সম্মানের সিজদা কি জায়েজ ?

 প্রশ্ন-বিস্তারিত: প্রথমে আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম । একজন লোকে আমাকে বলেছে আল্লাহর কুদরতের পায়ে সিজদা কর। এমন কি সেই লোকে বুঝে নিয়েছে সম্মানের সেজদা নাকি মানুষকে দেওয়া যায়। এর সম্পর্কে যদি আমাকে কিছু বলতেন। 

উত্তর: ওয়া আলাইকুম আস সালাম। আসলে আল্লাহকে সিজদা বলতে যে রূপটি বুঝায়, আল্লাহর শরীয়তে আল্লাহ ছাড়া আর কাউকেই তা করা কোনোদিনই জায়েজ ছিলনা। এটা সবসময়ই আল্লাহর জন্য খাস। কিছু বর্ণনা মতে, পাওয়া যায় সম্মানের সিজদা পূর্বে জায়েজ ছিল। যদি তর্কের খাতিরেও ধরে নিই পূর্বে জায়েজ ছিল, কিন্তু এখন তো জায়েজ নাই। আর সম্মানের সিজদাও বর্তমানেতো নাজায়েজই, বরং, পূর্বে জায়েজ ছিল এমন মতও অনেক আলেম অস্বীকার করেছেন। এখন আদম আ: কে ফিরিশাতাদেরকে যে সিজদা দিতে বলা হয়েছিল, তার প্রকৃত সিজদার স্বরূপটি কি ছিল আমরা জানিনা। তাছাড়া সিজদা শব্দের অর্থের মধ্যেও ভিন্নতা রয়েছে। যেমন আকাশ ও পৃথিবীর সিজদা, মানুষের সিজদা থেকে ভিন্ন। সুতরাং, আল্লাহর জন্য মানুষের যে সিজদা, তা প্রকৃতপক্ষে মহান আল্লাহর জন্য খাস, তা আর কারো জন্য নয়।

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...