     আমরা সবাই নামাজ পরি, রোযা রাখি, হজ্ব করি । সমস্ত কিছুই কোরআন ও হাদিস থেকে ।কিন্তু মাযহাব মানব কেন? 

উত্তর: কুরআনে শুধু  বলা হয়েছে নামাজ ক্বায়েম কর। কিন্তু কিভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে নামাজ ক্বায়েম করতে হবে তার বিস্তারিত বিধি বিধান ইমাম গণ  কুরআন এবং হাদীস থেকে বিধি বিধান বের করে  বিস্তারিত ভাবে রচনা করে  গেছেন।  এই বিধি বিধানের সমষ্টিই হচ্ছে মাযহাব। আপনি যদি কুরআন  হাদীস থেকে জীবন পরিচালনার বিধি বিধান বের করতে পারেন  তবে আর আপনাকে মাযহাব মানতে হবে না। আর যদি না  পারেন  তবে অবশ্যই মাযহাব মানতে হবে।  



আসলাম উদ্দিন ----31.05.2020::11.11  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: খাদিজাতুল কোবরা (রাঃ) এর বয়স

প্রশ্ন-বিস্তারিত:     রাসুলুল্লাহ সাঃ এর সাথে বিবাহের সময় খাদিজাতুল কোবরা (রাঃ) এর বয়স কত ছিল? 

উত্তর : ৪০ বছর । 



মো সানোয়ার হোসেন----31.05.2020::02.47  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সুদ কি?

প্রশ্ন-বিস্তারিত:     সুদ কাকে বলে?

উত্তর: একই জিনিস একটি  পরিমাণ ধার দিয়ে তার চাইতে বেশী পরিমাণ নেওয়াকে সুদ বলে।  



শফিউল্লাহ ----31.05.2020::05.34  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: shafikaliaish@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     নারীদের সালাত কি পুরুষের মত?? 

উত্তর: কিছুটা পার্থক্য আছে।  



মোঃমোস্তাকিম বিল্লাহ মুন্না----31.05.2020::08.13  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কেরামত বিশ্বাস কতটা জরুরি? 

প্রশ্ন-বিস্তারিত:      একজন আলেম এর বই এ পড়েছি, ওনার ওস্তাদ  পানির উপর দিয়ে হাটতে পারতেন।এটা কতটা সত্য?ওলি রা কি এমন কেরামত দেখাতে পারেন?উক্ত কেরামত বিশ্বাস না করলে কি আমি ঈমান হারা হব?খুব জরুরি জানা প্রয়োজন। 

উত্তর: জ্বি ওলীরা আল্লাহর ইচ্ছা সাপেক্ষে কারামত  দেখাতে পারেন। তবে কোন ওলীর কোন  কারামতে আপনি বিশ্বাস না করলে কোন সমস্যা নেই। এতে ঈমানের কোন ক্ষতি হবে না।  



মোস্তাকিম বিল্লাহ মুন্না----31.05.2020::08.31  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ জান্নাতের চাবি

প্রশ্ন-বিস্তারিত:     নামাজ জান্নাতের চাবি   এটি কি হাদিস?হাদিস হলে সহিহ সিত্তার কোন গ্রন্থ এর হাদিস?

উত্তর :এটি একটি হাদীসের প্রথমাংশ। (মুসনাদে আহমাদ, হাদিস নং-১৪৭০৩, তিরমিযি- হাদিস নং: ৪, মিশকাত, হাদিস নং: ২৯৪)। তবে মুহাদ্দিসদের মতে হাদিসটি দুর্বল বা জাল। 



জাকির হোসাইন----31.05.2020::09.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজের

প্রশ্ন-বিস্তারিত:     নামাজের সিজদায় ও রুকুতে অন্য দোয়া পড়া যাবে কিনা

উত্তর: নফল নামাজে পড়া যাবে।  



আয়মান আতিয়া----31.05.2020::11.33  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: শয়তানের ওয়াছ‌ওয়াছা 

প্রশ্ন-বিস্তারিত:     শয়তান কিভাবে অন্তরে কুওয়াছ‌ওয়াছা দেয়

উত্তর: শয়তানকে আল্লাহ এ ক্ষমতা দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন। তবে শয়তান শুধু কুমন্ত্রণাই দিতে পারে, কিন্তু কাউকে জোর করে অসৎ পথে পরিচালিত করা শয়তানের ক্ষমতা নেই।   



আসিফ ----31.05.2020::11.59  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কোরআনে কয় ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে 

প্রশ্ন-বিস্তারিত:     কোরআনে কয় ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে আমি জানতে চাই, 

উত্তর: পাচ ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। ৩০ নং সুরা রূম এর ১৭ ও ১৮ নং আয়াত দেখুন।  



মোঃ একরামুল হক----01.06.2020::05.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কোরআন মুখস্তর বিষয়

প্রশ্ন-বিস্তারিত:     আমি আরবিতে কোরআন পড়তে পারি  কিন্তূ আরবি দেখে কোরাআন মুখস্ত করতে দেরি হই । আমি যদি বাংলা দেখে কোরআন মুখস্ত করে আরবিতে শুদ্ধ করি তাহলে কি কোন ক্ষতি হবে?

উত্তর: বাংলায় আরবী উচ্চারণ শুদ্ধ হয়না। তাই বাংলা দেখে মুখস্ত করবেন না। একবার ভুল মুখস্ত হয়ে গেলে সেটা শুদ্ধ করা মুশকিল। দেরি হয় হোক আরবী দেখেই মুখস্ত করুন।  



মোঃইমাম মাহদী----01.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: টাকা? 

প্রশ্ন-বিস্তারিত:     যেই টাকা কেউ নেয় না তা কি ছিড়ে ফেলা যাবে কি না ?

উত্তর: ব্যাংকে দিয়ে দিবেন।  



মাহমুদুল হাসান রুম্মান----01.06.2020::07.52  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলামে রাজনীতি 

প্রশ্ন-বিস্তারিত:     ইসলামে রাজনীতি করা ফরজ কি না?

উত্তর : ফরজ। 



মোঃ আরেফিন----01.06.2020::05.58  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সিয়ামের সময়

প্রশ্ন-বিস্তারিত:     কেউ কি সিয়াম অবস্হায় তার স্ত্রী কে খালি গায়ে দেখে ফেললে রোজা সমস্যা হবে?কারণ চুমু  বা গা লাগানো তো নবীজি করতেন। সহবাসের বিষয়ে জানা আছে, সিয়াম অবস্হায় স্ত্রীর লজ্জাস্হান হারাম সেটা কি দেখার বিষয়ে ও। কেউ যদি ভুলে দেখে ফেলে বা চোখে পড়ে। জাজাকাল্লাহ খায়রান।

উত্তর: কোন সমস্যা নেই, রোজার কোন ক্ষতি হবে না।  



সীমা----01.06.2020::07.37  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হালাল আয়

প্রশ্ন-বিস্তারিত:     এমন যদি এমন কোন খাবার দোকানে কাজ করি যে দোকানের বেশীরভাগ খাবারই হালাল নয়, তবে কি আমার উপার্জিত অর্থ  হালাল হবে? এখানে উল্লেখ্য যে আমি দোকানের কোন খাবার গ্রহণ করি না।

উত্তর: দেখুন আপনার বিবেকই স্বাক্ষী দিচ্ছে আপনার উপার্জন হালাল হচ্ছে না। তাই অন্য একটি দোকানে কাজ খুজে নিন যেখানে সব হালাল দ্রব্য বিক্রয় হয়। হারাম দ্রব্য বিক্রয় হয় এমন দোকানে চাকুরী করা হারাম।  



এম ডি নোমান----01.06.2020::07.59  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলাম ধর্মের বয়স কত?

প্রশ্ন-বিস্তারিত:     ইসলাম ধর্ম কে প্রবর্তন করেন?মানে আদি ধর্ম কোনটি?

উত্তর: আদি ধর্মই ইসলাম। প্রথম মানব আদম আ একজন: নবী ছিলেন।  



মুহাম্মদ হোসাইন!----01.06.2020::10.55  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজের কিরাত

প্রশ্ন-বিস্তারিত:     ফরজ নামাজে সুর ফাতিহার পর প্রথম রাকাতে সুরা নাছ দিতিয় রাকাতে ফলক পড়লে নামাজের কি হবে ইমামদের মতামত সহ জানতে চাই।

উত্তর: নামাজ হয়ে যাবে।  



কামাল উদ্দিন তরফদার ----01.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কুরআন ও হাদিসের আলোকে আলেম কাকে বলে ? 

প্রশ্ন-বিস্তারিত:     ইসলামের আইন অনুযায়ী প্রকৃত আলেমের সংজ্ঞা কি? 

উত্তর: যে আলেম আল্লাহকে ভয় করে। কোন শাসক বা ক্ষমতাবানের ভয়ে ইসলামের বিধান পরিবর্তন করে পেশ করে না।  



জকারিয়া----02.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা নষ্ট হওয়ার কারন

প্রশ্ন-বিস্তারিত:     যদি কোন পুরুষ হস্তমোথন করে তার কি রোজা আবার রাখতে হবে।

উত্তর : অবশ্যই। 



সুলতান মাহমুদ----02.06.2020::05.31  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মহিলাদের নামাজ পদ্ধতি

প্রশ্ন-বিস্তারিত:     পুরুষ ও নারীর নামাজ পদ্ধতি কী এক?

উত্তর : না কিছুটা পার্থক্য আছে। 



জাহিদ----02.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ব্যায়াম সম্পর্কে? 

প্রশ্ন-বিস্তারিত:     আমরা অনেকেই নামাজ কে ব্যায়াম বলি।এখন প্রশ্ন হল নামাজ কে ব্যায়াম বলা যাবে কি?

উত্তর: নামাজ কে ব্যায়াম বলা যাবে না। বরং নামাজ পড়লে ব্যায়ামের কাজ হয়, এভাবে বলা যাবে।  



ফারহানা ----02.06.2020::09.12  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: পাক পবিত্রতা

প্রশ্ন-বিস্তারিত:     বাথরুম বা ঘরের টাইলসে পেশাব লাগলে তা কিভাবে পাক করব

উত্তর: পানি দিয়ে ধুয়ে পরিস্কার করবেন।  



আকতার----02.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কাহাকে ভালো বাসতে হলে আল্লাহ জন্য ভালো বাস কোরআনের কোন আয়াত এটা

প্রশ্ন-বিস্তারিত:     বুঝে লিখেছি

উত্তর: এটা কুরআনের আয়াত  নয়। এটা একটা হাদীস।  



মোঃমাসুদ রানা----02.06.2020::01.22  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  জামাতে নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     স্বামি ইমাম এবং স্রী মুকতাদি হয়ে ফরজ নামাজ আদায় করতে পারবে কি?????

উত্তর: জ্বি পারবে। তবে স্ত্রীকে স্বামীর বরাবর এক কাতার পিছনে দাড়াতে হবে।  



মোঃ রেজাউল করিম----02.06.2020::03.18  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তারাবিহ নামাজে

প্রশ্ন-বিস্তারিত:     তারাবিহ নামাজের জামাতের পিছনে ফরজ এশার নিয়ত করে অংশ নিলে নামাজ শুদ্ধ হবে কিনা? 

উত্তর: না, নামাজ শুদ্ধ হবে না।  



মোঃ জালাল উদ্দীন----02.06.2020::05.34  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজের বিষয়ে

প্রশ্ন-বিস্তারিত:     নামাজের মধ্যে ইসমে কখন পড়তে হয় এবং নামাজের অতিরিক্ত দোয়া পড়া যাবে কি যদি পড়া যায় তবে কোথায় পড়তে হবে?

উত্তর: নফল নামাজে সিজদায় অন্যান্য দোয়া পড়বেন। আর ফরজ নামাজের আত্তাহিয়্যাতু ও দরূদ শরীফের শেষে অন্য দোয়া পড়তে পারবেন।  



আব্দুল্লাহ----02.06.2020::04.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সম্ভাব্য টাইপিং মিসটেক

প্রশ্ন-বিস্তারিত:     সালাম।।সূরা ইউসুফ এর ৫১ নাম্বার আয়াতের আরবী টাইপিং এ বোধহয় সমস্যা আছে।ঠিক করলে সবার সুবিধা হতো।

উত্তর: ওয়া আলাইকুম আস সালাম।  আমার মোবাইলে দেখলাম, ঠিকই আছে। আপনার এ্যাপটি ডিলিট করে পুনরায় ইনষ্টল করে নিন। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।  



দুরুল হুদা----02.06.2020::10.54  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: arifzaman192@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     ফজর, মাগরিব ও এশার সালাত একাকী পড়লে কেরাত চুপিচুপি পড়লে হবে কিনা?  অনেককে দেখা যায় মসজিদে জামাত না পেলে পিছনে চুপিচুপি অর্থাৎ মনে মনে ফজর মাগরিব ও এশার সালাত আদায় করেন তাদের ব্যাপারে হুকুম কি?

উত্তর: একাকী পড়ার সময় চুপি চুপি তিলাওয়াত করলেও নামাজ হয়ে যাবে। তবে সুন্নাতের খিলাফ হবে। (আল-মুগনি (২/২৭০)) । আর মসজিদে জামাতের স্থান তাই এখানে জামাতেই ইমাম সাহেব উচ্চস্বরে তিলাওয়াত করেন। যারা জামাতের পরে হাজির হবে তারা  সবাই চুপি চুপি নামাজ পড়বে।   



রিয়াদ ----02.06.2020::11.37  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মসজিদে ২ বার কি জামাত বানানো যায়

প্রশ্ন-বিস্তারিত:     বিস্তারিত বলেন 

উত্তর: জরুরী প্রয়োজন হলে ।  



হুসাইন আহমদ ----03.06.2020::01.22  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  কোর আন মাজিদে মোট কতটা সূরা রয়েছে?

প্রশ্ন-বিস্তারিত:     আসলে আমি জানতে চাচ্ছি কোরানে কতটা সূরা ও এর মোট আয়াত সংখ্যা কত?

উত্তর: ১১৪ টি সুরা এবং ৬২৩৬ টি আয়াত।  



কে বি এনামুল ----03.06.2020::06.22  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সনধা/ রাতকি এক? বা লাইল বা শাফাক কি? 

প্রশ্ন-বিস্তারিত:     সুর্য  উঠার পরে দিন আর সুরয ডোবার পরে রাত কোরআন কি বলে জানাবেন! 

উত্তর: কুরআনের বক্তব্য এটাই। “তোমরা রাত পর্যন্ত সিয়াম পালন করো”- আল কুরআন। এখানে সুর্য  ডোবাকেই রাত বলা হয়েছে। কেননা আমরা সূর্য  ডোবার পরপরই ইফতার করি। 



Mohammad Rasel Sheikh----03.06.2020::07.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কারীআনা ভাবে কোরআন পড়ার নিয়ম কি

প্রশ্ন-বিস্তারিত:     আমি কারী দের মতো টেনে টেনে তেলাওয়াত করতে চাই বাট কিকরে করা যায় 

উত্তর: স্থানীয় মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিনের সাথে যোগাযোগ করুন।  



আব্দুল মুহিদ----03.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিয়ের আগে স্ত্রীর এর শারিরীক সম্পর্ক ছিল ৭ বছরের ওখন আমি জানতে পারছি।আমার কী করনীয়?

প্রশ্ন-বিস্তারিত:     আমি বিবাহের পরে যানতে পারি আমার স্ত্রী এর বিবাহের আগে ৭ বছরের সম্পর্ক ছিল এবং শারিরীক সম্পর্ক ও ছিল।এখানে আমার কি করনিয়?

উত্তর: এটা সম্পূর্ণ আপনার মন মানসিকতার ব্যাপার। যদি আপনার স্ত্রী সেই সমস্ত বিষয় ত্যাগ করে তওবা করে এখন ভালো হয়ে আপনার সাথে ভালোভাবে সংসার করতেছে, তাহলে তাকে   ক্ষমা করে দেওয়াই উত্তম। 



ফারিয়া ----03.06.2020::03.48  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিবাহ

প্রশ্ন-বিস্তারিত:     আমি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর যদি আমার পরিবার বিয়ে না দেন আর আমি কোন খারাপ কাজে জরিয়ে পড়লে সেই পাপের ভাগিদার কি আমার বাবা মা হবে??? 

উত্তর: প্রথমত: আপনার শাস্তি হবে, আপনার বাবা মাও গুনাহের অংশীদার   হবে, তবে নিজে বাচার চিন্তা করুন, বাবা মা বিয়ে দিতে দেরী করলে নিজে বিয়ে করে ফেলুন।  



ইসমাইল হোসেন ----03.06.2020::02.11  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: দুই সিজদাহ্ এর মধ্যে ভুলে এক সিজদাহ্ দিলে নামাজ হবে কিনা?? 

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো আমি নামাজে দুই সিজদাহ্ এর মধ্যে এক সিজদাহ্ দিয়ে নামাজ শেষ করেছি। এবং সালাম ফিরিয়ে ফেলেছি পরে আমাকে কেউ বল্লো আপনি এক সিজদাহ্ দিয়েছেন। এমতাবস্থায় এর বিধান কি??

উত্তর: নামাজ পুনরায় পড়তে  হবে।  



সেলিম রেজা----03.06.2020::07.38  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: শাওয়ালের সিয়াম বষয়ে

প্রশ্ন-বিস্তারিত:     আমার স্ত্রীর রমজানের সিয়াম পূরণের সময় আমার শাওয়ালের নফল সিয়াম শেষ হয়েছে। এখন সে একা একা শাওয়ালের সিয়াম পালন করতে চায় না।তাকে সঙ্গ দিয়ে আমি সিয়াম পালন করলে তার বিধান কি?

উত্তর: কোন সমস্যা নেই আপনার রোজা গুলো নফল রোজা হয়ে যাবে।  স্ত্রীকে সঙ্গ দেওয়ার কারণে সওয়াব বেশী পাবেন।  



আবির ----03.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: mdabirahomed4@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     আমি জানতে চাই ইসলামি সংস্কৃতির সঙ্গে কিভাবে চলতে হবে 

উত্তর: ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন বিধান, এই পূর্নাঙ্গ জীবন বিধান মেনে চললে ইসলামী সংস্কৃতিও পালন করা হয়ে  যাবে।  



রায়হান----03.06.2020::09.39  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামায প্রসঙ্গে

প্রশ্ন-বিস্তারিত:     চোখ বন্ধ করে নামায পড়া যাবে

উত্তর: এ নিয়ে মতভেদ আছে। তবে চোখ খোলা রেখে সিজদার স্থানে দৃষ্টি রেখে নামাজ পড়াই উত্তম। খুশু খুযু সৃষ্টির জন্য মাঝে মাঝে চোখ বন্ধ করা যেতে পারে।   



মোঃ নজরুল ইসলাম----03.06.2020::09.41  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: পুরাতন কুরআনমজিদ কি করতে হবে?

প্রশ্ন-বিস্তারিত:     ছিরা কুরআনমজিদের পাতা কোথায় রাখব

উত্তর : নদীতে ফেলে দেবেন। 



মো:হাবিবুর রহমান ----04.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সফ্টওয়ার 

প্রশ্ন-বিস্তারিত:     বিষয় অভিধান কবে পাবো

উত্তর :  বিষয় অভিধান সম্পন্ন করা হয়েছে। এই এ্যাপটি ডিলিট করে পুনরায় ইনস্টল করে নিন। এ্যাপের হোমস্ক্রীন থেকে RATE বাটনে ক্লিক করুন, এরপর প্লে স্টোরের যে স্ক্রীন ওপেন হবে সেখান থেকে প্রথমে আন ইনষ্টল করবেন, এরপর পুনরায় ইনস্টল করবেন। তাহলেই বিষয় অভিধান পুরোটা পেয়ে যাবেন। 



মোহাঃমোজাহারুল ইসলাম। ----04.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মোত্তকি ও নাছের পার্থক্য। 

প্রশ্ন-বিস্তারিত:     পবিত্র কোরআনে, কোরআনকে কোথাও হুদাল্লিল মোত্তকিন, কোথাও হুদাল্লিননাস বলা হয়েছে। দুটি বাক্য দুই রকম কেন দয়াকরে জানাবেন। 

উত্তর: আসলে হেদায়েতের বিভিন্ন স্তর রয়েছে। সাধারণ মানুষের জন্য প্রথম  হেদায়েত হলো তারা তারা মহান আল্লাহর প্রভুত্ব স্বীকার করে কালেমা পরে মুমিন হবে। এটা হুদাল্লিন্নাস। এরপর একজন মুমিনের প্রতি হেদায়েত হলো সে ইসলামের সার্বিক বিধিবিধানগুলো পালন করে চলার মাধ্যমে মুত্তাক্বির পর্যাায়ে   উন্নীত হবে। একজন মুত্তাকী আবার নিজের সত:স্ফুর্ত ভাবে সুচারুরূপে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে মুহসিনের পর্যায়ে উপনীত হবে।   এটা হুদাল্লিল মুত্তাকীন।   



জ্যোৎস্না আকতার ----04.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জ্যোৎস্না শব্দের অর্থ কী

প্রশ্ন-বিস্তারিত:     জ্যোৎস্না শব্দের অর্থ কী

উত্তর: চাঁদের আলো।  



মোঃওমর ফারুক----০৪.০৬.২০২০  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বেতের নামায 

প্রশ্ন-বিস্তারিত:     আমি সেস রাতে বেতের নামায পরি হটাঠ একদিন চ্যাতন পেলাম না,তাহলে পরে কি পরা জাবে?

উত্তর: না।  



ওমর----০৪.০৬.২০২০  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফজরের নামায

প্রশ্ন-বিস্তারিত:     আমি জদি ফজরের আযান ঘুমের কারনে সুন্তে নাপাই surjo উঠার পরে ঘুমথেক উঠে জদি নামায পরি সে নামায কি কাজা পরতে হবে?

উত্তর: অবশ্যই  ক্বাযা পড়তে হবে।  



মোহাম্মদ সজীব ----04.06.2020::03.52  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মানুষের পরিচয় 

প্রশ্ন-বিস্তারিত:     আল্লাহর ভাষায় মানুষের পরিচয় কি? 

উত্তর: মানুষের পরিচয় হচ্ছে মানুষ আল্লাহর সৃষ্ট  এবং আল্লাহর বান্দা তথা দাস।  



হাসান আ্ল বোসরী----04.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আকিকার বিধান ও তা বন্টনের বিধান 

প্রশ্ন-বিস্তারিত:     দলিল সহকারে দিন

উত্তর দেওয়া হয়েছে দেখুন। লিংক: https://alquranindex114.blogspot.com/2019/09/blog-post_39.html 



মুহাম্মদ নয়ন----04.06.2020::04.32  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: এ‍্যাপ সম্পর্কে 

প্রশ্ন-বিস্তারিত:     প্রশ্ন  এই এ‍্যাপে কীভাবে আরবির উচ্চারণ টা বাংলায় দেখতে পাওয়া যাবে?

