প্রশ্ন: ৩০৪ : মিলাদ কি জায়েজ ?

শরীয়তের আদেশ নিষেধ সাহাবায়ে আজমাঈনগণের মাধ্যমেই আমাদের নিকট পৌছেছে। তারা রাসুল সা: কে আমাদের চাইতেও বেশী ভালোবেসেছেন। সুতরাং, রাসুল সা: এর মৃত্যুর পর সাহবায়ে আজমাঈনগণ কি মিলাদ পড়েছেন ? যদি মিলাদ জায়েজই হতো তাহলে সাহাবায়ে আজমাঈন গণ সবচাইতে বেশী মিলাদ পড়তেন এবং হাদীসের অধ্যয়গুলোতে মিলাদ নামে আলাদা অধ্যায় থাকতো। সুতরাং, মিলাদ জায়েজ নয়, বরং এটি একটি বিদআত কর্ম, কারণ এটি জরুরী নেক কাজ মনে করে করা হয়।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...