গলায় মাছের কাঁটা আঁতকে যাওয়া যেমন অস্বস্তিকর ঠিক তেমনই কষ্টকর। তবে কিছু উপায় জানা থাকলে আপনি অল্প সময়ে দূর করতে পারবেন এই কাঁটা। জেনে নিন তার উপায়-
ভাত: গলায় কাঁটা আটকে গেলে ভাত চটকে নরম করে নিন। এবার ভাতের ছোট ছোট বল বানিয়ে না চিবিয়ে গিলে ফেলুন। এতে কাঁটা গলার থেকে নেমে যাবে।
পাউরুটি: হাতের কাছে ভাত না থাকলে আপনি পাউরুটি খেতে পারেন। শুধুমাত্র পাউরুটি মুখে দিয়ে হালকা চিবিয়ে গিলে ফেলুন এবং পানি খেয়ে নিন। এতে গলা পরিষ্কার হয়ে যাবে।
লবণ পানি: পানির মধ্যে সামান্য লবণ মিশিয়ে খেয়ে ফেলুন। লবণ কাঁটা নরম করতে সাহায্য করে।
কলা: গলার কাঁটা দূর করার জন্য কলা অনেক কার্যকরী। একটি বড় কলা না চিবিয়ে গিলে ফেলুন। কলা পিচ্ছিল হবার কারণে সহজে কাঁটা গলা থেকে নামিয়ে ফেলে এবং টেরও পাওয়া যায় না।
লেবু: এক টুকরা লেবু নিন এবং তাতে সামান্য লবণ দিয়ে চুষে চুষে খেয়ে ফেলুন। এতে কাঁটা নরম হয়ে যাবে।
আপনার গলায় কাঁটা আটকালে নিন্মের দোয়াটি পড়লে সহজে নেমে যাবে’
দোয়াটি এই- “ফালাওলা ইযা বালাগাতিল হুলকুম”
এটা পবিত্র কুরআনের সুরা ওয়াক্বিয়ার ৮৩ নং আয়াত।
যে ব্যক্তি এই দোয়াটি পড়বে ফালাওলা ইযা বালাগাতুল হুলকুম (فلولا اذا بلغت الحلقوم) তার গলার কাঁটা নেমে যাবে। ইংশা আল্লাহ। অথবা আধামুঠো চাউলে সাতবার উক্ত দোয়াটি পড়ে ফুক দিয়ে খেলে, আল্লাহ তায়ালার রহমতে কাাঁট নেমে যাবে। এ আমলটি সকাল বিকাল করতে থাকুন। ইংশা আল্লাহ সফলতা আসবেই।
সুরা ওয়াক্বিয়ার ৮৩ থেকে ৮৭ নং আয়াতের অর্থ :
﴿فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ﴾
﴿وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ﴾
﴿وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ﴾
﴿فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ﴾
﴿تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ﴾
৮৭) [৮৩-৮৭ আয়াতের ভাবার্থ] তোমরা যদি কারো অধীন না হয়ে থাকো এবং নিজেদের এ ধারণার ব্যাপারে যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যুপথযাত্রীর প্রাণ যখন কণ্ঠনালীতে উপনীতে হয় এবং তোমরা নিজ চোখে দেখতে পাও যে, সে মৃত্যুমুখে পতিত হচ্ছে সে সময় তোমরা বিদায়ী প্রাণবায়ূকে ফিরিয়ে আন না কেন? সে সময় তোমাদের চেয়ে আমিই তার অধিকতর নিকটে থাকি৷ কিন্তু তোমরা দেখতে পাও না৷
আল্লাহর কালাম খুব উপকারী।
ReplyDeleteআমি নিজে প্রমানিত।
আমার খাবার খাওয়া এর গলায় আটকে আছে এমন লাগে এখানে কি করতে পারি । অনেক দিন ধরে এমন লাগে। ভয়ে আমি কিছু খেতে পারি না শ্বাস নিতে কষ্ট হয়।কি করতে হবে ??
ReplyDeleteখুব ভালো লাগলো
ReplyDeleteGiod
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDeleteআজকে সকালে আমার গলায় কাটা বিদছে কি করব?
ReplyDeleteইনশাআল্লাহ ভালো হয়ে যাবে
ReplyDeleteআমার গলায় কাটা আটকে অাছে সব রকমের চেষ্টা করেছি কিন্তু ফল পাচ্ছি না😢😥😩
ReplyDeleteগলায় কাটা আটকে আছে কিন্তু নামছে নাহ, সব চেষ্টাই তো করলাম।
ReplyDeleteআজ তিনদিন যাবত আমার গলায় মাছের কাঁটা আটকে আছে কোন কিছু চাইতে এখন কি করব
ReplyDeleteভুয়া ভুয়া ভুয়া
ReplyDeleteনা,ভাই, কাটা নামছে
Deleteallhar kalam khub.opokar.ami.nijea.proman
DeleteZajakallahu khoir
ReplyDeleteআলহামদুলিল্লাহ: https://www.islamicplpfile.com/2023/03/blog-post_5.html
ReplyDelete