উত্তর: আরবী উচ্চারণটা বাংলায় আসলে ভুল হয়। আরবী উচ্চারণ ক্বারীদের কাছে শুনে শেখা উচিত। এই এ্যাপে সেই ব্যবস্থা করা  হয়েছে।  



রবিউল ইসলাম ----04.06.2020::08.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মুসলমানদের উপর নির্যাতন

প্রশ্ন-বিস্তারিত:     ইসলামের প্রাথমিক অবস্থায় মুসলমানদের উপর নির্যাতন এর আলোচনা করা হয়েছে কুরআনের কোন কোন সুরার কত নম্বর আয়াতে। 

উত্তর: এ সংক্রান্ত প্রচুর আয়াত রয়েছে। এই এ্যাপটি পড়তে থাকুন,  পেতে  থাকবেন। আর এই এ্যাপের বিষয়  অভিধান  দেখুন।  



মোঃ শহিদুল ইসলাম ----04.06.2020::07.18  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হারাম পানিয়

প্রশ্ন-বিস্তারিত:     আমরা যে আপেল সিডার ভিনেগার পানকরি এটা পানকরা যায়েজ হবে কি? কারন এটা মদের মত গন্ধ 

উত্তর: সেটা যদি নেশা সৃষ্টি না করে তবে জায়েজ হবে।  



সাদ বিন তাসলিম----04.06.2020::03.39  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: উত্তর ও দক্ষিণ মেরুতে নামাজের রীতি

প্রশ্ন-বিস্তারিত:     উত্তর ও দক্ষিণ মেরুতে নামাজের রীতি কি?

উত্তর: সেখানকার মানুষ প্রতিদিনকার কাজকর্ম  করে থাকে। ঘুমায় আবার ঘুম থেকে জেগে প্রাত্যহিক জীবনের কাজকর্ম করে। এভাবে তাদের প্রাত্যহিক জীবনের  প্রতিটি দিনে নির্দিষ্ট সময় আনুমনিক নির্ধারণ করে পাচ ওয়াক্ত নামাজ  আদায় করবে।  



অাঃ রাজজাক----05.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তাওবারগুন কতটি?

প্রশ্ন-বিস্তারিত:     তাওবা কবুল হতে কতটি গুন অর্জন করতে হবে ৷

উত্তর: ৩টি ।    ১) সংশ্লিষ্ট খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে। ২) আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে । (সাদাক্বা ও নামাজ তওবার জন্য উত্তম)  ৩। কারো হক্ব নস্ট করে  থাকলে তা ফিরত দিতে হবে।   (বি:দ্র:  এই এ্যাপের হোমস্ক্রীন থেকে RATE বাটনে ক্লিক করে আপনার এ্যাপটি আনইনষ্টল  করে প্লে স্টোর থেকে পুনরায় ইনষ্টল করে নিন। আপডেট করবেন না, ডিলিট করে নতুন করে ইনষ্টল করুন।  )  



মুহাম্মদ নয়ন----05.06.2020::04.41  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ 

প্রশ্ন-বিস্তারিত:      নিজেই নামাজ শিক্ষা বই পড়ে নামাজ পরতে পারি । কিন্তু যদি নিজেই মুক্তাদি বা ঈমাম হই তাহলে কীভাবে নামাজ পড়ব।

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2019/08/blog-post_8.html  



মোঃ দেলোয়ার হোসাইন----05.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: চল্লিশা খাওয়া

প্রশ্ন-বিস্তারিত:     চল্লিশা খাওয়ানো জায়েজ আছে কি না?

উত্তর: চল্লিশা জায়েজ নেই। তবে দরিদ্রদের খাওয়াতে পারেন, বরং  তা উত্তম।  



এ হাসান ----05.06.2020::05.30  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিবেক কি বলে?

প্রশ্ন-বিস্তারিত:     সনধা / রাত কি এক? রাত মানে আলো আর সনধা মানে রাত? কোরানের কোন সুরাতে আছে সুর্য  ডোবার পরে রাত? জানাবেন!

উত্তর: আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর এর আগেও দিয়েছি। কোন আয়াতে বলা হয়েছে সে আয়াতের কথাও বলেছি। সুরা বাক্বারার ১৮৭ নং আয়াতে  আছে দেখুন : সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল্লাইল - অর্থাৎ, অত:পর তোমরা রোজা পূর্ণ  কর রাত পর্যন্ত। এই আয়াতের ব্যাখ্যায় রাসুল  সা: রোজা রেখে ইফতার করেছেন  কখন? সূর্য  ডোবার সাথে সাথে। সুতরাং,   সূর্য  ডোবার সাথে সাথেই রাত শুরু  হয়ে  যাচ্ছে।  এছাড়াও কুরআনের দিনরাত সংক্রান্ত আয়াত গুলো দেখুন। একটি প্রশ্নের উত্তর আপনার মন  মত না হলে কি এখন কুরআন  হাদীস পরিবর্তন করে ফেলতে হবে ? 



আব্দুল্লাহ আল মনছুর----05.06.2020::05.54  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সুন্নত নামাজ কি বসে আদায় করা যাবে

প্রশ্ন-বিস্তারিত:     সুন্নত নামাজ কি বসে আদায় করা যাবে

উত্তর: প্রথমত না। তবে ওজরের জন্য বসে পড়া যাবে।  



মুমিন----05.06.2020::05.30  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আগের পশনোওর গুলেো কি ভাবে পাব?

প্রশ্ন-বিস্তারিত:     বিগত দিনের উওরগুলো পাব কিভা বে জানবেন!

উত্তর: এ্যাপের  এই স্ক্রীনের একবারে ‍উপরের দিকে বিগত দিনের উত্তরের লিংক রয়েছে দেখুন।  



মোহাম্মদ  মাসুদ রানা----05.06.2020::06.16  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাযের দোয়ার অথ নিয়ে? 

প্রশ্ন-বিস্তারিত:     আচ্ছা আমরা  নামাযের মধ্য যে সব দোয়া গুলো পড়ি. সে সব দোয়ার অথ না বুঝলে  নামায কি হবে?

উত্তর: নামায হয়ে যাবে তবে অর্থ বুঝে পড়া জরুরী ও ফলপ্রসু।  



আবু তাহির----05.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ সংক্রান্ত প্রশ্ন

প্রশ্ন-বিস্তারিত:     ৩ রাকাতি ফরজ নামাজে মুক্তাদি দুইরাকাত পরে জামাতে  শরিক হলে সে এক রাকাত ইমামের সাথে আদায় করার পরে ইমাম সালাম ফিরানুর পরে সে দাঁড়াবে। দাঁড়ানোর পরে তার নামাজে প্রথম বৈঠক কি আর এক রাকাত পরে দিতে হবে? এবং সে ইমামের সাথে শেষ রাকাত পাওয়ার কারনে সে কি তার শেষ রাকাতে সুরা মিলাতে হবে কি না? 

উত্তর: ১) প্রথম বৈঠক এক রাকাত পরে দিতে হবে । ২) শেষ রাকাতে সুরা মিলাতে হবে। (বি:দ্র:  এই এ্যাপের হোমস্ক্রীন থেকে RATE বাটনে ক্লিক করে আপনার এ্যাপটি আনইনষ্টল  করে প্লে স্টোর থেকে পুনরায় ইনষ্টল করে নিন। আপডেট করবেন না, ডিলিট করে নতুন করে ইনষ্টল করুন।  )   



মোঃ সহিদুল ইসলাম----০৫.০৬.২০২০::০৯.১৭  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজের ওয়াজীব

প্রশ্ন-বিস্তারিত:     বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে লিখা,প্রকৃতপক্ষে ওয়াজিব কয়টি কিকি?

উত্তর: ইমামদের  মতামত  এবং বিভিন্ন হাদীস ও আলেমদের মতামতের ভিন্নতার  কারণে ওয়াজিবের সংখ্যার তারতম্য হয়েছে। আপনি যে কোন একটি মত অনুযায়ী চললেই যথেষ্ট হবে।  



ইমাম যদি  নামাজের মধ্যে সাহু সিজদা দেয়, যে ব্যাক্তি পুরো জামাত পেল না সে কি ইমামের সাথে সালাম ফিরবে?----05.06.2020::11.07  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সালাম ফিরানো

প্রশ্ন-বিস্তারিত:     জামায়াতে সব রাকাত নামাজ না পেলে ইমান যদি কোন ভুলের কারনে সাহু সিজদা দেয় তবে মুক্তাদি কি ইমামের সাথে সাহু সিজদা দিবে।

উত্তর: জ্বি সাহু সিজদা দিবে।  



রাশেদ----05.06.2020::11.07  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: চেয়ারে নামাজ 

প্রশ্ন-বিস্তারিত:     চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি?

উত্তর: এটা নিয়ে এখতেলাফ আছে। কোন কোন আলেমের মতে জায়েজ এবং কোন আলেমের মতে জায়েজ নয।  



ফাহমিদা ----05.06.2020::01.05  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     নামাজ পড়ার সময় নিয়ত করা আবশ্যক কি না..???????

উত্তর: মুখে বলা আবশ্যক নয়। মনে মনে নিয়ত করলেই হবে।  



মোহাম্মাদ  ইয়াছিন ----05.06.2020::11.28  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হিল্ল বিবাহ

প্রশ্ন-বিস্তারিত:     আমার স্ত্রীকে তালাক দেওয়ার পর, পুনরায় যদি ফিরিয়ে আনতে চাই , তখন কি করতে হবে ? হিল্লা বিবাহ  ইসলামে জায়েজ কি না ,কুরআন ও হাদিসের আলোকে জানতে চাই ।

উত্তর: বর্তমান সমাজে প্রচলিত হিল্লা বিয়ে হারাম। যদি আপনার স্ত্রীকে ১ বা ২ তালাক দিয়ে থাকেন, তবে আপনার স্ত্রীকে   ফিরিয়ে আনতে পারবেন। কোন হিল্লা লাগবেনা। আর যদি ৩ তালাক দিয়ে থাকেন, তবে   আপনাকে অপেক্ষা করতে হবে, যদি ঐ মহিলার অন্য কোথাও বিয়ে হয়, অত:পর সেই স্বামী কখনো নিজ ইচ্ছায় তালাক দেয় অথবা  মৃত্যূ বরণ করে তবে ঐ  মহিলাকে পুনরায় আপনার জন্য বিয়ে করা হালাল হবে।  



মোহাম্মদ শহীদুল ইসলাম----05.06.2020::02.47  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: করোনাই সালাতে দাঁড়ানোর বিধান

প্রশ্ন-বিস্তারিত:     বর্তমান পরিস্থিতিতে সালাতে ফাকা রেখে দাঁড়ালে সালাত আদায় হবে কী? 

উত্তর: হবে।  



ইলিয়াস ----05.06.2020::07.34  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোযা

প্রশ্ন-বিস্তারিত:     রোযা রেখে ভুল করে খাদ্য গ্রহণ করলে 

উত্তর : রোযা ভঙ্গ হবেনা, রোযা হয়ে যাবে। 



অনিচ্ছুক ----05.06.2020::03.21  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিবাহ সম্পর্কে  নিয়ে?

প্রশ্ন-বিস্তারিত:     বিয়ে করার পর. ঝগড়ার কারনে. তালাক ছাড়া বউকে না বলে ২য় বিয়ে করেছে.  এখন সে ভুল বুঝতে পারছে. এখন সে বলে আমি কি ১ম বউ এবং ২য় বউয়ের সাথে মিলিয়ে  থাকতে পারবো। ২য় বউ যদি না মানে এখন সে কি করবে ? 

উত্তর: ২য় স্ত্রীকে যদি তথ্য গোপন করে বিয়ে করে থাকে,  এখন  যদি  ১ম স্ত্রীর কথা জানার পর  ২য় স্ত্রী তালাক চায় তবে তাকে তালাক দিয়ে  দিতে হবে।  



মিলন----05.06.2020::04.41  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইমামের পিছনে সূরা পড়া

প্রশ্ন-বিস্তারিত:     ইমামের পিছনে সূরা ফাতিহা পরা লাগবে কি না

উত্তর: ইমাম যখন চুপি চুপি  তিলাওয়াত করে, তখন সুরা ফাতিহা পড়বেন, আর যখন সজোরে তিলাওয়াত করে তখন চুপ করে শুনবেন,  তখন সুরা ফাতিহা তিলাওয়াত করার  প্রয়োজন নেই।  



ইমদাদুল হক মিলন----05.06.2020::04.41  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হানাফি এবং আহালে হাদিসদের কথা

প্রশ্ন-বিস্তারিত:     আমি হানাফি এবং আহালে হাদিস আলেমদের  কথা শুনি যার টা শুনি তার টাই ভালো লাগে আমি এখন দেখিতে পেয়েছি যা একজনের কথার সাথে আরেকজনের কথার মিল নেই তবে কিছু কথা ছাড়া  এখন আমার প্রশ্ন আপনাদের কাছে আমার উচিত কাকে অনুশরণ করলে রসূল (সাঃ) কে অনুশরণ করা হবে।

উত্তর: এই এ্যাপটি  পড়তে থাকুন। এছাড়াও নিয়মিত কুরআন হাদীস পাঠ করুন। এবং প্রকৃত হক্বকে চেনার জন্য আল্লাহর নিকট  প্রার্থনা করুন।  



শহিদুল ইসলাম----05.06.2020::05.38  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজের লখ্য উদ্দেশ্য কী?

প্রশ্ন-বিস্তারিত:     আজ মুসলিমরা তাদের জীবনব্যবস্তাকে বাদ দিয়ে শুধু নামাজ নিয়ে পরে আছে কেন?

উত্তর:  অবশ্যই ইসলামী জীবন  বিধানে নামাজের একটা বিরাট গুরুত্ব রয়েছে। কিন্তু  শুধু নামাজ পড়লেই দায়িত্ব শেষ হয়না  বরং দায়িত্ব শুরু হয়।   



মোঃ শামীম আখতার----05.06.2020::09.10  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মুত্তাকি কারা ? 

প্রশ্ন-বিস্তারিত:     কাদেরকে মুত্তাকি বলা হয় ? 

উত্তর:  যারা তাক্বওয়া  অর্জন করেছেন, যারা আল্লাহকে ভয় করেন এবং আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজ থেকে বিরত  থাকেন।  



মুহাম্মাদ নূরুল ইসলাম আকন----05.06.2020::09.12  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: অভিভাবকত্ব

প্রশ্ন-বিস্তারিত:     সন্তানের প্রতি পিতামাতার অভিভাবকত্বের দায়িত্ব কত দিন পর্যন্ত ৷ অর্থাৎ কত দিন পর্যন্ত পিতামাতা সন্তানের ওপর কতৃত্ব করতে পারবে? যার পরে পিতামাতা আর সন্তানের কর্মের জন্য দায়ী থাকবে না ৷

উত্তর: সন্তান সাবালক হওয়া পর্যন্ত দায়িত্ব। তবে এরপর একটা দায়িত্ব থাকে সেটা হলো সৎ পাত্র বা সৎ কন্যার সাথে বিবাহ দেওয়া।  



সুরয ----05.06.2020::10.18  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামায জান্নাতে র চাবি"

প্রশ্ন-বিস্তারিত:     সিয়া সিওা হাদিস দিয়ে প্রমান দেন আবার দুর্বল ও জালও বলেন এর মানে বুঝলামনা? বুঝিয়ে বলুন,"

উত্তর: সিহাহ সিত্তাহর কোন কোন হাদীসও কোন কোন আলেমের মতে দুর্বল বা জাল রয়েছে। যেমন এই  হাদীসের প্রথমাংশ যেখানে নামাজকে জান্নাতের চাবি বলা হয়েছে। ‍মুহাদ্দিসদের মতে হাদীসের এ অংশটি দুর্বল  বা জাল। আবার আরেকটি হাদীস যেখানে ইবরাহীম আ: তিনটি মিথ্যা কথা বলেছেন বলে উল্লেখ  আছে। কোন কোন আলেমের মতে এ  হাদীসটি  জাল বা দুর্বল। কারন, কোন নবী মিথ্যা কথা  বলতে পারেন না। এই এ্যাপটিরে বিষয় অভিধান থেকে হযরত ইবরাহীম আ: এর ঘটনাগুলো টিকা সহকারে  পড়তে থাকুন। এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।  



মু. আব্দুল মজিদ----05.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসালামি আইন

প্রশ্ন-বিস্তারিত:     ইসলামি আইন এ ধর্মনিরপেক্ষ সম্পর্কে তথ্য

উত্তর: সুরা আলে ইমরানের ১৯ নং আয়াত,  এবং  ঐ একই সুরার  ৮৫ নং আয়াত দেখুন। 



তাজিন----05.06.2020::11.47  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হযরত নুর র

প্রশ্ন-বিস্তারিত:     হযরত ওমর রা: তার বোনের বাড়িতে ঢুকার সময়  যে সুরার তিলাওয়াত শুনেছিলেন তার বোন পড়ছিল সেটি কোন  সুরা  ?

উত্তর: সুরা ত্বহা।  



মুহাম্মদ নয়ন----06.06.2020::05.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিবাহ 

প্রশ্ন-বিস্তারিত:     যদি কোন বিয়ে দুই বছর পর হবে একটা চুক্তি করা হয়। বিয়ের আগেই বা সামাজিক স্বীকৃতির আগেই স্বামী তার স্ত্রীর হাত স্পর্শ করা, ফোনে কথা বলা এবং বাইরে কোথাও  স্ত্রী সাথে দেখা করা যাবে কী?

উত্তর: অবশ্যই না।  



মোঃরাফিউল ইসলাম ----06.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: দরুদ

প্রশ্ন-বিস্তারিত:     কয় যায়গায় দরুদপাঠ নিষেধ? এবং কোন কোন যায়গায় নিষিদ্ধ? 

উত্তর দেওয়া হয়েছে দেখুন: উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_6.html 



ইকামতে দ্বীন কি----06.06.2020::06.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:   জানতে চাই

প্রশ্ন-বিস্তারিত:      ইকামতে দ্বীন কি ফরজ

উত্তর: ফরজ।  



মুহা সেকেন্দার আলী ----06.06.2020::07.27  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: অন্য তাফসির কিভাবে পড়তে পারব?

প্রশ্ন-বিস্তারিত:     তাফহীমল কোরআনের টীকায় অন্য তাফসিরের রেফারেন্স 

উত্তর: এক টিকায় এই তাফসীরেরই অন্য টিকার রেফারেন্স দেওয়া আছে।   



মুহাম্মদ ওয়ালী উল্লাহ ----06.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: দাডি রাখা 

প্রশ্ন-বিস্তারিত:     দাডি রাখার সঠিক নিয়ম সম্পকে জানাবেন?

উত্তর : দাড়ি  ছেড়ে দেওয়াই উত্তম। তবে সৌন্দর্যের জন্য  ছাটা জায়েজ আছে। কিন্তু এক মুষ্টির কম না হওয়া চাই।   



মুহাম্মদ নয়ন----06.06.2020::01.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ 

প্রশ্ন-বিস্তারিত:     ১/ হাফ শার্ট বা হাফ গেঞ্জী পড়ে মসজিদে কি ঈমামতি করা যায়? ২/ মুখে দাড়িঁ নেই  বা যা আছে তাও এক মুষ্ঠির কম হবে। এ রকম লোক ঈমামতি করতে পারবে কী?

উত্তর: ১) যদি ঐ ব্যাক্তির চাইতে ইমামতিতে অধিক যোগ্য অন্য কোন ব্যাক্তি না থাকে  তবে নামাজ হয়ে যাবে। কিন্তু অন্য কোন ব্যাক্তি যিনি পূর্নাঙ্গ পোষাক  পরিধান করা এবং ইমামতিতেও তার চাইতে যোগ্য তাহলে এই দ্বিতীয় ব্যাক্তিকে ইমামতিতে দিতে হবে।  ২। দাড়ির ব্যাপারেও এই একই  নিয়ম।  



ফেরদাউস----06.06.2020::02.25  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: Apps download for iPhone 6s 

প্রশ্ন-বিস্তারিত:     iphone 6s এ কিভাবে ডাউনলোড করতে হবে, এই সেটের জন্য ডাউনলোড করার লিংকটা দিন প্লিজ

উত্তর: ভাই এই এ্যাপটা আইফোনের জন্য করা হয়নি। শুধু এ্যান্ড্রয়েডের জন্য করা হয়েছে।  



আব্দুল হাকিম ----06.06.2020::06.26  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ah817801@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     রাসূল সা. এর গুনাহ আছে এটা কি ঠিক

উত্তর: ঠিক নয়।  



আল আমিন----06.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: চার রেকাট নামাজে প্রথম তাসাহুদ পড়ে 

প্রশ্ন-বিস্তারিত:     চার রাকাত নামাজে প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার পর যদি দুরুদ শরিফ পড়ে ফেলে তাহলে কি সাহু সেজদা দিতে হবে কিনা 

উত্তর:১) ফরজ নামাজে যদি ইমাম সাহেব  পড়ে ফেলেন তবে সাহু সিজদা  দিতে হবে। আর মুসল্লিদের কেউ পড়ে ফেললে নামাজ হয়ে যাবে। ২) একা একা সুন্নাত অথবা নফল  নামাজে পড়ে ফেললে সাহু সিজদা  দিতে হবে না। নামাজ হয়ে  যাবে।   (বি:দ্র:  এই এ্যাপের হোমস্ক্রীন থেকে RATE বাটনে ক্লিক করে আপনার এ্যাপটি আনইনষ্টল  করে প্লে স্টোর থেকে পুনরায় ইনষ্টল করে নিন। আপডেট করবেন না, ডিলিট করে নতুন করে ইনষ্টল করুন।  ) 



মোহাম্মদ আসিফ রাব্বি ----06.06.2020::09.39  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মুসা আর আল্লাহ

প্রশ্ন-বিস্তারিত:     আল্লাহর মুসা নবি কে বলেসেন জে মানব এর গোস্ত দরকার।এইটি কোন সুরা অাছে

উত্তর: এইটি কুরআনের কোন আয়াত  নয়। হাদীসেও এমনটি  আমি পাইনি।  



মোঃ ইসহাক----07.06.2020::04.11  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোযা

প্রশ্ন-বিস্তারিত:     আজ(০৬.০৬.২০২০) সেহরী খাওয়ার শেষ সময় ৩.৪৪ মি কিন্তু দেরি করে ঘুম থেকে উঠার কারনে খাবার খেতে ১০ মি দেরী হয়ে যায় সুতরাং আজকের  রোযা থাকলে হবে কি না? 

