1যীশুও চলে গেলেন অলিভ পাহাড়ের দিকে। পরের দিন সকালবেলায় যীশু আবারল মন্দিরে এলেন।লুক 21:37। 2লোকেরা তাঁর চারিদিকে এসে জড়ো হল। যীশু এক জায়গায় বসে তাদের উপদেশ দিতে লাগলেন।
3এমন সময় শাস্ত্রবিদ এবং ফরিশীরা ব্যভিচারের দায়ে অভিযুক্ত এক নারীকে সেখানে নিয়ে এলেন। 4সবার মাঝখানে তাকে দাঁড় করিয়ে যীশুকে বললেন, গুরুদেব, এই নারী ব্যভিচারে রত অবস্থায় ধরা পড়েছে।
5মোশির অনুশাসনে এই ধরণের নারীদের প্রস্তরাঘাতে বধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আপনি এ সম্বন্ধে কি বলেন?লেবীয় 20:10; দ্বি.বি. 22:22-24
6যীশুর বিরুদ্ধে একটা অভিযোগ খাড়া করার উদ্দেশ্যে তাঁরা যীশুকে এই প্রশ্ন করেছিলেন। যীশু হেঁট হয়ে আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন।মথি 22:15।
7তাঁরা
কিন্তু সমানে তাঁকে প্রশ্ন করে চললেন। যীশু তখন মাথা তুলে তাঁদের বললেন,
তোমাদের মধ্যে যে কোন পাপ করে নি সে-ই প্রথমে একে পাথর মারুক।দ্বি.বি. 17:7; রোমীয় 2:22। 8তিনি আবার হেঁট হয়ে মাটিতে লিখতে লাগলেন। 9তাঁর এই কথা শুনে সবাই একে একে সরে পড়ল। প্রবীণ নেতারাই গেলেন আগে। সেখানে বসে রইলেন একা যীশু আর তাঁর সামনে দাঁড়িয়ে রইল সেই নারী। 10যীশু মাথা তুলে তাকে জিজ্ঞাসা করলেন, ওরা কোথায়? কেউ তোমায় শাস্তি দেয় নি?
11সে বলল, কেউ না, প্রভু। যীশু বললেন, আমিও তোমাকে শাস্তি দেব না। যাও, আর কখনও পাপ করো না।8:11 এই
অংশটি অপেক্ষাকৃত পুরাতন পাণ্ডুলিপিগুলিতে বিভিন্ন স্থানে সংযোজিত হয়েছে।
কোন কোন পাণ্ডুলিপিতে লুক 21:38 পদের পরে এবং কতকগুলি পাণ্ডুলিপিতে
যোহন 7:52 পদের পরে অথবা 7:36 পদের পর অথবা 21:24 পদের পর পাওয়া যায়। ]যোহন 5:4।
No comments:
Post a Comment