প্রশ্ন: ২৩১ : নামাজে মনযোগ রাখার উপায়।


হাশরের ময়দানে একটি সিজদা করার আদেশ করা হবে। যারা নামাজ পড়তো তারা সিজদা করতে সক্ষম হবে, এবং যারা নামাজ পড়তো না তারা সিজদা করতে পারবেনা। মনে করবেন, আল্লাহর আদেশে হাশরের ময়দানে দাড়িয়ে নামাজ আদায় করছেন। হাশরের ময়দানের একপাশে জাহান্নাম আছে, একপাশে জান্নাত আছে। একটু পরেই হিসাব নিকাশ হবে। এই কথাগুলো অনুভবে রাখলে ইনশাআল্লাহ নামাজে মনযোগ থাকবে।

এ ছাড়াও :

(১) নামাজে যা কিছু পড়ছেন তার বাংলা অর্থ শিখে নেবেন। আরবীতে পড়ার সময় বাংলা অর্থের দিকে খেয়াল করবেন।

(২) মনে করবেন এটাই আপনার শেষ নামাজ ।

(৩) খেয়াল রাখবেন আপনি আল্লাহর সামনে আছেন এবং আল্লাহ আপনাকে দেখছেন। আপনি আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিচ্ছেন। আল্লাহর সামনে দাড়িয়ে আছেন।

(৪) নিজের কবরের কথা খেয়াল করবেন।

(৫) নিজের মৃত্যুর কথা স্মরণ করবেন।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...