উত্তর: এই এ্যাপের (তাফহীমুল কুরআন এ্যাপের)  সুরা বাক্বারার ১৮৭ নং আয়াতের ১৯২, ১৯৩ ও ১৯৪ নং টিকা পড়ুন।  



মোহাম্মদ সজীব ----07.06.2020::08.50  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলামিক আন্দোলন 

প্রশ্ন-বিস্তারিত:     আমরা ইসলামিক আন্দোলন কেন করব ? 

উত্তর: তাফহীমুল কুরআন এ্যাপের সুরা তওবা, সুরা সফ, সুরা মুহাম্মদ ইত্যাদি তাফসীর সহকারে পড়ুন।  



mostafa----07.06.2020::02.50  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  রমজান মাসে মেয়েদের মাসিকের বিযয়ে প্রশ্ন

প্রশ্ন-বিস্তারিত:     মাসিকের কারণে রোজা ও নামাজ বাদ পড়ে যায়। পরবর্তি সময়ে তা কিভাবে আদায় করিতে হবে দয়া করে বিস্তারিত জানাবেন।

উত্তর: খুবই সহজ বিষয়। উক্ত দিনগুলির নামাজ মাফ করে দেওয়া হয়েছে। নামাজ পড়তে হবেনা। তবে উক্ত দিন গুলোর রোজা ছেড়ে  দিতে হবে। পরবর্তীতে রমজানের পর উক্ত ছেড়ে দেওয়া রোজা গুলো রেখে দিতে হবে। ব্যাস।  



মামুন----07.06.2020::10.28  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বান্দার হক্ব সম্পর্কিত। 

প্রশ্ন-বিস্তারিত:     আমি কো অপারেটিভ কোম্পানিতে চাকরি করতাম, এখন ঐ কোম্পানি বন্ধ হয়ে গেছে। কিন্ত আমি যখন চাকরি করতাম, তখন আমি শাখা ব্যবস্থাপক ছিলাম। অনেকেই টাকা রেখেছেন আর ব্যবস্হাপক হিসাবে আমাকে অনক জায়গায় স্বাক্ষর দিতে হয়েছে। এখন পর্যন্ত অনেকেই তাদের ম্ূল টাকা ফেরত পায় নাই।আমার প্রশ্ন হল, এ দায়িত্ব আমার উপর কতটুকু বর্তায়? 

উত্তর: আল্লাহ একজনের  বোঝা আরেকজনের ওপর চাপিয়ে দেবেন না। আপনার বিবেকই এখানে প্রধান  স্বাক্ষী।  যদি ঐ টাকা আত্মসাত করার ক্ষেত্রে আপনার কোন ভূমিকা না থাকে, তবে আপনার উপর কোন দায়িত্ব বর্তাবেনা।  



Md Khusbar----07.06.2020::02.00  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     নামাজ সম্বন্ধে গুরুত্বপূর্ণ কথা কোরানের বাণী

উত্তর :এই এ্যাপের বিষয় অভিধান দেখুন। 



মোঃ খোশবার আলী 8/6,2020ইং----07.06.2020::02.00  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হালাল সম্পর্কে

প্রশ্ন-বিস্তারিত:     আমি একজন চাকরি জিবি মানুষ আমার বেতন 5000 হাজার টাকা । আমার কাছে মাদ্রাসার আয় ব্যয় এর টাকা থাকে,,, তাহলে আমি মাস পূর্ণ হওয়ার আগেই তা থেকে টাকা নিতে পারবো কি না।

উত্তর: অবশ্যই না।  



কানন----07.06.2020::03.15  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সুদ

প্রশ্ন-বিস্তারিত:     সুদ হারাম কেনো

উত্তর: প্রথমত মনে রাখতে হবে আল্লাহ যা হারাম করেছেন তাতে অবশ্যই কোন অনিষ্ট আছে, তা আমার বুঝে আসুক বা  না আসুক, তা হারাম। সুদ হারাম কারণ এটা জুলম।  



এফ এম----07.06.2020::02.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিধা ন সমপর্কিত

প্রশ্ন-বিস্তারিত:     আললাহর কিতাব অনুযায়ী যারা বিধান দেয়না তারা কাফির, যালিম, ফাসিক সুরা মায়িদা,তাহলে প্রচলিত হাদিস থেকে বিধান নেওয়া যাবে কি?

উত্তর : কুরআনের ব্যাখ্যই হচ্ছে হাদিস।  



Nurul alam----০৭.০৬.২০২০::০৯.৩৪  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ভাংতি রোজার বিধান

প্রশ্ন-বিস্তারিত:     অপরের পক্ষে রোজা রাখা যাবে কিনা

উত্তর: প্রথমত না। তবে মৃত ব্যাক্তির  পক্ষে  রোজা রাখা যাবে কিনা এ  নিয়ে মতভেদ আছে।  



নুরুল----07.06.2020::11.37  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফরজ সালাতের পর সবাই মিলে হাত তুলে মুনাজাত করা জাবে কি?

প্রশ্ন-বিস্তারিত:     ফরজ সালাতের পর সবাই মিলে হাত তুলে মুনাজাত করা জাবে কি? 

উত্তর : মাঝে মাঝে করা যেতে পারে, তবে নিয়মিত  করা ঠিক হবে না। এটা যে নামাজের কোন অংশ নয়, তা  মুসল্লিদের কাছে  পরিস্কার থাকতে হবে।  



মোঃ হারুন-অর-রশিদ----08.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজের ফরজ ছুটে যাওয়া

প্রশ্ন-বিস্তারিত:     ইমামের পিছনে মুক্তাদির চোখে ঘুমের কারণে রুকু করতে ভুলে গেলে তার নামাজ হবে কি?

উত্তর: না। 



আশ্রাফ আলী ----08.06.2020::05.11  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মতবিরোধ 

প্রশ্ন-বিস্তারিত:     বর্তমানে বাংলাদেশ এ আহলে হাদীস পন্থী আলেম যারা তাদের বক্তব্য অনুযায়ী আমাদের সালাত সহ অন্যান্য কার্যাদি পালনে আমরা বিদাতে নিমজ্জিত। যদি তাদের কথা ঠিক হয় তাহলে বাংলাদেশের যেসব আলেমগন ছিলেন তারা সবাই ভুলের উপর ছিলেন?

উত্তর: ভাই এ বিষয়গুলো তাদেরকেই জিজ্ঞেস করুন।  



এ হক----08.06.2020::05.29  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নেতা ;

প্রশ্ন-বিস্তারিত:     হাসরে প্রওেক  মানুষকে তার  নেতা সহ ডাকা হবে, সেটা  কোন  নেতা?  কোরানিক নেতা  নাকি প্রচলিতনেতা, প্রচলিত নেতার আনুগত্য করলেকি জাননাতে যাওয়া যাবে? কোরআন  কিবলে জানাবেন!

উত্তর: কার্যত যে নেতার আনুগত্য অনুসরণ করা হয়েছে সেই নেতার সাথেই তার হাশর হবে।    



afrah----08.06.2020::08.16  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: অবৈধ সম্পর্ক তথা প্রেম 

প্রশ্ন-বিস্তারিত:     অবৈধ সম্পর্ক তথা প্রেম করা কি জায়েজ

উত্তর: হারাম এবং জ্বিনার কাজ।  



রিয়াজ উদ্দিন ----08.06.2020::09.12  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হাফেজ 

প্রশ্ন-বিস্তারিত:     একজন হাফেজ কোরআন শেষ করার পর তার করোনিয় কি

উত্তর: হিফজ  ধরে  রাখার জন্য চেষ্টা করা।  



মুহাম্মদ নয়ন----08.06.2020::12.51  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ 

প্রশ্ন-বিস্তারিত:     মসজিদের বাইরে কোথায়ও ঘরে বা অন্য কোন স্থানে নামাজ একাকি পড়লে একামত দিতে হবে কী?

উত্তর : দিলেও হবে না দিলেও হবে। 



মাইন উদ্দিন----08.06.2020::12.47  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মা বাবার দায়িত্ব কর্তব্য

প্রশ্ন-বিস্তারিত:     আমার প্রশ্ন আমার বেতনের পুরো টাকা দিয়ে মা-বাবাকে কি দেখাশোনা করা লাগবে নাকি তাদের ভরণ-পোষণের দায়িত্ব নেয়া আমার জরুরী

উত্তর: বেতনের পুরা টাকা দিতে হবেনা, বরং তাদের  যদি অন্য কোন আয় বা সম্পদ  না থাকে তবে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেয়া জরুরী।  তবে মনে রাখবেন আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না।  



মাইন উদ্দিন----08.06.2020::12.50  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মাকে খুশি করার টিপস জানতে চাই

প্রশ্ন-বিস্তারিত:     আমার বেতনের পুরা টাকা দিও মা-বাবাকে খুশি করতে পারতেছিনা এখন আমার করনীয় কি আমার ভবিষ্যতের চিন্তা ভাবনা করা ঠিক আছে কিনা ?

উত্তর:১) আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। ২) ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যেতে পারে।   



মাইন উদ্দিন----08.06.2020::12.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মায়েরা বোনদের মূল্যায়ন করে ছেলেদের কেন করেনা

প্রশ্ন-বিস্তারিত:     আমার মা আমার বোনের কথায় চলে । মা বোনের কথায় ভাই এবং ভাইয়ের বউয়ের সাথে ভালো আচরণ করতেছে না সব সময় মা ছেলে এবং ছেলের বউ এর বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে এখন আমার করনীয় কি

উত্তর: আপনি আপনার মাকে নরম ভাবে বুঝাবেন, বোনকে বুঝাবেন, পরকালের ভয় তাদেরকে স্মরণ করিয়ে দিবেন।   



কবির হোসেন----08.06.2020::03.06  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ওজু

প্রশ্ন-বিস্তারিত:     অনেক প্রবাসি হাফপেন পরে ঘুমায়, ঐ অবস্থায় ওজু করলে সঠিক হবে কিনা।

উত্তর: সঠিক হবে।  



আনিকা বুসরা----08.06.2020::07.23  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জমি বন্ধক 

প্রশ্ন-বিস্তারিত:     জমি বন্ধক নেওয়া কি হারাম।নাকি জায়েজ?

উত্তর: এই শর্তে জায়েজ হবে, জমিতে যে ফসল উৎপন্ন হবে, তার বর্গা বা বর্গা ফসলের মূল্য জমির মালিককে দিয়ে দিতে হবে। অন্যথায় তা সুদ হবে, এবং তা হারাম।  



মুহাম্মদ নয়ন----08.06.2020::07.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     নামাজে ঈমাম সাহেব ভুল করলে মুক্তাদিরা কী বলবে? আল্লাহু আকবর নাকি সুবহানাল্লাহ্। 

উত্তর: আল্লাহু আকবার  



এসকেন্দার----08.06.2020::08.11  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কিরামিন কাতিবিন

প্রশ্ন-বিস্তারিত:     কোন সুরায় তাদের সম্পর্কে বলা হয়েছে।

উত্তর : ৮২ নং সুরা ইনফিতারের ১১ নং আয়াত। 



ইসলাম----08.06.2020::10.26  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জানতে চাই

প্রশ্ন-বিস্তারিত:     তরজমানুল কোরআন নামে কোন তাফসীর আছে কি না?থাকলে তার লেখক কে?

উত্তর: তর্জমানুল কুরআনের বিস্তৃত আকার  হচ্ছে এই তাফহীমুল কুরআন, যে এ্যাপটি আপনি পড়ছেন। এর লেখক, মাওলানা মওদুদী রাহ:  



কবির হোসেন----08.06.2020::08.09  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: অজু সম্পরকে জানতে চাই

প্রশ্ন-বিস্তারিত:     প্রবাসিরা অনেকে হাফপেন পরে ঘুমায়,যা কারো কারো হাটুর উপরে থাকে, ঐপেন পরাবস্তায় অজু করলে হবেকিনা।

উত্তর : হবে। 



মো রুহুল আমিন ,ভাবনচুর,গোলমুন্ডা,জলঢাকা,নীলফামারী।----08.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কবর স্থান্তর বিষয়ে

প্রশ্ন-বিস্তারিত:     মসজিদের সামনে অনেক পুরাতন একটি কবর আছে,ঐকবরটিকে অন্য জায়গায় সরিয়ে সেখানে মহিলাদের নামাযের জায়গা বানাতে চাই ,সেটা করা যাবে কি না? আর যদি যায় তাহলে তার নিয়ম কি? জানিয়ে বাধিত করবেন।

উত্তর: না করা যাবে না।  



অনিচ্ছুক ----08.06.2020::10.08  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তওবা সম্পর্কে? 

প্রশ্ন-বিস্তারিত:     যদি সে মন থেকে তওবা করে  পিছনে সব গুনা মাফ  পাবে কি পাবে না। আগে সে দুটি বিয়ে করছে দুটি বউয়ের সাথে ১বছর কথা না হওয়ার   পর সে নতুন বিয়ে করছে । এখন সে তওবা করছে  আর সে এরকম পাপ কাজ করবে না। এখন  সে আগের  বউ গুলোর  কাছ থেকে সে খমা পাবে

উত্তর: একব্যাক্তি চারজন স্ত্রী রাখতে পারবে। সে তো তৃতীয় বিয়ে করেছে। তো এখানে পাপের কথা আসছে কেন ?   



মুসলিম উদ্দিন----09.06.2020::05.52  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: অনুবাদ এলোমেলো, বাদ পড়া ইত্যাদি 

প্রশ্ন-বিস্তারিত:     যেমন, সূরা বাকারার ২১৯ ও ২২০ আয়াত দেখুন। অন্য জায়গায় দেখেছি এক আয়াতের ভিতরে পরের আয়াতের অনুবাদ ঢুকে গেছে।

উত্তর: জাজাকুমুল্লাহ। 



আমান----09.06.2020::08.43  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইফক

প্রশ্ন-বিস্তারিত:     ইফক সম্পর্কে বিস্তারিত জানতে চাই

উত্তর দেওয়া হয়েছে দেখুন । উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_73.html



তোফায়েল----09.06.2020::09.09  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কাযা নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     কাযা নামাজ আদায় করার নিয়ম?

উত্তর : আসলে মুসলমানের আবার নামাজ কাজা হয় কি করে এটা রাসুল সা: এবং সাহাবীদের যুগে ছিল  অসম্ভব । মুসলমান ও কাফেরের পার্থক্যই ছিল নামাজ।  



মুহাম্মাদ নূরুল ইসলাম আকন----09.06.2020::12.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিতর সালাত

প্রশ্ন-বিস্তারিত:     বিতর সালাতে দ্বিতীয় রাকা'আতের পরে বসার কোন হাদীস আছে কি?  হাদীসটি জানালে উপকৃত হতাম৷

উত্তর দেওয়া হয়েছে  দেখুন । উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_45.html 



মোহাম্মদ আমিন----09.06.2020::11.11  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     নারীরা কি কান খুলা রেখে নামাজ পরলে নামাজ হবে 

উত্তর : না । 



মুমিন----09.06.2020::03.13  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: গর্দভ কারা!

প্রশ্ন-বিস্তারিত:     যাদরকে তাওরাতের দায়িত্ব  ভার অর্পণ করা হয়েছিল অতপর তা তারা বহন করেনি,তাদের দিষটানত পুস্তক বহনকারী গর্দভ!৬২ঃ৫/ এখানে কাদেরকে পুস্তক বহনকারী গর্দভ বলা হয়েছে জানাবেন! 

উত্তর : উত্তরতো  আয়াতেই দেওয়া হয়েছে :  যাদেরকে তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল। 



roboul----09.06.2020::07.47  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: omy etaokkal fahoa hasboh 

প্রশ্ন-বিস্তারিত:     কয় জায়গায় আছে

উত্তর: এইটা কুরআনের সার্চ এ্যাপ। এই এ্যাপে সার্চ করে দেখুন। এ্যাপ লিংক : https://play.google.com/store/apps/details?id=com.alquran.tafhimul_quran&hl=bn 



আকিকার বিবরন----09.06.2020::07.52  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আকিকা

প্রশ্ন-বিস্তারিত:     কিভাবে আকিকা দিবো

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2019/09/blog-post_39.html 



rafeeq. islam----09.06.2020::08.52  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: rafeeq.islam866@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম মোকারাম আমার একটি প্রশ্ন হল কারো বউ রাগ করে বাড়ি থেকে চলে গেছে মাল সামানা নিয়ে কিন্তু সে বলে আর সংসারে ফিরে আসবেনা তখন স্বামী ও তার কে আনার জন্য তার পেছন পেছন ঘুরে তখন স্বামী তার আশা ছেড়ে দিয়েছে তখন স্বামী শয়তানের পাল্লায় পড়ে কোন অনৈতিক কাজে জড়িয়ে গেছে বা কোন পর মহিলার সাথে শারীরিক সম্পর্ক করেছে পরে বউ আসার জন্য রাজি হয়েছে এখন স্বামী জি পাপ করেছে তার এই পাপ কি ক্ষমা হবে আল্লাহ মাফ করবে

উত্তর: সঠিক ভাবে ক্ষমা চাইলে ও তওবা করলে আল্লাহ যে কোন পাপাই ক্ষমা করে থাকেন। (তবে শর্ত হচ্ছে অন্যের হক নষ্ট করে থাকলে তা ফিরত দিয়ে দিতে হবে।)  



আবু ছাইম----09.06.2020::09.51  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     কোথায় কোথায় হাত বাধা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত?

উত্তর: কিছু লোক আপনারা যে নামাজ পড়েন তাতে সন্দেহ সংশয় ঢুকিয়ে দিচ্ছে। এদের থেকে দুরে থাকুন।  



মোঃ এনামুল হক----10.06.2020::03.13  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সলাতে কুরআন তেলাওয়াত।

প্রশ্ন-বিস্তারিত:     দুই রাকায়াত সলাত দীর্ঘ করে পড়ার জন্য কি প্রথম রাকায়াতে সুরা ফাতিহার সংগে কুরআনের বিভিন্ন অংশ থেকে ১০০ আয়াত মিলিয়ে এবং দ্বিতীয় রাকায়াতে সুরা ফাতিহার সংগে মিলিয়ে কুরআনের অন্য বিভিন্ন অংশ থেকে ৫০ আয়াত পড়লে কি সলাত সুদ্ধ হবে? নাকি ছোট হোক তবুও পুর্নাংগ সুরা মিলিয়ে পড়া উত্তম?

উত্তর: পুর্নাঙ্গ সুরা মিলিয়ে পড়তে হবে।  



মোঃ তারেকুল ইসলাম।----10.06.2020::04.55  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজে দাঁড়িয়ে নিয়ত করা?

প্রশ্ন-বিস্তারিত:     নামাজে দাঁড়িয়ে নিয়ত করতে হবে কি? ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পরলে কোন সূরা পরতে হবে কি এ বিষয়ে বিস্তারিত জানতে চাই।

উত্তর : ১) নিয়ত অবশ্যই করতে হবে, তবে মনে মনে করলেই হবে। ২) যদি ইমাম চুপি চুপি তিলাওয়াত করে তবে আপনি চুপি চুপি সুরা ফাতিহা পড়বেন। আর যদি ইমাম জোরে তিলাওয়াত করে তবে আপনি চুপ করে শুনবেন, কোন সুরা পড়তে হবেনা। 



তাওহীদ উজ্জামান ----10.06.2020::04.26  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজের হাত বাধা নিয়ে 

প্রশ্ন-বিস্তারিত:     নামাজে হাত কোথায় বাধা সুন্নাহ

উত্তর : বুকে বা নাভীতে, যেখানেই হাত বাধুন উভয়ই সুন্নাহ। 



KHUSI ISLAMIC QURAN SIKKHA----১০.০৬.২০২০  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: tjkhusi786@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     আখেরী জোহর পড়া কী

উত্তর দেওয়া হয়েছে দেখুন । উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_82.html



আসসালামুআলাইকুম।মোহাম্মদ সোহেল সরদার ----10.06.2020::10.28  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কিভাবে নামাজের দিকে আমার ভাইকে ধাবিত করবো।

প্রশ্ন-বিস্তারিত:     আমার বড় ভাই ও ভাবি নিয়মিত নামাজ পরে না।আমি কিভাবে আগাতে পারি?

উত্তর : আসলে এটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র। এটা সরকারের দায়িত্ব যে সে তার নাগরিকদের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক করে দিবে। কিন্তু আমরা যারা নামাজ পড়ি, অন্যদেরকেও নামাজ পড়াতে দাওয়াত দেই তারা খুব দু:খজনক অবস্থায় আছি। তাই আপনার কর্তব্য হবে  ধৈর্য্যের সাথে পরকালের ভয়াবহ অবস্থা তুলে ধরা, আল্লাহর  কাছে জবাবদিহি করতে হবে এ কথা তুলে ধরা।  



Ruposh ----10.06.2020::01.06  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: Namaj pora suru korle amar onek chinta ase

প্রশ্ন-বিস্তারিত:     নামাজে মনযোগ ধরে রাখতে করনীয় কি ? 

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/02/blog-post_39.html



মুহাম্মাদ নূরুল ইসলাম আকন----10.06.2020::12.28  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: শিরোনাম: বিতর সালাত

প্রশ্ন-বিস্তারিত:     09.06.2020 তারিখে প্রশ্ন করেছিলাম যে, বিতর সালাতে দ্বিতীয় রাকা'আতের পরে বসার কোন হাদীস আছে কি? হাদীসটি জানালে উপকৃত হতাম৷ আপনি উত্তর দিয়েছিলেন উত্তর দেখুন ৷কিন্তু দুঃখিত আমি সেখানে এর উত্তর পাইনি ৷উত্তর দেখুন / উত্তর দিন

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_45.html 



আমি  আব্দুর রহিম ----10.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিয়ে মা রাজি তবে বাবা রাজি নাই

প্রশ্ন-বিস্তারিত:     জি আমি যেটা বুঝাতে চেয়েছিলাম একটা বিয়েতে ছেলে এবং মেয়ে পছন্দ এমন সময় তাদের সম্পর্কে মা রাজি আছে কিন্তু মেয়ের বাবা রাজি নাই এমন সময় বিয়ে করলে বিয়ে হবে কি

উত্তর: কোন কোন আলেমের মতে বিয়ে হবেনা আবার কোন কোন আলেমের মতে বিয়ে হয়ে যাবে, তবে বিয়ে হয়ে যাবে এই মতের সপক্ষে অধিকাংশ আলেম।  



রকি----10.06.2020::02.43  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিতরের নামাজে দোয়া কুনুত

প্রশ্ন-বিস্তারিত:     বিতরের নামাজে দোআ কুনুত কি হাত তুলে পড়তে হয়

উত্তর : হাত তুলে পড়া যায় আবার হাত না তুলেও পড়া যায়। দুটোই সুন্নাহ সম্পর্কিত । 



ফাহমিদা ----10.06.2020::03.33  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ 

প্রশ্ন-বিস্তারিত:     নামাজে কি নিয়ত করা যাবে 

উত্তর : অবশ্যই নিয়ত লাগবে, তবে নিয়ত মনে মনে করলেই হবে। 



রাশেদুল ইসলাম----10.06.2020::04.15  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজের জায়গার পবিত্রতার বিষয়

প্রশ্ন-বিস্তারিত:     অপবিত্র জায়গায় জায়নামাজ বা পবিত্র কিছু বিছিয়ে নামাজ পড়লে নামাজ হবে?

