1হে ঈশ্বর, রাজাকে দান কর তোমার বিচারবুদ্ধি,
প্রদান কর রাজপুত্রকে তোমার ন্যায়পরতা।
2তিনি ধর্মতঃ বিচার করুন তোমার প্রজাদের,
বিচার করুন ন্যায়পরতায় দীনদুঃখীদের।
3দেশ প্রজাদের জন্য উৎপাদন করুক সমৃদ্ধি,
রাজ্যে প্রতিষ্ঠিত হোক ন্যায় ধর্ম।
4দীনদুঃখী প্রজাদের পক্ষে তিনি করুন ন্যায় বিচার,
দরিদ্রদের করুন উদ্ধার অত্যাচারীদের চূর্ণ করুন।
5চন্দ্র সূর্যের মত দীর্ঘায়ু হোন তিনি
বিরাজ করুন তিনি যুগ যুগান্ত ধরে।
6তিনি হোন বর্ষাধারার মতশস্য ক্ষেত্রের উপর যা হয় বর্ষিত,
যার ধারাবর্ষণে ধরণী হয় সিঞ্চিতা।
7তাঁর রাজত্বকালে ন্যায় ধর্মের হোক সম্যক বিস্তার,
চন্দ্রের অস্তিত্ব যতদিন ততদিন বিরাজ করুক দেশে সমৃদ্ধি ও অপার শান্তি।
8এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্যন্ত,
ইউফ্রেটিস নদীতীর থেকে পৃথিবীর প্রান্ত অবধি বিস্তৃত হোক তাঁর অধিকার।
9বৈরী জাতিসমূহ নতি স্বীকার করুক
তাঁর কাছে তাঁর শত্রুরা লেহন করুক ধূলি।
10তার্শিশ ও দ্বীপপুঞ্জের নৃপতিরা তাঁকে প্রদান করুক উপহার সামগ্রী,
শিবা ও সােবার রাজারা আনুক রাজস্ব।
11নৃপতিবৃন্দ সকলেই তাঁর কাছে করুক প্রণিপাত,
সকল জাতিই স্বীকার করুক তাঁর বশ্যতা।
12কারণ তিনি শরণাগত অসহায়কে,
দীন দুঃখী ও বঞ্চিতকে করেন উদ্ধার।
13দরিদ্র ও অভাবগ্রস্তের প্রতি তিনি দয়াপরবশ,
রক্ষা করেন তিনি দুর্বলের প্রাণ।
14উৎপীড়ন ও দৌরাত্ম্যের কবল থেকে
তিনি তাদের করেন উদ্ধার, তাদের জীবন তাঁর দৃষ্টিতে মূল্যবান।
15দীর্ঘজীবী হোন রাজা,
তাঁকে উপঢৌকন দেওয়া হোক শিবাদেশের সুবর্ণ,
তাঁর জন্য নিরন্তর নিবেদিত হোক প্রার্থনা,
ঈশ্বরের আশিস বর্ষিত হোক তাঁর উপর চিরদিন।
16দেশে হোক শস্যের প্রাচুর্য, গিরিশিখর সমূহে আন্দোলিত হোক শস্যগুচ্ছ,
ফলগুলি হোক লেবাননের ফলের মত উৎকৃষ্ট,
মাঠের তৃণদলের মত অপর্যাপ্ত হোক শস্য ভাণ্ডার।
17তাঁর খ্যাতি হোক চিরস্থায়ী,
সূর্য যতদিন থাকবে ততদিন স্থায়ী হোক তাঁর সুনাম।
তাঁর মাধ্যমেই লোকে হবে আশিসপ্রাপ্ত
সকল জাতিই করুক তাঁর প্রশস্তি।
18ধন্য প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর,
একমাত্র তিনিই মহৎ কর্ম সাধনে সক্ষম।
19চিরধন্য হোক তাঁর গৌরবান্বিত নাম,
তাঁর মহিমায় পরিপূর্ণ হোক এ পৃথিবী,
আমেন, আমেন।
20যিশয়ের পুত্র দাউদের স্তোত্রমালা সমাপ্ত।