প্রশ্ন: ২৮৪ : কোন কোন অবস্থায় দরূদ পড়া জায়েজ নয়?

প্রশ্ন
সম্মানিত মাওলানা লুৎফর রহমান ফরায়োজী সাহেব,
আমার নাম মোহাম্মদ হোসাইন। আমি বর্তমানে মালোশিয়াতে পড়াশোনা করছি। আমার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানাতে। আমি আপনার মাহফিলে উপস্থিত ছিলাম যেটি চৌধুরীহাট বাজার সংলগ্ন চনা গাজী বাড়ি মসজিদে হয়ে ছিল।
আমার প্রশ্ন হল আল্লাহর রাসূলের নাম শুনার পরেও কোন কোন জায়গায় আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পড়া যাবে না।
দয়া করে মাসয়ালাটি জানিয়ে বাধিত করলে উপকার হতো।
জাঝাকাল্লাহ হয়ের।
উত্তর
بسم الله الرحمن الرحيم
কয়েকটি অবস্থায় রাসূল সাঃ এর নাম শুনেও দরূদ পড়া যাবে না। যথা-
১-সহবাসের সময়।
২-পেশাব বা পায়খানার সময়।
৩- হাঁচির সময়।
৪- প্রাণী জবাই করার সময়।
৫-কুরআন তিলাওয়াতের মাঝে রাসূল সাঃ এর নাম এলেও দরূদ পড়বে না।
প্রথমোক্ত ৩ অবস্থায় দরূদ পড়া নিষিদ্ধ কারণ এতে করে দরূদের অপমান হয়। আর ৪র্থ অবস্থায় দরূদ পড়লে শিরকের সম্ভাবনা থাকায় দরূদ পড়া নিষিদ্ধ।
আর ৫ম অবস্থায় পড়া লাগবে না কারণ এতে করে কুরআন তিলাওয়াতের অপমান হয়। এমন সব অপমানজক অবস্থায় দরূদ পড়া নিষিদ্ধ। আরো যেসব স্থানে দরূদ পড়লে দরূদের অপমান হয়, বা শিরকের সম্ভাবনা থাকে সেসব স্থানে দরূদ পড়া নিষিদ্ধ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

1 comment:

  1. আজান এবং ইকামাতে কি দুরুদ পরা নিষিদ্ধ নয়?

    ReplyDelete

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...