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_10.html 



nasir----10.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: omrah

প্রশ্ন-বিস্তারিত:     ami 2019 omrah korta giyachilam. amra mikat sesa tayoaf and safa maroah saskora omrah SAS korkam. tar aga e group thaka bichinno hoya pori. Amer satha ek bodro lok cilo sa amake bola ami Amer Mayer jonno ekta omra korbo tumi o kora nao. sa Jana Na ja 2nd omrah jonno notun kora ehram badta hoya mikat a giya ( Jodi o amdrer porona ehram er kapor cilo) tar kota mota tat satha ami o Amer  Mayer jonno omrah kori. room giya murubbi r kacha janta pari ehram notun kora badta hoy . porar  din sokala again mikata jai ehram pora abar Mayer jonno omrah kori. ekhon amake ki omrah kaffara Dita hobo naki

উত্তর : না কোন কাফফারা আদায় করা লাগবে না। 



আবুল হাসান----10.06.2020::06.25  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: দেনমোহর

প্রশ্ন-বিস্তারিত:     দেনমোহরের কোন নির্দিষ্ট পরিমান আছে কিনা? স্বামী মৃত্যুর পর স্ত্রী যদি দেনমোহর মাফ করে দেয় , তাহলে কি মাফ হয়ে যাবে?

উত্তর :১) দেন মোহরের কোন নির্দিষ্ট পরিমাণ নেই। তবে হাদীসে এসেছে কম দেনমোহর-ই উৎকৃষ্ট। ২) স্বামীর মৃত্যূর পর প্রথমে তার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মোহরানা পরিশোধ করবে। যদি সে রকম সম্পদ না থাকে তবে স্ত্রী ক্ষমা করে দিলে হয়তো আল্লাহ মাফ করবেন। কিন্তু এ বিষয়টা সুন্দর হবেনা, এবং সঠিকও হবেনা।   



আ:কাদের----10.06.2020::09.24  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হজ

প্রশ্ন-বিস্তারিত:     হজ কার ফরজ হয়

উত্তর: যে ব্যাক্তির মক্কা শরীফে হজ্জ করার খরচ আছে এবং সে যে সময় হজ্জে থাকবে তার পরিবারকে ঐ সময় চলার জন্য  খরচ দিয়ে যাবে, এ সমুদয় পরিমাণ টাকা যার আছে  তার উপর হজ্জ ফরজ।  



মোঃআনোয়ার হোসেন----10.06.2020::09.32  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফরজ গোসল

প্রশ্ন-বিস্তারিত:     আমার ফরজ গুসল হয়ছে। কিন্তুু উজু করে গুসল করে কাপর পরে হটাত মনে হয়ছে ফরজ আদাই করি নাই এখন কি আবার গুসল করতে হবে

উত্তর: আপনার প্রশ্নটি বুঝা গেলনা, অজু করে গোসল করলে তো ফরজ আদায় হয়েই গেছে, এখন আবার আপনার কেন মনে হচ্ছে আপনি ফরজ আদায় করেননি ? 



মুহাম্মদ সালাম ----10.06.2020::11.55  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জিকির 

প্রশ্ন-বিস্তারিত:     জিকির করার নিয়মাবলী   কি

উত্তর:  আমাদের জীবনের ২৪ ঘন্টাই জিকির। জিকির অর্থ হচ্ছে আল্লাহর বিধি বিধান অনুযায়ী জীবন যাপন করা। আপনি ৫০০ বার সুবহানাল্লাহ পড়লেন এটা যেমন জিকির, তেমনি এরপর গিয়ে মাপে কম দিলেন, তাহলে আপনার জিকির হলোনা। অর্থাৎ, জীবনের ২৪ ঘন্টাই আল্লাহর বিধান অনুযায়ী চলবেন, এটাই জিকির।  



আমজাদ ----11.06.2020::07.39  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     জামাতে নামাজ পড়ার সময় ইমাম যদি ভুলে করে একটা সেজদা দেয় আর এ ভুলের জন্য সু সেজদা দেয় তাহলে নামাজ হবে কিনা

উত্তর: না নামাজ হবেনা, পুনরায় নামাজ পড়তে হবে।  



কুতুব উদ্দিন----11.06.2020::07.17  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ওজু

প্রশ্ন-বিস্তারিত:     ওজুর সুন্নাত কয়টি ও কি কি?

উত্তর দেওয়া হয়েছে দেখুন, উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_9.html 



ফয়েজ----11.06.2020::12.39  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জানতে চাই

প্রশ্ন-বিস্তারিত:     আহলে হাদিস বা সালাফি বলে পরিচয় দেওয়া যাবে কি?

উত্তর: ৪১ নং সুরা হামীম আস সাজদাহ এর ৩৩ নং আয়াতে বলা হয়েছে ‘ওয়া ক্বলা ইন্নানী মিনাল মুসলিমিন’, এই আয়াতে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে বলা হয়েছে। তাই নিজেজে মুসলিম বলেই পরিচয় দিতে হবে। এরপর যেহেতু, বিভিন্ন মণীষীর মতামত অনুসরণ করার কারণে এবং একজন ব্যাক্তির ভাবধারা বুঝার জন্য নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার পর উক্ত মতামতের পরিচয় দেওয়াা যাবে, তবে এইটা যেন মুসলিম নামের উপরে উঠে না যায় এবং দলাদলিতে রূপান্তরিত না হয়।    



tabu ----11.06.2020::05.50  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: surah humazah 

প্রশ্ন-বিস্তারিত:     proti ta word er meaning banglai

মোঃ শরিফুল ইসলাম----11.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  ওযুর দোয়া এবং ফজিলত

প্রশ্ন-বিস্তারিত:     ওযুর দোয়া এবং তার ফজিলত

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_26.html 



মোঃ একরামুল হক----11.06.2020::08.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     চোখ বন্ধ করে  নামাজ পড়া মাকরূহ। এটা কোন হাদিসের কথা।এটা সম্পর্কে বিস্তারিত জানতে চায়। 

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_25.html



Hassan----11.06.2020::10.11  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:    বাণী

প্রশ্ন-বিস্তারিত:     আললাহু নাঝঝালা আহসানাল হাদীস! ৩৯ঃ২৩ আয়াতটা বুঝিয়ে বলুন! 

উত্তর: এই এ্যাপ থেকে ৩৯ নং সুরা যুমারের ২৩ নং আয়াতটি পুরো পড়ুন। এই আয়াতের মধ্যেই এ কথার ব্যাখ্যা দেওয়া আছে। ”আল্লাহ সর্বোত্তম বানী নাযিল কছেন, এমন একটি গ্রন্থ যার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে বিভিন্ন বিষয়ের পুনরাবৃত্তি করা হয়েছে। এসব শুনে সে লোকদের লোম শিউরে উঠে যারা তাদের  রবকে ভয় করে। তারপর তাদের দেহমন বিগলিত হয়ে আল্লাহর স্মরণের প্রতি আকৃষ্ট হয়। এটা হচ্ছে আল্লাহর হিদায়াত । এর দ্বারা তিনি যাকে ইচ্ছা সঠিক পথে নিয়ে আসেন। আর যাকে আল্লাহ নিজেই হিদায়াত দান করেন না তার জন্য কোন হিদায়াতকারী নেই।” অতএব আল্লাহর কাছ হিদায়াত চান।  



আবু ছাইম----11.06.2020::09.19  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোযা

প্রশ্ন-বিস্তারিত:     শাওয়াল মাসের ছয় রোযা ।যদি কাজের জন্য ছয়টা না হয় , 3 , 4 অথবা 5 হয় । তখন আমার কি করতে হবে ।

উত্তর: কোন অসুবিধা নাই। এটা নফল রোজা দু একটা কম হলে কোন সমস্যা নাই।  



সাহিনুর গাজী----12.06.2020::04.54  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত

প্রশ্ন-বিস্তারিত:     যাকাত কখন দিতে হবে? 

উত্তর: আপনার সম্পদের উপর একবছর অতিবাহিত হলেই যাকাত দিবেন। সেটা যে কোন মাস হোক না কেন।  



আব্দুল্লাহ আল মানসূর----12.06.2020::06.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: একটি দোঅা প্রসঙ্গে

প্রশ্ন-বিস্তারিত:     "‏ اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَفِي بَصَرِي نُورًا، وَفِي سَمْعِي نُورًا، وَعَنْ يَمِينِي نُورًا، وَعَنْ يَسَارِي نُورًا، وَفَوْقِي نُورًا، وَتَحْتِي نُورًا، وَأَمَامِي نُورًا، وَخَلْفِي نُورًا، وَاجْعَلْ لِي نُورًا ‏"‏‏.‏ এই দোয়াটি বুখারী শরীফের একটি হাদীস থেকে নেওয়া, এই দোঅাটি সিহাহ সিত্তার আর কোন কোন গ্রন্থে আছে, দয়া করে অধ্যার নাম ও হাদিস নং কত তা উল্লেখ করবেন।

উত্তর : বুখারী-৬৩১৬, মুসলিম--৬/২৬, হাদীস : ৭৬৩, আহমাদ - ২০৮৩, মুসলিম - ১৬৭৩, ১৬৬৯, ১৬৮৪, নাসায়ী - ১১২১, আবু দাউদ - ১৩৫৩, তিরমিযী - ৩৪১৯,  আল লু’লু’ ওয়াল মারজান - ৪৩৭, মিশকাতুল মাসাবীহ - ১১৯৫, আদাবুল মুফরাদ - ৭০০, ৭০১ 



মোঃ ইমরান----12.06.2020::07.20  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জায়নামাজের দোয়া

প্রশ্ন-বিস্তারিত:     জায়নামাজের দোয়া পড়াটা কি বাধ্যতামূলক??

উত্তর : না। 



যে সম্পদ আমার নিকট ১ বছর অতিবাহিত হয়নি আমি কি তার যাকাত দিব----12.06.2020::09.41  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত

প্রশ্ন-বিস্তারিত:     যে সম্পদ আমার নিকট ১ বছর হয়েছে আমি তার যাকাত দিব কিন্তু যে যে সম্পদ আমার নিকট ১ বছর হয়নি আমি কি তার যাকাত দিব? 

উত্তর: মনে করেন ৪ লক্ষ টাকার উপর এক বছর অতিবাহিত হয়েছে। কিন্তু উক্ত টাকার সাথে আরো পঞ্চাশ হাজার টাকা দুই মাস আগে  যোগ হয়েছে। যা বর্তমানে সাড়ে চার লক্ষ টাকা। তাহলে চার লক্ষ টাকার হলো একবছর এবং পঞ্চাশ হাজার টাকার  হলো দুই মাস। তবুও  এই  সমুদয় সাড়ে  চার লক্ষ টাকার  উপরই  যাকাত দিতে হবে।  



Kamrul Hashan----12.06.2020::12.21  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সালাত

প্রশ্ন-বিস্তারিত:     নামাজ একা একা পড়ার হুকুম কতটুকু

উত্তর: সুন্নত ও নফল নামাজ একা  পড়া যাবে, কিন্তু ফরজ নামাজ জামায়াতের সাথে আদায় করতে হবে। তবে বৃষ্টি বা জান মালের ক্ষয়ক্ষতির আশংকা থাকলে ফরজ নামাজ সাময়িক ভিত্তিতে একা পড়া যাবে।  



আব্দুর র‌হিম----12.06.2020::02.28  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জানাযার গোসল

প্রশ্ন-বিস্তারিত:     মৃত ব্য‌ক্তি‌কে (স্বামী ও স্ত্রীর ক্ষে‌ত্রে) উভয় উভয়‌কে গোসল করা‌তে পার‌বে ?

উত্তর : পারবে। 



Belal Ahmed----12.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কুড়ে পাওয়া বস্তু ব্যবহার প্রসঙ্গে

প্রশ্ন-বিস্তারিত:     ফেলে দেওয়া বস্তু যেমন ব্রাশ, মিসওয়াক ইত্যাদি ব্যবহার জায়েজ কি না? 

উত্তর: যদি ব্যাক্তি সম্পদশালী হয়, তবে জায়েজ হবেনা, আর যদি দরিদ্র হয় তবে  জায়েজ হবে।  



সুর্য    ----12.06.2020::08.16  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জাহান্নাম 

প্রশ্ন-বিস্তারিত:     জাহান্নাম কয়টা ও নাম কি কি?

উত্তর  দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_13.html



বেলাল আহমদ----12.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফেলে দেওয়া বস্তু ব্যবহার প্রসঙ্গে। 

প্রশ্ন-বিস্তারিত:     জনৈক  বৃদ্ধ কুড়ে পাওয়া  মাল ব্যবহার করেন যেমন ব্রাশ, জামা ইত্যাদি। শরীয়তের দৃষ্টিতে কতটুকু  গ্রহণ যোগ্য ? 

উত্তর: যদি ঐ ব্যাক্তি সম্পদশালী হয়, তবে জায়েজ হবেনা, আর যদি দরিদ্র হয় তবে  জায়েজ হবে।



আনচার জিহাদী----12.06.2020::07.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামের অর্থ

প্রশ্ন-বিস্তারিত:     ওজিহা তাবাচ্চুম এ নামের অর্থ কি???

উত্তর : অনন্য সুন্দর মুচকী হাসি 



রনি----12.06.2020::11.25  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ওযুর ফরজ কয়টি

প্রশ্ন-বিস্তারিত:     ওযুর ফরজ বিস্তারিত আলোচনা

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/02/blog-post.html



মোহাম্মদ জহির শিকার ----12.06.2020::09.47  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: লা মাজহাব মানে কি

প্রশ্ন-বিস্তারিত:     আমরা বলে থাকি লা মাজহাব 

উত্তর: লা মাযহাবী অর্থ যিনি প্রচলিত মাযহাবগুলো মানেন না। অবশ্য যে ব্যাক্তি কুরআন হাদীস থেকে জীবন  পরিচালনার জন্য ইসলামী বিধি বিধান চয়ন  করতে পারেন, তার  জন্য মাযহাব মানা জরুরী নয়, আর যিনি না  পারেন তাকে মাযহাব মানতে হবে।  



মাসুদ রানা ----13.06.2020::05.45  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কুরআন তিলাওয়াত নিয়ে? 

প্রশ্ন-বিস্তারিত:     মোবাইলে এ্যপের মাধ্যমে শুয়ে  কোরআন তেলাওয়াত করা যাবে কি?

উত্তর : যাবে। 



এম ডি নোমান ----13.06.2020::09.39  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফেরকা

প্রশ্ন-বিস্তারিত:     হাদিসে আছে,নবী(সা) বলেছেন, "আমরা উম্মাত ৭৩ ফেরকায় বিভক্ত হবে।"এ পর্যন্ত কতটি ফেরকা হয়েছে? ৭৩ টি পূর্ণ হয়েছে কি?ফেরকা গুলোর নাম জানতে চাই।

উত্তর: এ ব্যাপারে হাদীসে যেভাবে আছে সেভাবেই মানতে হবে। যেহেতু সবগুলি  ফিরকার  সুনির্দ্দিষ্ট নাম বলা  হয়নি তাই নির্দ্দিষ্ট করে গুণে বলা  সম্ভব নয়, তবে মনে রাখতে হবে ইসলামে মতভেদ জায়েজ, যা আলোচনার মাধ্যমে নিরসন করা যেতে পারে,  তবে  দলাদলি বা বিরোধিতা জায়েজ নাই।   



আবদুল হান্নান----13.06.2020::02.56  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত

প্রশ্ন-বিস্তারিত:     যাকাতের পূর্নাঙ্গ বিবরণ

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2019/05/blog-post_67.html 



আল হাদি দিউফ----13.06.2020::05.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিয়ে প্রসংগে

প্রশ্ন-বিস্তারিত:     আমি কি শুধু কবুল বল্লেই বিয়ে হয়ে যাবে আমার।কুরআন সুন্নাহর আলোকে উত্তর চাই

উত্তর : জ্বি কবুল  বললেই বিয়ে হয়ে যাবে। 



আব্দুল্লাহ----13.06.2020::10.36  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: পান খাওয়া

প্রশ্ন-বিস্তারিত:     জর্দা না দিয়ে সুপারি বা খর দিয়ে পান খাওয়া কী জায়েজ আছে?

উত্তর: অনেকে পচা সুপারি খায়, সে ব্যাপারে মতভেদ আছে।  



শফিকুল ইসলাম----13.06.2020::11.55  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজে জোরে কেরাত

প্রশ্ন-বিস্তারিত:     একাকি ফরজ নামাজে কেরাত জোড়ে বা আস্তে পড়ার বিধান কি? 

উত্তর: একাকী ফরজ নামাজে কিরাআত আস্তেও পড়তে পারবে আবার জোরেও পড়তে পারবে।  



habib bin rafique----১৪.০৬.২০২০::০৪.৫৮  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: পবিত্রতা

প্রশ্ন-বিস্তারিত:     মহিলাদের মাসিক ঋতুর কমসময় কতদিন ও এর থেকে পবিত্রতার পদ্ধতি কি?

উত্তর:১।  এই মুদ্দত বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন দিন  হয়ে থাকে। ২) ফরজ গোসলের ন্যায় গোসল করে পবিত্র হবে।   



আহমেদ রাজ ----14.06.2020::07.33  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আমার স্ত্রী আমার কথা শুনে না

প্রশ্ন-বিস্তারিত:     আমার স্ত্রী আমার কথা শুনে না কি করনিও

উত্তর: প্রথমে বিছানা আলাদা করে দেবেন। এতেও যদি কাজ না হয় তবে তালাকের ব্যবস্থা করতে হবে।  



সাইফুল ইসলাম ----14.06.2020::07.06  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কবরের  জীবন  প্রসংগে 

প্রশ্ন-বিস্তারিত:     কেউ  মারা গেলো ১০০০বছর  আগে আর  কেউ মারা  গেলো ১০০০ বছর  পরে। কিন্তু  কবরে হয়তো  আজাব না হয় শান্তি একটা  দেওয়া হবে, তবে  জিনি আগে মারা গেলো  সে কী বেশি  আজাব বা শান্তি  ভুগ করলো  না? বিস্তারিত জানতে চাইলাম 

উত্তর: কুরআন হাদীসে একথাটি বারবার  উল্লেখিত হয়েছে যে, যে ব্যাক্তি অন্যায় করবে তার পাপের শাস্তি তাকে বেশী দেওয়া হবেনা, সে যা প্রাপ্য তা-ই দেওয়া হবে। সুতরাং,  কবরের আযাব আর জাহান্নামের আযাব মিলিয়েই তার মোট শাস্তি গণনা করা হবে। আর কুরআনে একথাও বলা হয়েছে, আল্লাহ জালিম নন, তিনি ন্যায় বিচারক।   



মোহাম্মদ সালাম----14.06.2020::12.26  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মহিলারা  মসজিদে  যাওয়া

প্রশ্ন-বিস্তারিত:     মহিলারা মসজিদে জাওয়া কি নিষেদ  ?

উত্তর: মহিলারা মসজিদে  যাওয়া নিষেধ নয়, তবে তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকা আবশ্যক।  



তারেক ----14.06.2020::11.42  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  বিবাহ সংক্রান্ত বিষয় 

প্রশ্ন-বিস্তারিত:     স্ত্রী  থাকা অবস্থায় শ্যালিকাকে বিবাহ করলে স্ত্রী তালাক হবে কি-না? 

উত্তর: অটোমেটিক তালাক হবেনা, বরং, আইনগত ভাবে দুই জনের যে কোন একজনকে সে রাখতে পারবে। যে কোন একজনকে সে তালাক দিয়ে দিবে, অথবা, বিচারকগণ তাকে তালাক দিতে বাধ্য করবেন।   



আহমাদ হাসান----14.06.2020::12.07  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মুনাফা প্রসঙ্গে 

প্রশ্ন-বিস্তারিত:     বাংকে রাখা টাকা য়  মাসে  মাসে মুনাফা  আসলে  তা খাওয়া জায়েজ আছে কিনা? 

উত্তর: আপনাকে জানতে হবে সেটা সুদ কিনা। সুদ খাওয়া হারাম।  



আবদুর রহিম।----14.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: পিতার মৃত্যুর এক বছরের মধ্যে বিবাহ করা যাবে কি না?

প্রশ্ন-বিস্তারিত:     কোন ব‍্যক্তি মারা গেলে তার সন্তান নাকি  এক বছরের মধ্যে বিবাহ করতে পারবে না। কথাটি ঠিক কিনা?

উত্তর দেখুন / উত্তর দিন



আরিয়ান সাজিদ----14.06.2020::12.12  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: প

প্রশ্ন-বিস্তারিত:     পৃথিবীর মতো কি অর গ্রহ আছে?

উত্তর: থাকতে পারে। অসম্ভব না।  



আবদুর রহিম।----14.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: পিতা মারা গেলে সন্তান কয়দিন পর বিবাহ করতে পারবে?

প্রশ্ন-বিস্তারিত:     পিতার মৃত্যুর এক বছরের মধ্যে নাকি ছেলে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না। কথাটা সত্যি কি না?

উত্তর: না সত্যি না।  



মো মোস্তাকিম বিল্লাহ মুন্না----14.06.2020::06.12  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: গীবত   

প্রশ্ন-বিস্তারিত:     নাম প্রকাশ না করে আমার প্রতি, অপরের অপকার এর কথা, প্রকাশ করলে, বা অাপন কার সাথে share করে, হালকা হলে, কি গিবত হবে?

উত্তর: না।  



মো মোস্তাকিম বিল্লাহ মুন্না ----14.06.2020::06.27  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: hadith searching app

প্রশ্ন-বিস্তারিত:     অাপনারা কিভাবে খুজে বের করেন কোন হাদিস শরিফের কত নং হাদিস?এই app এর মত কোনো হাদিস searching app আছে? 

উত্তর : এই এ্যাপের হোমস্ত্রীনে হাদীস বিভাগ আছে। সেই বাটনে ক্লিক করলেই হাদীসের এ্যাপ পেয়ে যাবেন। সেখান থেকে খুজে বের করতে পারবেন। 



মুমিন!----14.06.2020::07.16  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হাদীসঃ

প্রশ্ন-বিস্তারিত:     আললাহ অবতীর্ণ করিয়াছেন উওম হাদীস( বাণী) সম্বলিত কিতাব,! একথা কোরআনের অপর নাম হাদীস!  বলা যবে কি যবে না!  

উত্তর: এখানে পারিভাষিক অর্থ ব্যবহার করা হয়েছে। যেমন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এখানে দুই হাত মানে তার শরীরে দুই হাত নয়, বরং পরিভাষিক অর্থে তার সম্পদ ও সন্তানকে বুঝানো হয়েছে। কুরআনকে পারিভাষিক ভাবে হাদীস বলার অর্থ হলো এটা আল্লাহর বানী। সেই অর্থে হাদীস। কিন্ত আমরা সাধারণত রাসুল সা: এর কথা কাজ ও অনুমোদনকে হাদীস বলি, কিন্তু উপরোক্ত আয়াতে সেই অর্থে হাদীস বলা হয়নি। কুরআন আল্লাহর বানী অর্থে এখানে পারিভাষিক ভাবে হাদীস শব্দটি দ্বারা বুঝানো হয়েছে।    



মোঃ শফিকুর রহমান----14.06.2020::07.55  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     নামাজের সঠিক নিয়ম যদি বুঝিয়ে দিতেন

উত্তর: এখানে নামাজের বিস্তারিত নিয়ম শেখানোর সুযোগ নাই ভাই। আপনি অনুগ্রহ করে স্থানীয় মসজিদের ইমাম মুয়াজ্জিমের সাথে যোগাযোগ করুন। অথবা, ভালো একটি নামাজ শিক্ষা বই কিনে নিন।  



mahjuba tabassum----14.06.2020::08.10  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: kaza prasonga

প্রশ্ন-বিস্তারিত:     bitter namaj ki kaza hoy?

উত্তর: না।  



আরাফাত----14.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মোনাজাত 

প্রশ্ন-বিস্তারিত:     মহানবি মোনাজাতের দোয়া কি করতেন

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_71.html 



ইয়াছিন ----14.06.2020::09.28  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিধর্মীদের জন্য দোয়া 

প্রশ্ন-বিস্তারিত:     ঈমাণদার নয় এমন পিতা মাতার জন্য মৃতঊর পর দোয়া কর যাবে কি? 

উত্তর: না।  



মোহাম্মদ সালাম----14.06.2020::11.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রুগির জন্য দুআ

প্রশ্ন-বিস্তারিত:     রুগির জন্য দুয়া

উত্তর দেওয়া হয়েছে দেখুন: উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_14.html



মোনায়েম হোসাইন ----১৪.০৬.২০২০  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ছবি তোলা ও ছবি আপলোড করা সম্পর্কে জানতে চাই 

প্রশ্ন-বিস্তারিত:     

উত্তর: প্রথমত ছবি তোলা হারাম। তবে খুব প্রয়োজনে জরুরী ক্ষেত্রে আলেম গণ ছবি তোলার অনুমতি দিয়েছেন। ছবি এবং ভিডিওর মাধ্যমেই মারাত্মক ধরণের গুণাহ ও অনাচার ছড়িয়ে পড়ছে।   



সাইফুল ইসলাম ----14.06.2020::10.51  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিতির নামাজ প্রসঙ্গে 

প্রশ্ন-বিস্তারিত:     কুরআন হাদিসের আলোকে বিতির  নামাজ  কত রাকাআত ? পড়ার  সঠিক নিওয়ম জানাবেন? 

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2019/07/blog-post_74.html



রুহুল ছিদ্দিক ----14.06.2020::11.45  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জানতে চায়

প্রশ্ন-বিস্তারিত:     আযান দেওয়ার পর হাত তুলে দোয়া করতে হবে নাকি মুখে বললে হবে

উত্তর : মুখে বললেই হবে। 



প্রকাশে অনিচ্ছুক ----15.06.2020::03.10  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: শাহওয়াত

প্রশ্ন-বিস্তারিত:     কোনো মেয়ে  যদি  তার  মাকে  কাম  উত্তেজনার বশে স্পর্শ  করে তাহলে  তার  মা  কি তার  বাবার  জন্য  হারাম  হয়ে যাবে? 

উত্তর: না হারাম হবেনা। আর এ বিষয়টি কারো কাছে প্রকাশ না করে কঠিন ভাবে তওবা করতে হবে।  



মোঃরানা খাঁন----15.06.2020::07.30  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফরজ গুসল

প্রশ্ন-বিস্তারিত:     উজু করে গুসল করলে গুসলের ফরজ আদাই হয়ে যাই যানতে চাই

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2019/09/blog-post_3.html  



জাফর আহমাদ ----15.06.2020::04.54  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আল কুরআন পড়া

প্রশ্ন-বিস্তারিত:     প্রশ্নঃ শুনেছি কুরআন লিখার সম যের যবর পেশ এগুলো ছিল না,,  তাহলে,,এখন যের যবর পেশ এগুলো ব্যবহার না করলে কি অর্থের পরিবর্তন হবে? অথবা পাঠ করলে শুদ্ধ হবে না?

উত্তর: জের জবর ছাড়া পড়তে জানতে হবে, জের জবর ছাড়া পড়ার সুনির্দ্দিষ্ট নিয়ম রয়েছে। সুতরাং, এক্ষেত্রে অর্থের পরিবর্তন হবেনা এবং পাঠ করলেও অবশ্যই শুদ্ধ হবে।  



মোহাম্মদ আল-আমিন----15.06.2020::11.47  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: স্বামী স্ত্রীর সম্পর্ক

প্রশ্ন-বিস্তারিত:     স্বামী যদি দৈহিক সম্পরকো ইচ্ছা পোষণ করে আর স্ত্রী যদি সেটা পূরণ না করে তাহলে কি হবে বিস্তারিত জানতে চাই

উত্তর : ১) স্ত্রীর শারীরিক অবস্থা সুস্থ কিনা তা স্বামীকে খেয়াল রাখতে হবে। স্বামী যদি স্ত্রীর ব্যাথায় ব্যাথিত হয় তবে স্ত্রীও স্বামীর ব্যাথায় ব্যাথিত হবে এবং তার প্রয়োজন ও মনোরঞ্জনে সচেষ্ট হবে। ২) খামাখাই যদি একজন স্ত্রী স্বামীর প্রয়োজন পূর্ণ করতে অনিচ্ছুক হয়, তবে ফেরেশতারা ঐ নারীকে সারারাত অভিশাপ দিতে থাকে । ৩) যদি এরূপ নিয়মিতই হতে থাকে তবে স্বামীর উচিত হবে স্ত্রীর বিছানা আলাদা করে দেওয়া, এতেও যদি কাজ না হয়, তাহলে তালাকের ব্যবস্থা করতে হবে।  



ইয়াসমিন ----15.06.2020::12.19  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ 

প্রশ্ন-বিস্তারিত:     মহিলাদের নামাজ  ও পুরুষের নামাজ  কি একই  রকম? 

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/03/blog-post_79.html 



রিয়াদ হাসান----15.06.2020::12.44  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কুর আন এর অনুবাদ পড়া

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামুয়ালাইকুম।ভাই দয়া করে উত্তর দিন। আমার ভাষা বাংলা। আমি আরবি ভাষা বুঝি না।তাই কুরআন শুধু রিডিং পরে কিছু অনুধাবন করতে পারি না। তাই আমি যদি শুধু কুরআন এর বাংলা অনুবাদ পড়ি তাহলে সব বুঝতে পারি। আমার খুব ভালো লাগে এবং আমার মধ্যে শিক্ষা আসে।এই ক্ষেত্রে আমি কি কুরআন পড়ার  সয়াব পাবো?

উত্তর: অবশ্যই পাবেন। কুরআন বুঝে পড়ার জন্যই নাজিল করা হয়েছে। না বুঝে পড়ায়ও সওয়াব আছে, তবে বুঝে পড়ায় সওয়াব বেশী। তবে নামাজে যে পরিমাণ তিলাওয়াত প্রয়োজন হয় সেগুলো আরবীতে শিখে নিতে হবে। অত:পর আস্তে আস্তে আরবী পড়া শিখার চেষ্টা করতে হবে। একটু চেষ্টা করলেই পারা যায়, আরবী খুব সহজ।   



মোঃ রাসেল ভূঞা----15.06.2020::01.09  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আত্তহত্যার বিষয়ে

প্রশ্ন-বিস্তারিত:     আত্মহত্যা নিয়ে কুরআনে কি কোন আয়াত আছে?অথবা কোন হাদীস? থাকলে রেফারেন্স সহ উল্লেখ করবেন প্লীজ।

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_53.html 



মোঃ রাসেল ভূঞা----15.06.2020::01.09  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: দোয়া করা নিয়ে

প্রশ্ন-বিস্তারিত:     কোন বিধর্মী মারা গেলে তার আত্মার শান্তির জন্য দোয়া করা যাবে কি? কোরআন হাদিসের আলোকে রেফারেন্স দিয়ে বলবেন দয়াকরে।

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_15.html 



রিয়াধ হাসান----15.06.2020::02.13  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: শিরক

প্রশ্ন-বিস্তারিত:     আমি অন্তর দিয়ে বিশ্বাস করি যে আল্লাহ একমাত্র আমাদের রক্ষা করার এবং বাঁচানোর মালিক। কিন্তু চলার পথে কেউ যদি আমাকে কোন দূর্ঘটনা থেকে রক্ষা করে আর আমি যদি বলি আপনি আমাকে বাঁচালেন। তাহলে কি শিরক করা হবে?

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_1.html 



রিয়াদ হাসান----15.06.2020::03.08  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জমি লিজ

প্রশ্ন-বিস্তারিত:     আমি কারো কাছে থেকে এক বিঘা জমি এক লাখ টাকা দিয়ে লিজ নিলাম। প্রতি বছর এক হাজার টাকা খাওনি হিসাবে মূল টাকা ফেরত দেওয়ার সময় জমির মালিক কে দিলাম।এই পদ্ধতি কি বৈধ হবে?

উত্তর : জমি বন্ধকের ইসলামী পদ্ধতি, বিস্তারিত উত্তর দেওয়া হয়েছে দেখুন  উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_77.html 



golam Rabbi----15.06.2020::05.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: namajer niyot

প্রশ্ন-বিস্তারিত:     namajer purbe mukhe niyot Bola lagbe ki?

উত্তর : না। মনে মনে নিয়ত করলেই হবে। 



গোলাম রব্বনী----15.06.2020::06.11  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজের সাহু সিজদা

প্রশ্ন-বিস্তারিত:     চার রাকাত নামাজ তিন রাকাতে বৈঠকে বসলে সাহু সিজদা দিতে হবে কি??

উত্তর : জ্বি সাহু সিজদা দিতে হবে। 



মোঃসাইফুল ইসলাম সান্ত----15.06.2020::06.39  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বেতেরের নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     হানাফি মাজহাবে যে ভাবে বিতর পড়ে এর কোন সহি দলিল আছে কি থাকলে দলিল দেন

উত্তর দেওয়া হয়েছে দেখুন । উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_57.html



সিরাজ----15.06.2020::08.03  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কোন সু্রার কত নং আয়াতে গিবদ সম্পর্কে বলা আছে?

প্রশ্ন-বিস্তারিত:     কোন সু্রার কত নং আয়াতে গীবত সম্পর্কে বলা আছে?

উত্তর :৪৯ নং সুরা হুজুরাতের ১২ নং আয়াত।  



মো ইসতিয়াক ----15.06.2020::10.41  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সাপ কেন বাড়িতে ডুকে?

প্রশ্ন-বিস্তারিত:     সাপ কি কারণে বা কেন বাড়িতে আসে?আর শঙ্খীনি সাপ বাড়িতে ডুকলে কি মেরে ফেলা যাবে?আর বাড়িতে সাপ ডুকার পর যদি সেইটা মারা জায়েয না থাকে তাহলে,সেই সাপ নিয়ে বাড়িতে মানুষ কেমন থাকবে।আশা করি উওর দিবেন ধন্যবাদ

উত্তর: যেসব সাপ কামড় দিলে মানুষ মারা যায় বা যেসব সাপ মানুষের জন্য ক্ষতিকর তা মেরে ফেলতে হবে। এসব সাপ না মারার পক্ষে যত কথা আছে, সব কুসংস্কার।   



রবিউল ইসলাম ----16.06.2020::12.58  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলামের শাস্তি 

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম,  ইসলামী আইনে মৃত্যুদন্ড শাস্তি কি কি অন্যায়ের কারণে হয়। আর এর মধ্যে কোন অন্যায়ের শাস্তি মৃত্যুদন্ড কোন ভাবেই মাফ করা হয়না

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_70.html 



শাহাবুদ্দিন ----16.06.2020::12.36  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  মিলাদ

প্রশ্ন-বিস্তারিত:     পবিত্র কুরানে মিলাদ এর বেপারে কিছু আছে কি? 

উত্তর: না প্রচলিত মিলাদের ব্যাপারে কিছু বলা হয়নি। বরং, দরূদ শরীফ পড়ার ব্যাপারে বলা হয়েছে।  



ইমাম হোসেন ----16.06.2020::02.37  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জ্ঞান জিজ্ঞাসা

প্রশ্ন-বিস্তারিত:     ধর্ষণের শাস্তি সম্পর্কে কোরআন কি বলে?

উত্তর: এই এ্যাপের ২৪ নং সুরা নুর এর ভূমিকা ও টিকাগুলি পড়ুন। 



সাইফুল ইসলাম ----16.06.2020::06.02  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জামাতে নামাজ প্রসঙ্গে 

প্রশ্ন-বিস্তারিত:     জামাতে নামাজ  পড়ার  হকুম কী?মসজিদে  গিয়ে  কুন কারণ  বসত জামাত  পায়নি  এমতাবস্থায় কয়েকজন মিলে  আরও  একটি  জামাত পড়লে নামাজ হবে কী না? 

উত্তর:   না এটা সবসময় নিয়মিত ভাবে হবে না। বিশেষ কোন কারণ বশত: কখনও মাঝে মধ্যে  হতে পারে।  



মোহাম্মদ শ‌ওকত উসমান।----16.06.2020::07.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: উত্তরাধিকার আইন।

প্রশ্ন-বিস্তারিত:     কোন মহিলার প্রথম স্বামীর মৃত্যুর পর ইদ্দত পালন না করে দ্বিতীয় স্বামী গ্ৰহণ করলে প্রথম স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হবে কিনা?

উত্তর : না, এটা আল্লাহ কর্তৃক ফরজ কৃত উত্তরাধিকার। ইদ্দত পালন না করলেও তিনি এই অধিকার থেকে বঞ্চিত হবেননা। এমনকি, স্বামী যদি দেনমোহর পরিশোধ করে না যায়, তবে পরিত্যক্ত সম্পত্তি থেকে স্ত্রী কে প্রথমে দেনমোহর পরিশোধ করতে হবে এরপর অন্যান্য শরীকদের মধ্যে সম্পদ বন্টন করতে হবে, আর এই সম্পদ বন্টনের ক্ষেত্রে স্ত্রীও আবার তার নির্ধারিত সম্পদও পাবেন। ( সন্তান থাকলে ৮ ভাগের একভাগ, আর সন্তান না থাকলে ৪ ভাগের এক ভাগ স্ত্রী পাবেন)।  



ইমরান হোসাইন----16.06.2020::08.37  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজে কেরাত পড়া

প্রশ্ন-বিস্তারিত:     যখন আমি একা একা নামাজ পড়ি তখন আমি ফজর, যোহর, আসর, মাগরিব, এশার, সুন্নত নামাজ, নফল, মোটকথা যেকোন নামাজি পড়ে না কেন আমি কেরাত উচ্চস্বরে পড়ি।উচ্চস্বরে কেরাত পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। এভাবে পড়লে কি আমার নামাজে কোন বিঘ্নতা সৃষ্টি হবে?

উত্তর: না কোন সমস্যা নেই। তবে শুধুমাত্র যোহর আর আসরের ফরজ নামাজের ক্বিরাত আস্তে পড়বেন, কারণ এ ব্যাপারে হাদীস রয়েছে।  



মোঃ আল আমিন----16.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মিলাদ

প্রশ্ন-বিস্তারিত:     মিলাদ কি জায়েজ

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_51.html   



হাফেজ নাসির হোসাইন ----16.06.2020::03.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: প্রেম করা কি

প্রশ্ন-বিস্তারিত:     প্রেম করা কি ইসলামের দৃষ্টিতে

উত্তর: নিজের স্ত্রীর সঙ্গে প্রেম করা জরুরী এবং এতে সওয়াবও রয়েছে। কিন্তু এছাড়া প্রেম করা হারাম এবং জিনাহর কাজ।  



নিয়াজ ----16.06.2020::04.28  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মহানবি স 

প্রশ্ন-বিস্তারিত:     মহানবী  স কিসের তৈরি

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2019/06/blog-post_46.html 



খাজা মিলকান শাহ ----16.06.2020::07.30  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সালাত

প্রশ্ন-বিস্তারিত:     আমি বিদেশ কোয়ারেনটাইন এ আছি। আমার রুমে মোট ১৩ জন থাকি। ৪ জন মুসলিম বাকিরা হিন্দু।  রুমের ভিতরে হিন্দুরা মুর্তি ও তাদের দেবতার ছবি ঝুলিয়ে রাখছে। আর আমরা এই রুমেই সালাত আদায় করা লাগে।  এমতাবস্থায় আমাদের সালাত এর কোন সমস্যা হবে কি?  

উত্তর: না কোন সমস্যা হবে না।  



Abdul Rauf----16.06.2020::06.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মুবাহ 

প্রশ্ন-বিস্তারিত:     মুবাহ মানে কি

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_19.html 



রাশিদুল ইসলাম ----16.06.2020::07.48  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: গোসলের অজু 

প্রশ্ন-বিস্তারিত:     ওজু করে গোসল করলাম,,,নামাজ পরতে হলে কি পুনরায় ওজু করতে হবে?

উত্তর: না পুনরায় আর অজু করার প্রয়োজন নেই।  



কামরুল ইসলাম----16.06.2020::08.08  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আরবি হরফ সঠিক উচ্চারন সংক্রান্ত।

প্রশ্ন-বিস্তারিত:     'গাইন' হরফের সঠিক উচ্চারন কী হবে?গাইন না খা্ইন হবে?

উত্তর: এই  এ্যাপে প্রতিটি আয়াতের তিলাওয়াত দেওয়াা আছে। তিলাওয়াত শুনে আয়াতের উচ্চারণ সঠিক ভাবে শিখে নিন।  



abdul karim----16.06.2020::08.45  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: sahabi 

প্রশ্ন-বিস্তারিত:     amar question ta holo sahabahe keram nijedre jibon baji rehke islamer jonno kaj koresen naki islam baji rekhe jibon bachiyecen???

উত্তর: এটি ইসলামের অবস্থার উপর নির্ভর করে। আপনি জান দিয়ে হলেও ইসলাম রক্ষা করবেন এই মনোভাব আপনার সবসময়ই থাকতে হবে। তবে ইসলামের পারিপরির্শ্বক অবস্থার উপর নির্ভর করবে আপনি কখন জান দিবেন, অথবা কখন জান দিবেন না,  অথবা কখন হিজরত করবেন অথবা, কখন চুপ করে সহ্য করবেন। এগুলো সবই ইসলামের বিভিন্ন অবস্থার দ্বারা নির্ধারিত হবে।   



এনামুল----16.06.2020::08.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামায

প্রশ্ন-বিস্তারিত:     নামাযে রফাদাইন না করলে কি নামায হবে?

উত্তর: ন্যুনতম রাফে ইয়াদাইন তো করাই হয়। যেমন নামাজের শুরুতে তাকবীরে তাহরীমার সময়। এ ছাড়াও নামাজের ভিতরে রাফে ইয়াদাইন করার ব্যাপারে মতভেদ আছে। তবে সেগুলো করার ব্যাপারে যেমন হাদীস দ্বারা প্রমাণ আছে আবার না করার ব্যাপারেও হাদীস দ্বারা প্রমাণ আছে।। সুতরাং, তা করতেও পারেন আবার নাও করতে পারেন। নামাজ হয়ে যাবে।    



নুরুল হক----16.06.2020::09.09  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নবী গায়েব জানে কি?

প্রশ্ন-বিস্তারিত:     নবী আলিমুল গায়েব কিনা?

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2019/06/blog-post_25.html 



সাকিব----16.06.2020::09.33  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সদকায়ে জারিয়া(ফি যিলালিল কুরআন এর জন্য)

প্রশ্ন-বিস্তারিত:     আপনাদের ফি যিলালিল কুরআন এপ এর জন্য কোন বিকাশ নাম্বার এ টাকা দিব?

উত্তর : পাঠাতে পারেন। বিকাশ নং: 01879115953



আতিকুর রহমান ----17.06.2020::12.29  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ছুট বাচ্চাদের কতবছর দুধ খাওয়ানু জাই

প্রশ্ন-বিস্তারিত:     ছুট বাচ্চাদের কত বছর দুধ খাওয়ানো ছাবে

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_81.html 



‌মো: আমজাদ সা‌দেকী----16.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ‌কিয়াম‌তের আলামত

প্রশ্ন-বিস্তারিত:     সূরা দোখা‌নের ১০ নং আয়‌তে যে বলা হ‌য়ে‌ছে, বেশ তো! সেই দিনের জন্য অপেক্ষা করো, যে দিন আসমান পরিষ্কার ধোঁয়া নিয়ে আসবে, এটা কি ইমাম মাহদী আসার আ‌গে ঘট‌বে না‌কি প‌রে ঘট‌বে?

উত্তর: আসলে এখানে সুনির্দিষ্ট করে বলা কঠিন। তবে, এটা ইমাম মাহদী আসার পরের ঘটনাই হবে, কারণ কিয়ামতের বড় বড় আলামত গুলো ইমাম মাহদীর আগমনের পরেই সংঘটিত হবে।  



মোঃ নরুন নবী----16.06.2020::11.20  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আসরের নামাজের পর তোমার অন্য সংগ্রহের জন্য বেরিয়ে পড়।

প্রশ্ন-বিস্তারিত:     এই বিষয়টি কোরআনের একটি আয়াতের অর্থ কিন্তু কোন সুরা কত নাম্বার আয়াত?

উত্তর: আসলে এখানে আসরের নামাজ বুঝানো হয়নি। ৬২ নং সুরা জুমআর ১০ নং আয়াতে এটি । আয়াতটি টিকা সহকারে দেখুন।  



খলিলঃ----17.06.2020::12.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কোরআন  সহজ ঃ

প্রশ্ন-বিস্তারিত:     কোরআন  আমি  সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহনের জন্য অতএব,উপদেশ গ্রহনকারি কেহ আছে কি?!   আললাহর এই কথাটা কাদের জন্য বলেছেন,সুধু কি আলেমদের জন্য, নাকি পৃথিবীর সব মানুষের জন্য?  কোরআন  থেকে জানতে চাই!যারা শিক্ষিত তারা যদি কোরআন পরে,  এবং চিন্তা  ভাবনা করে, তাহলে তারা বুঝতে  পারবে কি পারবেনা,জানাবেন!

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_52.html     



মোঃ শামীম হোসেন----17.06.2020::05.26  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মুনাফিকের বৈশিষ্ট্য

প্রশ্ন-বিস্তারিত:     মুনাফিকের কাজ

উত্তর: মুনাফিক বিভিন্ন ধরণের হয়। কার্যাবলী ও মানসিক অবস্থা অনুযায়ী মুনাফিক বহু ধরণের।  কুরআনের প্রচুর স্থানে এ ব্যাপারে আলোকপাত করা হয়েছে।    এই এ্যাপটি পড়তে থাকুন। তাহলে মুনাফিকদের সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। বিশেষ করে সুরা মুনাফিকুন ও সুরা বাক্বারা তাফসীর সহ পড়ে দেখুন।   



rofik----17.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: halal 

প্রশ্ন-বিস্তারিত:     হালাল ও হারাম খাদ্যদ্রব্য  

উত্তর:আসলে ইসলামে হালাল খাদ্যদ্রব্যের কোন তালিকা নেই বরং হারাম খাদ্য দ্রব্যের তালিকা রয়েছে। অর্থাৎ, হারাম খাদ্যদ্রব্য বাদ দিয়ে বাকী সব খাবারই হালাল। এ ব্যাপারে বিস্তারিত উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_96.html  



মুহাম্মদ  মতিউর রহমান ----17.06.2020::12.08  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: motiarbght@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     কোন মেয়ে তাঁর পিতা বা অবিভাবক বিহীন  পছন্দ করা ছেলেকে কাজী অফিসে গিয়ে বিবাহ করে কুরআন হাদিসে আলোকে সে বিবাহের বৈধতা  কতটুকু?

উত্তর: দেখুন ইতিপূর্বেও এর উত্তর দিয়েছি। এ নিয়ে মতভেদ আছে।  কোন কোন আলেমের মতে এ বিয়ে বৈধ হবেনা, আর বেশীর ভাগ আলেমের মতে বিয়ে বৈধ হয়ে যাবে।  



মোঃ মাজহারুল ইসলাম ----17.06.2020::12.13  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কুরআন মুখস্থ 

প্রশ্ন-বিস্তারিত:     আমি জেনারেল শিক্ষিত এক যুবক,কুরআন ৩ বার খতম করেছি, বতমানে কুরআন শরিফ মুখস্থ করার ইচ্ছে আছে  কিন্তু কিভাবে করব জানালে উপকৃত হতাম। 

উত্তর: আমাকে ফোন করে একজন জানিয়েছেন, আলহামদুলিল্লাহ এই এ্যাপে  একই আয়াত বার বার শুনার ব্যবস্থা আছে, এভাবে বার বার শুনার সাথে সাথে নিজেও পড়তে থাকবেন। তিনি জানিয়েছেন, তিনি মাঝারি ধরণের বড় পাচটি সুরা মুখস্থ করে ফেলেছেন। এবং এজন্য আমার জন্য অনেক দোয়া করলেন। আপনিও এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। আর যদি পুরো কুরআন শরীফের হাফেজ হতে চান তবে নিকটস্থ কোন হাফেজী মাদ্রাসায় যোগাযোগ করুন।  



আসসালামু আলাইকুম,----17.06.2020::01.43  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আমি প্রতি শব্দের মিনিং জানতে চাই,

প্রশ্ন-বিস্তারিত:     কি ভাবে পাবো? আলহামদুলিল্লাহ আমার খুব ভাল লেগেছে আপনাদের এপস।

উত্তর: এই এ্যাপের প্রতিটি আরবী আয়াতের উপর ট্যাপ/ক্লিক করলেই ঐ আয়াতের শব্দার্থগুলো পেয়ে যাবেন। খুবই সিম্পল।  



মো:কেরামত আলী----17.06.2020::08.00  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সর্বনিম্ন মোহরানা কতো?

প্রশ্ন-বিস্তারিত:     বিয়েতে সর্বনিম্ন মোহরানা কতো?

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_30.html



ইমরানঃ----17.06.2020::09.28  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আললাহর  কথা ঃ

প্রশ্ন-বিস্তারিত:     নমাযে সর উচু করিওনা এবং অতিশয় খীনও করিওনা এদুয়ের মধ্যে  পথ অবলম্বন  করঃ ফজর, মাগরিব, ইশা, জরে, আর যুহর, আছর, মনে মনে পরতে হবে, আললাহ কোথায় বলেছেন ,দয়াকরে জানবেন! 

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_18.html   



রবিউল হোসেন----17.06.2020::10.05  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলাম মানে কি

প্রশ্ন-বিস্তারিত:     আল্লাহ  আমাদের  ইসলাম দিয়াছে তাহলে ইসলাম  মানে কী

উত্তর: ইসলাম মানে আল্লাহর নিকট আত্মসমর্পন করা। আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা ।  



আমার নাম ইসুব আলী----17.06.2020::10.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সূরা ফাতিহা প্রসঙ্গ

প্রশ্ন-বিস্তারিত:     নামাজে কি সুরা ফাতেহা পড়া বাধ্যতামূলক

উত্তর: জ্বি বাধ্যতামূলক।  



Sumaia----17.06.2020::11.37  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ পড়ার নিয়ম

প্রশ্ন-বিস্তারিত:     ৩ বা ৪ রাকাআত বিশিষ্ট নামাজে ২য় রাকাতের পর বৈঠকে তাশাহুদ পড়ার পর ভুলে দরুদ শরীফ পড়ে ফেললে কি সাহু সিজদা দিতে হবে দয়া করে জানাবেন।

উত্তর: ১) যদি ইমামের পিছনে মুক্তাদী থাকা অবস্থায় কোন মুক্তাদী পড়ে ফেলে তাহলে সাহু সেজদা দিতে হবেনা। ২) ফরজ নামাজ যদি একা পড়ে, তাহলে সাহু সিজদা দিতে হবে। ৩) সুন্নত ও নফল নামাজের ক্ষেত্রে সাহু সিজদা দিতে হবেনা।  



মুহাম্মাদ ইউনুছ----18.06.2020::12.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     বাসায় যদি জামাত করা হয় সেক্ষেত্রে স্বামীর পেছনে স্ত্রী কিভাবে দাড়াবে আর স্ত্রীর সাথে স্ত্রীর বোন,মা,এরা কি জামাতে শরীক হতে পারবে? 

উত্তর: মনে করি স্বামীর ইমামতির স্থান প্রথম কাতার, তাহলে দ্বিতীয় কাতারে স্ত্রী, বোন, মা  শামিল হতে পারবেন। আর যদি  ছেলে সন্তান থাকে তবে ছেলেরা দ্বিতীয় কাতারে এবং মহিলারা তৃতীয় কাতারে দাড়াবে।   



মোঃওসমান গণি----18.06.2020::06.19  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সৎ কাজে আদেশ ও অসত কাজে নিষেধ।

প্রশ্ন-বিস্তারিত:     সৎ কাজের আদেষ ও অসত কাজের নিষেধ সংক্রান্ত কুরানের আয়াত ও সহীহ হাদিস  পেতে চাই।

উত্তর : এই এ্যাপের বিষয় অভিধান দেখুন। 



আরমান----18.06.2020::06.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হস্তমৈথুন 

প্রশ্ন-বিস্তারিত:     যিনা থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করা যাবে কি?

উত্তর: হাদীসে এসেছে এজন্য বিয়ে করতে হবে, আর সম্ভব না হলে উপর্যুপরী রোযা রাখার কথা বলা হয়েছে।   তবে কোন ক্ষেত্রে বিশেষে কেউ যদি চরম অবস্থায় পতিত হয়, সেক্ষেত্রে জিনা থেকে বাচার জন্য সাময়িকভাবে এটা  করা কোন কোন আলেম জায়েজ  বলেছেন, তবে তাদের মতে এজন্যও সগীরা গুনাহ হবে এবং এর জন্য  শর্ত হলো তওবা করতে হবে। আর এটাও যেন কোনক্রমেই অভ্যাসে পরিণত না হয়, তাহলে কবিরা গুণাহ হবে।   



Muktarঃ----18.06.2020::08.00  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জন্ম  সমপর্কেঃ

প্রশ্ন-বিস্তারিত:     মুয়াওা ইমাম মালিক এবং ইমাম বুখারীর জন্ম তারিখ জানতে চাই? 

উত্তর : ইমাম মালিক : জন্ম: ৭১১ খ্রিস্টাব্দ/ ৯৩ হিজরী - মৃত্যু: ৭৯৫ খ্রিস্টাব্দ/ ১৭৯ হিজরী।   ইমাম বুখারী :  জন্ম - ১৩ই শাওয়াল শুক্রবার, ১৯৪ হিজরীতে (৮১০ খ্রিষ্টাব্দ, জুলাই ২০ ), মুত্যু: ২৫৬ হিজরীর, ১লা শাওয়াল মোতাবেক ৩১শে আগস্ট, ৮৭০ খ্রিষ্টাব্দের শুক্রবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন।  



মোহাম্মদ আজাদ হোসেন----18.06.2020::06.06  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তাস খেলা যায়েজ কি না?

প্রশ্ন-বিস্তারিত:     তাস খেলা কি যায়েজ??

উত্তর: হারাম। 



মোহাম্মদ শাহজালাল ----18.06.2020::05.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হিজাব।

প্রশ্ন-বিস্তারিত:     মহিলাদের হিজাবের বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ পাক  কি নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আয়াত সমূহ।

উত্তর: এই এ্যাপ থেকে সুরা নূর, সুরা আহযাব ইত্যাদি সুরাগুলো টিকা সহকারে পড়ুন। এই এ্যাপের বিষয় অভিধান দেখুন।  



ওমর ফারুর----18.06.2020::09.02  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মাজহাব

প্রশ্ন-বিস্তারিত:     মাজহাব মানাকি

উত্তর: স্থান কাল পাত্র ভেদে ইসলামী জীবন পরিচালনার জন্য যাবতীয় বিধি বিধানের সমস্টি।  



Md:Anas Mahmud----18.06.2020::10.29  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: একই সুরা নামাজে বারবার পড়া যাবে??

প্রশ্ন-বিস্তারিত:     একই সুরা নামাজে বারবার পড়া যাবে

উত্তর: যাবে।  



কামরুন নাহার----18.06.2020::05.00  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সূরা হূমাযা

প্রশ্ন-বিস্তারিত:     সূরা হূমাযা দারস

উত্তর: এই এ্যাপে উক্ত সুরার ভূমিকা, অনুবাদ ও টিকাগুলি দেখুন।  



আশিক----18.06.2020::05.52  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ক্রিকেট খেলা দেখা যাবে কি না?

প্রশ্ন-বিস্তারিত:     ক্রিকেট খেলা,মাঠে খেলা, মাঠে গিয়ে দেখা কিংবা টিভিতে দেখা যাবে কি না?

উত্তর: এই খেলাটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। কোন কোন আলেমের মতে জায়েজ। আর যারা না জায়েজ বলেছেন, তারা এই খেলার কারণে সময় নষ্টের কারণে না জায়েজ বলেছেন।  



ویقولون متي ها ذا الوعد إن کنتم صادقین ----18.06.2020::06.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: mdjamaljuyel@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     koto jaiga ace

উত্তর: এই টা সার্চ এ্যাপ, এই এ্যাাপের কুরআন সার্চ বিভাগে সার্চ করুন।  



শেখ মোহাম্মদ ইব্রাহীম আলী ----18.06.2020::08.56  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সালাত

প্রশ্ন-বিস্তারিত:     নামাজের কোন ওয়াজিব তরক করিলে কী করতে হবে

উত্তর: সাহু সিজদা দিতে হবে।  



এসকেন্দার----18.06.2020::09.08  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মানুষ ও জীন কি কারণে আল্লাহর সীমানা তথ্যগত করবে?

প্রশ্ন-বিস্তারিত:     আল্লাহ কোন সুরায় মানুষ ও জীন জাতি  আল্লাহর সীমানা ছেড়ে দিতে বলেছেন।

উত্তর: সুরা মুলক এ, এ ব্যাপারে আলোচনা করা হয়েছে।  



রুহুল আমিন----18.06.2020::09.33  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রাসূল স. এরচরিত্র

প্রশ্ন-বিস্তারিত:     রাসূল স. এর চরিত্র

উত্তর: রাসুল সা: এর চরিত্র হচ্ছে আল কুরআন। (হযরত আয়েশা রা: বর্ণিত হাদীস)  



এসকেন্দার----18.06.2020::10.39  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফাংজুজু

প্রশ্ন-বিস্তারিত:     ফাংজুজু কোন সুরার মধ্যে আছে?

উত্তর : এই টা সার্চ এ্যাপ, এই এ্যাপে সার্চ করে দেখুন। 



রুমি পারভিন----18.06.2020::11.59  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জাকাত

প্রশ্ন-বিস্তারিত:     নিজে থাকার জন্য প্ল্যাট নিলে সেটা কি যাকাত দিতে হবে?

উত্তর : না । 



Md Masum bepari----19.06.2020::12.34  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তাসাহুদের দোয়া

প্রশ্ন-বিস্তারিত:     আত্তাহিয়াতু, দুরুদ,দোয়া মাসূরা,রুকু, সিজদাহ্ দোয়ার  হাদিস ও অর্থ 

উত্তর দেওয়া হয়েছে। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_92.html 



আবু ছাইম----19.06.2020::04.17  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোযা

প্রশ্ন-বিস্তারিত:     মহিলাদের হজ্জ বা ওমরা করার জন্য,,,,, পুরুষ বিহীন একাধিক মহিলা একসাথে হজ্জ বা ওমরা করতে পারবে কি?

উত্তর: না জায়েজ হবেনা।  



নজরুল----19.06.2020::10.46  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: অজুর ফরজ

প্রশ্ন-বিস্তারিত:     অজুর ফরজ কয়টি

উত্তর দেওয়া হয়েছে  দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/02/blog-post.html 



মোঃ তৌহিদুল ইসলাম হাওলাদার ----১৯.০৬.২০২০  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ বিষয় 

প্রশ্ন-বিস্তারিত:     ইমাম যখন, যোহর, আসর এর ৪ রাকাতে, মাগরিব এর শেষ রাকাতে ও ইশার, শেষের দুই রাকাতে, ইমামের পিছনে জামাতে নামাজ পড়লে, সুরা ফাতিহা, ও অন্য সুরা মিলানো লাগবে কি না।জানালে উপকৃত হবো।

উত্তর : না এসব ক্ষেত্রে শুধু সুরা ফাতিহা পড়লেই চলবে, অন্য কোন সুরা মিলানো লাগবে না। 



এনামুর হকঃ----19.06.2020::11.51  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ওলী,শাব্দিক অর্থ কি?

প্রশ্ন-বিস্তারিত:     আললাহর  ওলী এই কথাটা  বলা যাবে কিনা?দলিল ভিওিক জানতে চাই!

উত্তর : আল্লাহর বন্ধু অর্থে আল্লাহর ওলী বলা যাবে। আল কুরআনের ১০ নং সুরা ইউনুসের ৬২, ৬৩ ও ৬৪ নং আয়াতে বলা হয়েছে “ সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু ( আরবীতে আউলিয়া - বহুবচন ) - ঈমান এনেছে এবং তাকওয়ার নীতি অবলম্বন করেছে, তাদের কোন ভয় ও মর্মবেদনার অবকাশ নেই। দুনিয়া ও আখিরাত উভয় জীবনে তাদের জন্য শুধু সুসংবাদই রয়েছে। আল্লাহর কথার পরিবর্তন নেই। এটিই মহাসাফল্য। “    



মাইন উদ্দিন----১৯.০৬.২০২০::০৯.১২  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আমি সন্তুষ্ট

প্রশ্ন-বিস্তারিত:     আমি আমার উত্তর পেয়েছি

উত্তর দেখুন / উত্তর দিন



রবিউল----19.06.2020::12.12  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলাম কী

প্রশ্ন-বিস্তারিত:     আমরা সবাই ইসলাম ধমের মানুষ তাহলে ইসলাম কী

উত্তর : ইসলাম অর্থ আল্লাহর নিকট আত্মসমর্পন করা। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম। 



মো:রোমান----19.06.2020::12.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: দাড়ি ছোট করা 

প্রশ্ন-বিস্তারিত:     মা' বাবার কথায় দাড়ি ছোট করা যাবে কিনা?

উত্তর : মা বাবার খেদমত করার কোন লোক ছিলনা, রাসুল সা:  এক ব্যাক্তিকে এ জন্য জিহাদের ময়দান থেকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। মা বাবা কেন দাড়ি ছোট রাখতে বলে বা আপনার দাড়ির ব্যাপারে চিন্তা ভাবনা করে সেটা জানবেন, তাদেরকে বুঝাবেন দাড়ি কমপক্ষে এক মুষ্টি রাখা শ্রেয়। যদি তারা বিশেষ গুরুত্বপূর্ণ কারণে দাড়ি ছোট রাখার কথা বলে থাকে তাহলে শুনা যাবে।  



MD.JAKARIA HABIB ----19.06.2020::04.43  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: jakariahabib1981@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     খতনার খানা খাওয়ার ব্যাপারে নবী (স) কি বলেছেনঃ 

উত্তর: খতনার আবার খাওয়া দাওয়া কী? এটা হবে কেন ? এমনটি কি রাসুল সা: এবং সাহাবায়ে কেরামের থেকে প্রমাণিত নেই।   এটা একটা গোপনীয় বিষয়, বিষয়টা গোপনেই পারিবারিক ভাবে সমাধা হবে। সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আত্মমর্যাদা বোধ এবং স্বাভাবিক লজ্জা যেন আমাদের থেকে লোপ না পায়।  



আয়াতুল কুরসি ----19.06.2020::08.02  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কোন সুরা

প্রশ্ন-বিস্তারিত:     কত নাম্বার আয়াত

উত্তর: সুরা নং ২ আল বাক্বারা এর ২৫৫ নং আয়াত দেখুন 



মোঃ ইব্রাহিম ----19.06.2020::09.08  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ওজু কি ভাবে করবো

প্রশ্ন-বিস্তারিত:     ওজুর ফরজ

উত্তর দেওয়া হয়েছে  দেখুন, উত্তরের লিংক : https://alquranindex114.blogspot.com/2020/02/blog-post.html



সাইফুল ইসলাম ----19.06.2020::09.32  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিতেরের সালাত প্রসঙ্গে 

প্রশ্ন-বিস্তারিত:     হানাফি মাযহাবের অনুশারীরা যেভাবে বিতেরের সালাত আদায় করে এর কোন দলিল আছে কি? 

উত্তর দেওয়া হয়েছে দেখুন। উত্তরের লিংক: https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_57.html 



এসকেন্দান----19.06.2020::10.07  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কলু বালা কদজা আনা নাজির

প্রশ্ন-বিস্তারিত:     উক্ত আয়াত কোন সুরায় বর্ণনা করা হয়েছে

উত্তর : ৬৭ নং সুরা মুলক এর ৯ নং আয়াত। 



আবু ছাইম----19.06.2020::07.55  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  রোযা 

প্রশ্ন-বিস্তারিত:     রোযা রাখা অবস্থায় পেটে প্রচুর পরিমাণে ব্যাথা থাকায়  ডাক্তার বললেন ইনজেকশন দিতে হবে ।ইনজেকশন দিলে রোযা নষ্ট হবে কি না ।

উত্তর: যদি ইঞ্জেকশন টা এমন হয়, যেটা পুষ্টি জাতীয় যার মাধ্যমে শরীরে খাদ্যের অভাব পূরণ করে, তবে রোযা ভেঙ্গে যাবে। আর যদি ইঞ্জেকশনটা ঔষধ জাতীয় হয়,  যা আপনার পেটের ব্যাথা বা কোন অসুখ নিরাময় করবে, তবে তা জায়েজ হবে এবং রোযা ভঙ্গ হবে না।  



EnAmul hassan:----19.06.2020::10.52  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  আপনারা  যে উত্তর গুলো দেনঃ

প্রশ্ন-বিস্তারিত:     আপনারা যে উত্তর গুলো দেন,সে  উত্তর গুলো যদি কারও সঙ্গে শিয়ার করতে চাই, তাহলে সেটা  কি ভাবে সম্ভব!দয়াকরে জানাবেন! 

উত্তর : প্রতিটি প্রশ্নোত্তরের ডান পাশে নিচে কোনায় দেখবেন একটি করে ফাইল আইকন আছে। সেখানে ক্লিক করলেই প্রশ্নটি উত্তর সহ কপি হয়ে যাবে। এরপর ফেসবুকে নিয়ে পেস্ট করে পোষ্ট করে দিবেন



জান্নাতুল নাঈম ----19.06.2020::11.47  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আল্লাহর ৯৯নাম

প্রশ্ন-বিস্তারিত:     আল্লাহর ৯৯নামের অনেক ফজিলত পাওয়া যাচ্ছে এগুলো কোন হাদিস এ অাছে?এগুলো অামল করা যাবে? 

উত্তর: কুরআনে এসেছে, আল্লাহর অনেক সুন্দর নাম আছে, সেসব নাম ধরে তোমরা তাকে ডাকো। সুতরাং: কোন অসুবিধা নাই।  



আঁখি ----19.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মোনাজাত 

প্রশ্ন-বিস্তারিত:     সেজদা  দেয়ার মাধ্যমে  কি ভাবে আল্লাহর  কাছে  কিছু  চাই বো?

উত্তর: সুন্নাত ও নফল নামাজে সিজদায় যাওয়ার পর প্রথমে সিজদার তাসবীহ আদায় করবেন, এরপর আপনার প্রার্থিত জিনিস আল্লাহর কাছে চাইবেন। তবে তা যেন, হারাম কোন জিনিস বা সম্পর্ক ছিন্ন করার দোয়া না হয়। তাহলে গুণাহগার হবেন।  



আঁখি ----20.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মোনাজাত 

প্রশ্ন-বিস্তারিত:     মোনাজাত  করা  সঠিক  সময় কখন, আর কি ভাবে?

উত্তর: রাসুল সা: এর ২৪ ঘন্টা জীবনের প্রতিটি কাজের ক্ষেত্রেই দোয়া শিখিয়ে গেছেন, উঠতে বসতে খাইতে চলতে ঘুমাইতে ইত্যাদি সব ক্ষেত্রেই মাসনুন দোয়া আছে। সেগুলো অর্থ সহকারে শিখে নেবেন। আর আপনার প্রয়োজনে সার্বক্ষণিক আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। এটাই সঠিক পন্থা। এছাড়াও কুরআনে রয়েছে তোমরা ধৈর্য্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। সুতরাং, এ নিয়ম ফলো করবেন।  



Roman hossain----20.06.2020::04.16  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: romanhossain5480@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     যেনাকারীর শাস্তি কেমন হতে পারে?

উত্তর: এই এ্যাপের ২৪ নং  সুরা নুর এ ব্যাপারে বিস্তারিত বলা আছে। 



মোহাম্মদ মাসুম----20.06.2020::05.21  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কোরান পড়া

প্রশ্ন-বিস্তারিত:     আমার ওযু নাই আমি গাড়িতে কিন্তু কোরান তেলাওয়াত করতে ইচ্ছে হলে আমি কি করব?

উত্তর : ভাই কুরআন তিলাওয়াতের জন্য অযু শর্ত নয়। আপনি গাড়িতে বসেই কুরআন তিলাওয়াত করতে পারেন। 



হাফেজ মাওলানা মুহাম্মদ হুসাইন আহমেদ ----20.06.2020::10.50  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:                          পরিচিতি

প্রশ্ন-বিস্তারিত:     এই এ্যাপ লিখকদের পরিচিতি সম্পর্কে জান্তে চাচ্ছি। দয়া করে জানালে পড়ার আগ্রহ আরও বেড়ে যাবে

উত্তর: এই এ্যাপের তাফসীর লিখেছেন মাওলানা মওদুদী রাহ: । এই এ্যাপটি ডেভেলপ করেছেন (অর্থাৎ এ্যাপটি তৈরী করেছেন) মোহাম্মদ নুর হোসেন।  



একরামঃ----20.06.2020::12.43  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: এ্যপসঃ

প্রশ্ন-বিস্তারিত:     যারা আপনাদের এই এ্যপস, ডাউনলোড করে,কিভাবে বুঝেন যে,কতোগুলো ডাউনলোড করা হলো? জানতে চাই!জানবেন কি?

উত্তর: আপনার যেমন প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, সেই এ্যাপটি আমরা যেখানে আপলোড করি তাকে প্লে কনসোল বলা হয়। প্লে কনসোল থেকেই আমরা জানতে পারি কতগুলো ডাউনলোড হয়েছে, এবং কতগুলো ডিভাইসে এ্যাপটি আপলোড হয়েছে। আবার কোন ডিভাইসে এ্যাপটি চলতে কোন সমস্যা হলে তাও আমরা জানতে পারি। তবে সব সমস্যার সমাধান করা অনেক সময় সম্ভব হয় না।  



সামির আহমদ----20.06.2020::02.46  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: পায়ে ধরে মাফ চাওয়া সম্পর্কে 

প্রশ্ন-বিস্তারিত:     আমার ২টি প্রশ্ন।১) ভুল বশত বড় কারো পায়ে পা লেগে গেলে তার পা ছুয়ে দুঃখ প্রকাশ করা হয়। এটা কি ঠিক?২) গ্রামে বিচারের সময় ছোট কে বড়র পায়ে ধরিয়ে মাফ চাওয়ানু হয়। মুরব্বিরা বিচারের সময় পায়ে ধরাকেই মুখ্য হিসাবে বিবেচনা করেন মাফ চাওয়ার ক্ষেত্রে। কেউ যদি মাফ না চায় তাহলে বিচারকরা এটাকে বেয়াদবি মনে করে। অপরদিকে, কেউ আবার বলেন এরকম পায়ে ধরে মাফ চাওয়া নাকি হারাম। এরকম পরিস্থিতিতে করনীয় কি?

উত্তর: না এটা হারমও নয়, নাজায়েজও নয়, এটা আঞ্চলিক কালচার। কারো পায়ে হাত দিলে গুণাহ হবে, এরকম কোন হাদিস কী আছে ?  



মিরাজ----20.06.2020::05.38  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     নামাজের কথা কোথায় কোথায় বলা আছে

উত্তর: এই এ্যাপে অনুবাদ সার্চ বিভাগে নামাজ অথবা নামায লিখে সার্চ দিন। এই এ্যাপের বিষয় অভিধান দেখুন।   



মাহমুদ ----20.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বি‌য়ে হ‌বে কিনা

প্রশ্ন-বিস্তারিত:     মুহতারাম আ‌মি না বু‌ঝে একটা মে‌য়ের সা‌থে সম্পর্ক ক‌রি এখন আ‌মি গুনাহ থে‌কে বাচার জন‌্য তা‌কে বি‌য়ে ক‌রে ফেল‌তে চাই কিন্তু আমার বড় ভাই‌ ২টা অ‌বিবা‌হিত তাই আমার বাবা এ‌তে রা‌জি হ‌বে না, আ‌মি জদি মা বাবা‌কে না জা‌নি‌য়ে এখন বি‌য়ে ক‌রি যখন বড় ভাই‌য়েরা বি‌য়ে ক‌রবে তখন জানা‌বো, এ‌ক্ষে‌ত্রে আমার বি‌য়ে জা‌য়েয হ‌বে কিনা

উত্তর : অবশ্যই জায়েজ হবে। 



মাহমুদ----20.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ‌বি‌য়ে

প্রশ্ন-বিস্তারিত:    আ‌মি গুনাহ থেক‌ে বাচার জন‌্য বি‌য়ে ক‌রে ফেল‌তে চাই কিন্তু আমার বাবা মে‌য়ে‌টি‌কে মে‌নে নি‌চ্ছেনা আ‌মি কি মা বাবাকে না জা‌নি‌য়ে বিয়ে কর‌লে কি জা‌য়েজ হ‌বে? 

উত্তর: অবশ্যই  জায়েজ হবে।  



হাবিবুল্লাহ----20.06.2020::04.41  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আবহাওয়া সংবাদ মাধ্যম বিশ্বাস করা কি শিরক এর অন্তর্ভুক্ত?

প্রশ্ন-বিস্তারিত:     মোবাইল এর মাধ্যমে অথবা সংবাদ এর মাধ্যমে যে আবহাওয়া তথ্য বলা হয় বা দেওয়া হয় এগুলো কি মুসলমানরা বিশ্বাস করতে পারে , এগুলা বিশ্বাস করলে কি কোন গুনাহ হবে, কেননা ভবিষ্যত এর সংবাদত একমাত্র আল্লাহ তালায় জানেন। এ ব্যাপারে যদি কিছু বলেন।

উত্তর: এগুলো বিশ্বাস করা জায়েজ হবে, কারণ, ভবিষ্যত আল্লাহর হাতে থাকলেও প্রকৃতির মধ্যে তিনি এমন কিছু সিম্পটম রেখে দিয়েছেন যার দ্বারা মানুষ বুদ্ধি খাটালে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে এর নিয়ম কানুন সম্পর্কে জানতে পারে। এটা আল্লাহ প্রদত্তই। যেমন : কুরআনে এসেছে, বৃষ্টি পাঠানোর পূর্বে আমি বৃষ্টির সুসংবাদবাহী বায়ু প্রেরণ করি। (আল কুরআন, সুরা আ’রাফ, আয়াত নং ৭ )  ।   



মোহাম্মদ জাকির হোসাইন ----20.06.2020::03.34  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: দোয়া কূনুদ

প্রশ্ন-বিস্তারিত:     ভিতর সালাতের নিয়ম ও কূনুদ

উত্তর দেখুন / উত্তর দিন



আসাদুল্লাহ চৌধুরী----20.06.2020::06.30  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: দ্বীন(মাযহাব) কথার অর্থ কি?

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম,দ্বীন এবং মাযহাব কি একই কথা? দলিল সহ জানতে চাই।

উত্তর: দ্বীন এবং মাজহাব একই কথা নয়। মাজহাব হচ্ছে শরীয়তের নিয়ম কানুনের সমষ্টি। আর সকল ধরণের মাজহাবের সম্মিলিত  সমস্টি হচ্ছে দ্বীন।  



মোহাম্মদ শ‌ওকত উসমান।----20.06.2020::07.13  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: msosman73@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     সূর্যোদয় ও সূর্যাস্তের ১০ মিনিট আগে পরে নামাজ পড়া নিষিদ্ধ তবে জানতে চাই ঐ সময়ে অন্যান্য  জিকির আজকার করা যাবে কি না ?

উত্তর: অবশ্যই করা যাবে। 



মোঃ ইসমাইল হোসেন----20.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: খুৎবার সময়ে নামাজ 

প্রশ্ন-বিস্তারিত:     খুৎবার সময়ে নামাজ পড়া জায়েজ আছে কি না ??

উত্তর: যিনি খুতবা চলাকালীন সময়ে এই মাত্র মসজিদে প্রবেশ করলেন, তার উচিত হবে সবার পিছনে থেকে প্রথমে দুই রাকাত নামাজ আদায় করে নেওয়া। এরপর বসা।  



আবু বকর----20.06.2020::09.04  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফজর নামাজের শেষ সময়।

প্রশ্ন-বিস্তারিত:     ফজর নামাজের শেষ সময় ও হারাম সময়, এবং ঘুম থেকেই উঠে যদি দেখি সুর্য উঠতেছে তখন কি নামাজ পড়া যাবে? কোন কোন আলেম বলেন,,, শুধুমাত্র ফরজ নামাজ পড়া যাবে। নফল বা সুন্নত নামাজ এই সময় হারাম। বিস্তারিত জানালে খুশি হবো মুহতারাম।

উত্তর: না, ফরজ সুন্নাত নফল, সব নামাজই এই সময়ে হারাম।  



আহবাব হোসেন দিনার ----20.06.2020::10.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: স্বপ্ন নিয়ে

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি হচ্ছে স্বপ্নে কোনো কিছু দেখলে সেই স্বপ্নের কথা যেকোনো মানুষকে বলা যাবে কি? অর্থাৎ নিজের মা-বাবা বা অন্য কাউকে সেই স্বপ্নের কথা বলা যাবে কি? 

উত্তর: স্বপ্নের কথা না বলাই উত্তম। যদি মনে হয় ভালো স্বপ্ন দেখলেন তবে আলহামদুলিল্লাহ পড়বেন। আর যদি মনে হয় খারাপ স্বপ্ন দেখলেন তাহলে বামদিকে তিনবার থু থু নিক্ষেপ করবেন । তবে স্বপ্নের তাবীর জানার জন্য ভালো কোন আলিম কে বলতে পারেন।  



আহবাব হোসেন ----20.06.2020::10.20  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজের ভিতরে অযু চলে যাওয়া

প্রশ্ন-বিস্তারিত:     নামাজ পড়ার মধ্যে যদি হঠাৎ অযু ভেঙ্গে যায় তাহলে কি করতে হবে? 

উত্তর: ১। মনে করেন আপনি চার রাকাত নামাজ পড়ছিলেন। দুই রাকাত নামাজের পর অজু ভেঙ্গে গেল। এখন নামাজ ভেঙ্গে গিয়ে অজু করে আসবেন এরপর বাকী দুই রাকাত পড়ে নেবেন। ২। যদি জামাতে নামাজ পড়তে দাড়ান, মনে করেন দ্বিতীয় রাকাত পরে আপনার অজু ভেঙেগ গেল, এবার আপনি বেরিয়ে গিয়ে অজু করে এসে পুনরায় জামাতে শামিল হবেন, কিন্তু আপনি চতুর্থ রাকাতে শামিল হলেন, মাঝখানে তৃতীয় রাকাত আপনি পাননি, ইমাম সাহেব সালাম ফিরানোর পর দাড়িয়ে এক রাকাত পড়ে নেবেন।   



আহবাব হোসেন ----20.06.2020::10.26  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলামে বিয়ের সময়

প্রশ্ন-বিস্তারিত:     ইসলাম ধর্মে একজন পুরুষের কত বছর বয়সে বিয়ে করা বৈধ আছে? 

উত্তর : সাবালক হলে। 



আহবাব হোসেন ----20.06.2020::10.26  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ধর্ষনের শাস্তি কি? 

প্রশ্ন-বিস্তারিত:     ইসলাম ধর্মে ধর্ষনের শাস্তি কিরূপ বলে আখ্যায়িত করা হয়েছে? 

উত্তর: বিবাহিত হলে মৃত্যদন্ড আর অবিবাহিত হলে আশি বেত। এবং  দেশান্তরী করা।  



আহবাব হোসেন ----20.06.2020::10.26  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সুদ কি? 

প্রশ্ন-বিস্তারিত:     ইসলামে সুদ বলতে কি বোঝানে হয়েছে? 

উত্তর: একই জাতীয় জিনিস একটি পরিমাণ ধার দিয়ে ঐ একই জাতীয় জিনিস তার চাইতে বেশী নেওয়াকে সুদ বলে। যেমন: ১০০ টাকা ধার দিয়ে ১১০ টাকা নেওয়া। পাচটি আলু ধার দিয়ে ছয়টি আলু নেওয়া। কিন্তু যদি জিনিসের ধরণ পরিবর্তিত হয়, তাহলে পরিমাণে কম বেশী হতে পারে এবং সেটা জায়েজ।  যেমন: ৩০ টাকা দিয়ে এক কেজী আলু নেওয়াা।    



হাঃমোঃশরীফুল ইসলাম ----20.06.2020::11.24  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: পবিত্রা

প্রশ্ন-বিস্তারিত:     ফরজ গোসল করার পর যদি বির্য আসে তাহলে কি করনিয়...????

উত্তর: পুনরায় গোসল করতে হবে।  



মাসুদ রানা ----21.06.2020::12.09  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: চুপ থাকা নিয়ে? 

প্রশ্ন-বিস্তারিত:     চুপ করে থাকা কি ? 

উত্তর: মন্দ কথা বলার চেয়ে চুপ করে থাকা উত্তম। তবে যেখানে উত্তম কথা বলা প্রয়োজন সেখানে অবশ্যই কথা বলতে হবে, শক্তি না থাকলে মনে মনে ঘৃণা করতে হবে।  



মনির হোসাইন----21.06.2020::12.16  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সফ্টওয়ার বানানো

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামুয়ালাইকুম।মোবাইলের মাধ্যমে কোনো মানসম্মত সফ্টওয়ার কি বানানো যায়? বা আমি যদি আপনার মত করতে চাই তাহলে আমার কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে?বিঃ দ্রঃ আমি আপনার FB ফ্রেণ্ড।

উত্তর: ইন্টারনেটে এ্যাপ বানানোর অনেক ভিডিও এবং টিউটোরিয়াল ওয়েবসাইট আছে। যেমন: ইউটি্‌উবে সার্চ দিবেন “How to create app in Android Studio" । এভাবে ইন্টারনেট ঘাটাঘাটি করে শিখতে পারবেন। তবে এজন্য প্রচুর শ্রম এবং সময় খরচ করতে হবে।  



মাসুদ রানা ----21.06.2020::12.22  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: চুপ করে থাকা নিয়ে?

প্রশ্ন-বিস্তারিত:     অফিসে  আমার বস বিভিন্ন সময় দেঘ আমাকে  বকা দেয়। আমি এর উত্তর দিই না অথবা চুপ করে থাকি। কথা কইলে আরও  বেশি বকা দয়।একন কি করা উচিত। আসলে মানুষের সাথে  আমি ঝগড়া  করি না

উত্তর: ধৈর্য্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। (আল কুরআন।) অতএব, ধৈয্য ধরুন এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন।  



আল আমিন----21.06.2020::05.17  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ধানে টাকা লাগান জায়েজ আছে?

প্রশ্ন-বিস্তারিত:     আমার কাছ থেকে 50000 টাকা নিলেন।আমাকে এক বছর পর বিশ মন ধানা আর 50000 ফেরদ দিতে  হবে।আসলে কতদুর সঠিক।

উত্তর: সেই বিশ মন ধান  সম্পূর্ণ সুদ। আসলে সঠিক মতে সুদের সংজ্ঞাা অনুযায়ী, বিশ মন ধান নেওয়াা সঠিক হবে, কিন্তু ৫০০০০ টাকাটা  সুদ হবে।   



হাঃএ হাসানঃ----21.06.2020::05.59  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: খুতবা সমপর্কেঃ

প্রশ্ন-বিস্তারিত:     আমরা জানি, খুতবা মানে, বক্তৃতা, বা ভাষণ,তাহলে আমরা মসজিদে,ইমামের  যেখুতবা সুনি সেটাকি আসলে ভাষণ বা বক্তৃতা? সেটা কি মানুষের  বানানো  কথা নয়? !  সেখানে তো সাহাবিদের কথা পাওয়া যায়,আসলে বিষয়টা কি জানতে চাই!

উত্তর: খুতবাহ হলো ইসলামী বক্তৃতা । এখানে ইসলামী সমাজের কী করনীয় কী বর্জনীয় ভবিষ্যতে ইসলামকে রক্ষার জন্য মুসলমানদের কি কি পদক্ষেপ নেওয়াা উচিত এ ব্যাপারে ইমাম সাহেব বিস্তারিত ভাষণ দিবেন। আল্লাহর হামদ এবং রাসুল সা: এর দরূদ পাঠ করবেন, সাহাবায়ে আযমাইন ও ইসলামের পূর্বসূরীদের জন্য দোয়া করবেন। এসব কিছুর সমস্টিই হচ্ছে খুতবা।  



আনোয়ার হোছাইন----21.06.2020::06.30  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: দাঁড়ি রাখার শরয়ী বিধান

প্রশ্ন-বিস্তারিত:     দাঁড়ি রাখার বিধান কি? না রাখলে কোন গুনাহ হবে কিনা?

উত্তর: এ নিয়ে মতভেদ আছে। তবে জমহুর ওলামা ও মুহাদ্দিসিনে কিরামের মতে দাড়ি না রাখলে গুণাহ হবে। আর মাওলানা মওদুদী রাহ: এর  মতে বর্তমান সমাজে যেখানে দাড়ি রাখা কঠিন, সেখানে যদি কেউ এ সুন্নাত কে জিন্দা করে তবে তার সার্বক্ষণিক জিহাদের সওয়াব হতে থাকবে।  



নিহাম----21.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আমাদের জীবনের মৌলিক বিশ্বাস কি????

প্রশ্ন-বিস্তারিত:     মানে,,আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে।

উত্তর: প্রতিটি ক্ষেত্রেই মনে রাখতে হবে আমি যেই কাজটি করছি, তা কি ইসলামে অনুমোদিত কিনা,  এবং হালাল নাকি হারাম। মনে রাখবেন, আপনার সুবিধা হলো হারাম কাজ ও হারাম খাদ্যের তালিকা আছে, কিন্ত হালাল কাজ ও হালাল খাদ্যের তালিকা নেই। তাই হারাম বাদ দিয়ে বাকী সবই হালাল। তবে এ দুয়ের মাঝে কিছু সন্দেহ জনক বিষয় থাকতে পারে, মুত্তাকীদের কাজ হলো সন্দেহ জনক বিষয়ও বাদ দেওয়া ।  



বাবুল----21.06.2020  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সম্পর্ক

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম, মুহতারাম আ‌মি এক‌টি মে‌য়ে‌কে কথা দি‌য়ে‌ছিলাম আ‌মি তা‌কে বি‌য়ে করব তাই তার সা‌থে খারাপ সম্প‌র্কে জ‌ড়ি‌য়ে গেলাম এখন আ‌মি এক‌টি ভাই‌য়ের দাওয়াত পে‌য়ে নামাজ কালাম সব প‌ড়ি কিন্তু মে‌য়ে‌টির সা‌থেও নিয়‌মিত কথা ব‌লি, আ‌মি এখন মে‌য়ে‌টির সা‌থে সম্পর্ক বি‌চ্ছিন্ন কর‌তে চা‌চ্ছি গুনাহ থে‌কে ফি‌রে আসার জন‌্য আ‌মি য‌দি ওর সা‌থে সম্পর্ক বি‌চ্ছিন্ন ক‌রে মে‌য়ে‌টি‌কে কস্ট দেই আমার কি গুনাহ হ‌বে? আ‌মি কি মুন‌া‌ফিক হ‌য়ে যাব?

উত্তর: জ্বি অবশ্যই গুণাহ হবে। মেয়েটিকে আপনি বিয়ে করে ফেলুন। এরপর দুজনে মিলে একসাথে তওবা করবেন।  



সাইফ----21.06.2020::01.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফেসবুক 

প্রশ্ন-বিস্তারিত:     আমি এই প্রশ্ন উত্তর গোলা কিভাবে ফেসবুকে ছাড়ব বিস্তারিত বলে দিন 

উত্তর : প্রতিটি প্রশ্নোত্তরের ডান পাশে নিচে কোনায় দেখবেন একটি করে ফাইল আইকন আছে। সেখানে ক্লিক করলেই প্রশ্নটি উত্তর সহ কপি হয়ে যাবে। এরপর ফেসবুকে নিয়ে পেস্ট করে পোষ্ট করে দিবেন। 



মোঃ খোরশেদ আলম ----21.06.2020::02.42  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মা-বাবার জন্য দোয়া 

প্রশ্ন-বিস্তারিত:     মা-বাবার জন্য আমাদের রাসুলুল্লাহ সাঃ যে দোয়া শিখিয়েছেন।

উত্তর: মা বাবার জন্য কুরআনেই দোয়াা রয়েছে। যেমন : রাব্বির হামহুমা ......।  



ওয়ালিউর রহমান----21.06.2020::04.37  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আল্লাহর 99 টি নাম কি কি?

প্রশ্ন-বিস্তারিত:     আমি আল্লাহর 99 টি নাম এবং অর্থ জানতে চেয়েছি

উত্তর: এই এ্যাপে প্রতিট আয়াতের শব্দার্থ দেওয়াা আছে। যেখানে  আল্লাহর নাম এসেছে সেখানেও তার অর্থ দিয়ে দেওয়া হয়েছে।  


প্রশ্ন : ৩৫২: কচ্ছপ বা কাছিম খাওয়া কি হালাল নাকি হারাম? যদি হারাম হয়, তাহলে কোন কারণে হারাম?

 

উত্তর : খাওয়া প্রসঙ্গে তো অনেক কথা চলে আসে। অনেকে মনে করে, আমরা যেটা খাই না, সেটাই বোধ হয় হারাম। আসলে হালাল-হারামের বিধান তো আমরা দিতে পারি না।

কাছিম বা কচ্ছপ খাওয়া হালাল। তবে কোনো অঞ্চলে যদি কেউ না খায়, রুচিতে না কোলায় তাহলে তারা খাবে না। তবে আলেমদের মধ্যে এ মাসয়ালা নিয়ে দ্বিমত আছে। কেউ কেউ হারামও বলেছেন। হারাম যাঁরা বলেছেন, কচ্ছপের ব্যাপারে তাঁদের বক্তব্য হচ্ছে, কচ্ছপের মধ্যে হিংস্রতা রয়েছে এবং এটি খবিস বা নোংরা ধরনের। যেহেতু এর মধ্যে নোংরামি আছে, তাই তাঁরা এটাকে পছন্দ করেননি। তাই একজন প্রসিদ্ধ ইমাম কচ্ছপকে খাওয়ার ব্যাপারে বলেছেন যে, ‘এটি জায়েজ নেই।’

আবার আমরা যদি হাদিসের সাধারণ বক্তব্য দেখি, সেখানে সমুদ্রের সব প্রাণীকে রাসূল (সা.) হালাল ঘোষণা করেছেন। অর্থাৎ সবই হালাল।  সুতরাং এর মধ্যে কচ্ছপ তো পড়বেই। যেহেতু কচ্ছপ সমুদ্র বা নদীর মধ্যেই পাওয়া যায়। তাই এটা যদি কেউ খান, এতে তিনি গুনাহ করেননি, হারাম কাজ করেননি। এটি খাওয়া জায়েজ। তবে বিষয়টি রুচির সঙ্গে সম্পৃক্ত। যেমন : গুইসাপ জাতীয় একটা প্রাণী, যেটাকে কোনো কোনো এলাকায় শাণ্ডা বলা হয়ে থাকে, রাসূল (সা.)-এর সামনে কেউ খেয়েছেন। কিন্তু রাসূল (সা.) এটি খান নাই, উনার রুচিতে আসেনি। যেহেতু কিছু কিছু বিষয় রুচির সঙ্গে সম্পৃক্ত, সেহেতু যে কচ্ছপ খাচ্ছে না, তাঁকে জোর করে খাওয়ানোর কোনো দরকার নেই। এটি খেয়াল রাখতে হবে। কিন্তু কেউ খেলে সেটাকে হারাম বলতে গেলে দলিল দিতে হবে। যেহেতু এটি সহিহ বর্ণনার মধ্যে হারাম সাব্যস্ত হয়নি।


বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন: ৩৫১ : ইনসানের জান হযরত আজরাইল আঃ কবজ করে কিন্তু পশু পাখিদের জান কে কবজ করে?

  পবিত্র কুরআনের ভাষ্য মতে মালাকুল মাওত তথা আযরাইল আ. মানুষের জান কবজ করেন। অন্যান্য প্রাণীর জান কে কবজ করেন এ সম্পর্কে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই। একটি বর্ণনা মতে জানা যায়, আল্লাহ নিজেই এসব প্রাণীর জান কবজ করেন। বর্ণনাটির মূল আরবী পাঠ নিম্নরূপ : " آجال البهائم كلها وخشاش الأرض والنمل والبراغيث والجراد والخيل والبغال والدواب كلها وغير ذلك آجالها في التسبيح فإذا انقضى تسبيحها قبض الله أرواحها وليس إلى ملك الموت منها شيء " কিন্তু বিদগ্ধ মুহাদ্দিসীনে কেরাম বর্ণনাটিকে জাল বলে অভিহিত করেছেন। সারকথা এ ব্যপারে সুস্পষ্ট কোনো বর্ণনা না থাকায় নানা রকম মত অভিমত পাওয়া যায়। কেউ বলেন, আযরাইল আ.ই সকল প্রাণীর জান কবজ করেন

প্রশ্ন: ৩৫০ : আক্বীদাহ কী ?

আকিদাহ কি?

আকিদা শব্দটি আক্দ মূলধাতু থেকে গৃহিত। আরবি শব্দ আক্দ অর্থ বন্ধন বা গিরা। সে মতে আকিদাহ হল মজবুত করে বাঁধা বা দৃঢ় বিশ্বাস। মানুষ ধর্ম বিশ্বাস হিসাবে হৃদয়ে গহিনে যা ধারনকরে তাকে আকিদা বলে।

আকিদার ব্যাখ্যা:  ঈমান ও আকিদার মধ্যে কি সম্পর্ক আছে তাহা জানা জরুরি। ঈমান অর্থ বিশ্বাস আর আকিদা অর্থ দৃঢ় বিশ্বাস। শাব্দিক অর্থে তেমন কোন পার্থক্য নেই, তাছাড়া মুসলিম সমাজের সকলেই ধর্মবিশ্বাস বলতে ‘ঈমান’ ও ‘আকিদা’ দুটি শব্দকে সমান বুঝে। মজার ব্যাপার হল ঈমান শব্দটি কুরআন হাদিসে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও আকিদা শব্দটি কুরআন হাদিসে খুজে পাওয়া যায়না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন সাহাবি এ পরিভাষাটি ব্যবহার করছেন বলে যানা যায়না হিজরি চতুর্থ শতক থেকে আকিদা শব্দটির প্রচলন লাভ করে।

আকীদা (আরবিعقيدة‎‎, বহুবচন: আরবিعقائد‎‎, আকা'ইদ, কখনো কখনো উচ্চারণ করা হয় আকীইদাহ, আক্বিদাহ) এটি একটি ইসলামী পরিভাষা যার অর্থ 'কিছু মূল ভিত্তির উপর বিশ্বাস'।

বিশ্বাস বা ধর্মবিশ্বাস বুঝাতে মুসলিম সমাজে সাধারণত দুটি শব্দ ব্যবহৃত হয়: ঈমান ও আকীদা। কুরআন কারীম ও হাদীস শরীফে সর্বদা 'ঈমান' শব্দটিই ব্যবহার করা হয়েছে। 'আকীদা' ব্যবহৃত হয় নি। দ্বিতীয় হিজরী শতক থেকে তাবিয়ী (সাহাবীদের ছাত্র) ও পরবর্তী যুগের ঈমামগণ (ধর্মীয় নেতা) ধর্মবিশ্বাসের খুটিনাটি বিষয় আলোচনার জন্য 'ঈমান' ছাড়াও অন্যান্য কিছু পরিভাষা ব্যবহার করেন। এসকল পরিভাষার মধ্যে রয়েছে 'আল-ফিকহুল আকবার', 'ইলমুত তাওহীদ', 'আস-সুন্নাহ', 'আশ-শরীয়াহ', 'উসূলুদ্দীন', 'আল-আক্বীদাহ' ইত্যাদি।



আকীদার’ পারিভাষিক অর্থ: 

العقيدة الإسلاميةهي الإيمان الجازم بالله، وملائكته، وكتبه، ورسله، واليوم الآخر، والقدر خيره وشره، وبكل ما جاء في القرآن الكريم، والسنة الصحيحة من أصول الدين، وأموره، وأخباره. (رسائل الشيخ محمد بن إبراهيم في العقيدة 7/2). 

শারীআতের পরিভাষায় আকীদাহ্ হচ্ছেমহান আল্লাহ তাআলাতাঁর ফেরেশতাকুলতাঁর কিতাবসমূহতাঁর রাসূলগণশেষ দিবস তথা মৃত্যু পরবর্তী যাবতীয় বিষয় ও তাকদীরের ভাল-মন্দের প্রতি এবং আল-কুরআনুল হাকীম ও সহীহ হাদীসে উল্লেখিত দীনের সকল মৌলিক বিষয়ের প্রতি অন্তরের সুদৃঢ় মজবুত ও বিশুদ্ধ বিশ্বাসের নাম আকীদাহ।” (রিসালাতুম শাইখ মুহাম্মাদ ইবন ইবরাহীম ফিল আকীদাহ্ ৭/)

 

আকীদার’ পারিভাষিক অর্থে ও ঈমানের ছয়টি মূলভিত্তির উপর সুদৃঢ় বিশ্বাস স্থাপনের কথা বলা হয়েছে। উক্ত ছয়টি এবং এর আনুসঙ্গিক বিষয়গুলির প্রতি সঠিক বিশ্বাস না রেখে নেতিবাচক ধারনা করলে অথবা অবিশ্বাস করলে কিছুতেই ঈমানদার হবে না। এই নেতিবাচক বা অবিশ্বাস ধারনা থেকে মানুষ নিজ নিজেই অনেক ভ্রাস্ত বিশ্বাসের জম্ম দেয়। এই ভ্রাস্ত বিশ্বাস থেকেই ভ্রান্ত আকিদার জম্ম। ইসলামের দাবি, ঈমান আনার ক্ষেত্রে শতভাগ সত্য ও ইতিবাচক সংবাদের প্রতি বিশ্বাস।



 

প্রশ্ন: ৩৪৯ : নামাজে দৃষ্টি কোথায় রাখবো ?

জিজ্ঞাসা–২৪১: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, নামাজের সময় চক্ষু কোথায় রাখবো? এতে আহলে হাদীসরা বলে নাকি নামাযে পুরোটাই সেজদার দিকে চোখ (নজর) রাখতে হয়।  শুধু তাশাহুদ এর সময় ডান হাতের আঙুল এর দিকে তাকাতে হয়। কিন্তু হানাফী মাযহাব এবং আরো অনেকেই মানেন যে, নামাজে দাঁড়ানো অবস্থায় চক্ষু সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝে, সিজদা অবস্থায় নাকের দিকে, বৈঠকে যেখানে বসে থাকা হয় তার একটু সামনের জমিনের দিকে। কোনটা সহীহ?–ইমরান আলী সাঁপুই: sanpui67@gmail.com

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, মূল বিষয় হল, নামাজে এদিক-সেদিক না তাকানো। কেননা এটি নামাজে মনোযোগ ও একাগ্রতা রক্ষা করার জন্য অত্যন্ত শক্তিশালী হাতিয়ার । হাদীস শরীফে এসেছে, আয়েশা রাযি. বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞাসা করেছি যে, নামাজে এদিক সেদিক তাকানোর ব্যাপারে আপনি কী বলেন? জবাবে তিনি বলেছেন, هو اختلاس يختلسه الشيطان من صلاة العبد এটা হলো শয়তানের ছোঁ মারা, যা দ্বারা শয়তান আল্লাহর বান্দাদেরকে নামাজ থেকে গাফেল ও উদাসীন করে ফেলে। (সহিহ বোখারি ৭১৮)
প্রশ্ন হল, নামাজে এদিক-সেদিক না তাকানোর পদ্ধতি কী হবে–এ বিষয়ে  মুজতাহিদ ইমামগণ একাধিক রায় পেশ করেছেন।
ইমাম আবু হানিফা রহ. বলেছেন, নামাজের সময় দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার দিকে থাকবে, রুকু অবস্থায় থাকবে দু’পায়ের মাঝখানে, বসা অবস্থায় থাকবে কোলের দিকে, সিজদা অবস্থায় থাকবে নাকের দিকে। (কিতাবুল মাবসূত ১/২৮) কেননা, لِأَنَّ امْتِدَادَ الْبَصَرِ يُلْهِي فَإِذَا قَصَرَهُ كَانَ أَوْلَى দৃষ্টি প্রসারিত করলে মন এদিক-সেদিক চলে যাবে। সংকুচিত করলে নামাজে মনোযোগটা আরও ভাল থাকবে। এজন্য প্রসারিত করার চেয়ে সংকুচিত করা উত্তম।
পক্ষান্তরে কোনো কোনো ইমাম বলেছেন, পুরা নামাজের সময় দৃষ্টি থাকবে সিজদার দিকে। তবে এমর্মে তাঁরা দলিল হিসাবে যে হাদীসগুলো পেশ করে থাকেন, সেগুলোকে মুহাদ্দিসগণ ‘দুর্বল’ বলে অভিহিত করেছেন। যেমন, ইমাম নববী রহ. বলেন,
قال العلامة النووي في مجموعه 3/314 شارحا قول الشيرازي: ( ( الشَّرْحُ ) حَدِيثُ ابْنِ عَبَّاسٍ هَذَا غَرِيبٌ لَا أَعْرِفُهُ , وَرَوَى الْبَيْهَقِيُّ أَحَادِيثَ مِنْ رِوَايَةِ أَنَسٍ وَغَيْرِهِ بِمَعْنَاهُ وَكُلُّهَا ضَعِيفَةٌ 
এবিষয়ে (নামাজের সময় দৃষ্টি থাকবে সিজদার দিকে) ইবন আব্বাস রাযি. কর্তৃক বর্ণিত হাদীস গারীব (বিরল), যা আমার কাছে অপরিচিত। ইমাম বাইহাকী রহ. আনাস রাযি. ও অন্যদের সূত্রে এ বিষয়ে আরো কছু হাদীস বর্ণনা করেছেন। এর সবগুলোই দুর্বল। (আলমাজমূ ৩/৩১৪)
প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, লক্ষণীয় বিষয় হল, হানাফী-মাযহাবে এটাকে মুসতাহাব বলা হয়েছে। ফরজ-ওয়াজিব বলা হয় নি। সুতরাং এ নিয়ে মাতমাতির কছু নেই।
অথচ কিছু অপরিণামদর্শী এবিষয়ে বিবাদ-বিসংবাদের সূত্রপাত করে থাকে, যা নিশ্চিতভাবে হারাম। আসলে এরা ফেতনাবাজ। এরা নামাজীদের পেছনে এরকম ছোট-খাটো বিষয় নিয়ে লাগা থাকে এবং তাদের নামাজ হয় না বলে উম্মাহর মাঝে বিশৃংখলা সৃষ্টি করে। এদের কথায় কর্ণপাত না করাই ঈমান-আমলের জন্য নিরাপদ।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
umyrkobbadi@gmail.com

==================================

নামাজের আদব হলো, দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি রাখা, যাতে পূর্ণ একাগ্রতা সৃষ্টি হয়। ডানে-বাঁয়ে দৃষ্টি না যায়। এটি সুন্নত।

তবে কোনোভাবে দৃষ্টি চলে গেলে নামাজ ভঙ্গ হবে না।


(আদদুররুল মুখতার : ১/৪৪৭)

নামাজরত মুক্তাদির জন্য ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকা সুন্নতবহির্ভূত কাজ।

সিজদায় পা রাখার সুন্নত পদ্ধতি হলো, পা খাড়া রেখে আঙুলগুলো কিবলামুখী রাখা। এর বিপরীত হলে নামাজ ভাঙবে না। (ফাতাওয়া ফকিহুল মিল্লাত : ৩/২৮৫, ফাতাওয়া শামি : ১/৪৯৩)

মূল বিষয় হলো, নামাজে এদিক-সেদিক না তাকানো। কেননা এটি নামাজে মনোযোগ ও একাগ্রতা রক্ষা করার জন্য অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেছি, নামাজে এদিক-সেদিক তাকানোর ব্যাপারে আপনি কী বলেন? জবাবে তিনি বলেছেন, এটি হলো শয়তানের ছোঁ মারা, যা দ্বারা শয়তান আল্লাহর বান্দাদের নামাজ থেকে গাফিল ও উদাসীন করে ফেলে। (বুখারি, হাদিস : ৭১৮)

প্রশ্ন হলো, নামাজে এদিক-সেদিক না তাকানোর পদ্ধতি কী হবে—এ বিষয়ে মুজতাহিদ ইমামরা একাধিক অভিমত দিয়েছেন। ইমাম আবু হানিফা (রহ.) বলেছেন, নামাজের সময় দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার দিকে থাকবে, রুকু অবস্থায় থাকবে দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় থাকবে কোলের দিকে, সিজদা অবস্থায় থাকবে নাকের দিকে। (কিতাবুল মাবসুত : ১/২৮)

কেননা দৃষ্টি প্রসারিত করলে মন এদিক-সেদিক চলে যাবে। সংকুচিত করলে নামাজে মনোযোগ আরো ভালো থাকবে। এ জন্য প্রসারিত করার চেয়ে সংকুচিত করা উত্তম।

পক্ষান্তরে কোনো কোনো ইমাম বলেছেন, পুরো নামাজের সময় দৃষ্টি থাকবে সিজদার দিকে। তবে এ মর্মে তাঁরা দলিল হিসেবে যে হাদিসগুলো পেশ করে থাকেন, সেগুলোকে মুহাদ্দিসরা ‘দুর্বল’ বলে অভিহিত করেছেন। যেমন—ইমাম নববি (রহ.) বলেন, এ বিষয়ে (নামাজের সময় দৃষ্টি থাকবে সিজদার দিকে) ইবনে আব্বাস (রা.) কর্তৃক বর্ণিত হাদিস গরিব (বিরল), যা আমার কাছে অপরিচিত।

ইমাম বাইহাকি (রহ.) আনাস (রা.) ও অন্যদের সূত্রে এ বিষয়ে আরো কিছু হাদিস বর্ণনা করেছেন। এর সব কটিই দুর্বল। (আল-মাজমু : ৩/৩১৪)


========================

সালাতের সময় দৃষ্টি কোথায় থাকবে?— আমি কিছু কিছু জায়গায় পড়েছি যে, দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায়, রুকুর সময় দুই পায়ের মাঝখানে, সিজদাহর সময় নাকের দিকে ও বসা অবস্থায় কোলের দিকে রাখতে হয়। কিন্তু এর পক্ষে কোনো দলিল পাইনি। এ বিষয়ে আমাকে সঠিক সুন্নাহ-পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।

এই প্রশ্নের উত্তর হলো- হাদিস শরিফে আয়েশা (রা.) বলেন, আমি আল্লাহর রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করেছি যে, নামাজে এদিক সেদিক তাকানোর ব্যাপারে আপনি কী বলেন? জবাবে তিনি বলেছেন, ‘এটা হলো শয়তানের ছোঁ মারা— যা দ্বারা শয়তান আল্লাহর বান্দাদের নামাজ থেকে গাফেল ও উদাসীন করে ফেলে।’ (বুখারি, হাদিস : ৭১৮)

বোঝা গেল যে, এখানে মূল বিষয় হলো- নামাজে এদিক-সেদিক না তাকানো। কেননা এটি নামাজে মনোযোগ ও একাগ্রতা রক্ষা করার জন্য অত্যন্ত শক্তিশালী হাতিয়ার । 

হানাফি মাজহাব মতে নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে আর বসা অবস্থায় কোলের দিকে দৃষ্টি রাখা মুস্তাহাব। (হাশিয়াতুত তাহতাভি আলা মারাকিল ফালাহ : ২৭৭)

এ বিষয়ে ফিকাহবিদ ইমামরা একাধিক অভিমত দিয়েছেন। ইমাম আবু হানিফা (রহ.) বলেছেন, নামাজের সময় দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার দিকে থাকবে, রুকু অবস্থায় থাকবে দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় থাকবে কোলের দিকে, সিজদা অবস্থায় থাকবে নাকের দিকে। (কিতাবুল মাবসুত : ১/২৮)


পক্ষান্তরে কোনো কোনো ইমাম বলেছেন, পুরো নামাজের সময় দৃষ্টি সিজদার দিকে থাকবে। হানাফি মাজহাবে এটাকে মুসতাহাব বলা হয়েছে। ফরজ-ওয়াজিব বলা হয় নি। সুতরাং এটি আবশ্যকীয় কোনো বিধান নয়।

ফতওয়ার কিতাবে এসেছে যে, নামাজের কিছু আদব-মুস্তাহাব রয়েছে। তার মধ্যে অন্যতম হলো- নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে আর বসা অবস্থায় কোলের দিকে দৃষ্টি রাখা। (আদ-দুররুল মুখতার : ০২/১৭৫)

কেউ কেউ বলেছেন, সালাতে কেবল তাশাহুদের বৈঠক ছাড়া অন্য সকল অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি নিবদ্ধ রাখা সুন্নত। কেবল তাশাহুদের বৈঠকে দৃষ্টি থাকবে ডান হাতের শাহাদাত (তর্জনী) অঙ্গুলীর দিকে।

আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) যখন সালাতে দাঁড়াতেন, তখন মাথাটা নিচু করে ঝুঁকিয়ে রাখতেন এবং দৃষ্টি নিক্ষেপ করতেন জমিনের দিকে। (মুসতাদরাক হাকেম, হাদিস : ১/৪৭৯)

অপর এক হাদিসে বর্ণিত, ‘রাসুল (সা.) যখন কাবা ঘরে প্রবেশ করেন, তখন বের না হওয়া পর্যন্ত তার দৃষ্টি সিজদার স্থান থেকে অন্য দিকে ফেরাননি।’ (ইরওয়াল গালিল: ২/৭৩)

তাশাহুদে বসে তাশাহুদ আঙ্গুলী দ্বারা ইশারা করা এবং সে দিকে নিদৃষ্টি নিবন্ধ রাখা সুন্নত। রাসুল (সা.) থেকে বর্ণিত, ‘যখন তিনি তাশাহ্হুদের জন্য বসতেন, তখন তিনি তার বৃদ্ধাঙ্গুলের পাশে যে আঙ্গুলটি আছে (অর্থাৎ শাহাদাত বা তর্জনী আঙ্গুল) দ্বারা কিবলার দিকে ইশারা করতেন এবং তার দিকে দিক দৃষ্টি নিক্ষেপ করতেন।’ (ইবনু খুজুাইমা: ১/৩৫৫; হাদিস : ৭১৯)

অপর এক বর্ণনায় এসেছে, ‘তিনি বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইশারা করতেন, তবে ইশারার দিকে তিনি দৃষ্টিপাত করতেন না।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ৪/৩; আবু দাউদ, হাদিস : ৯৯০)

সুতরাং এই মতের উপরও আমল করা যাবে, কোনো সমস্যা নেই।

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...