লেবীয় পুস্তক 19

 
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2তুমি সমগ্র ইসরায়েলী জনমণ্ডলীকে বল, তোমরা পবিত্র হও, কেননা আমি প্রভু পরমেশ্বর তোমাদের পবিত্র ঈশ্বর।লেবীয় 11:44-45; ১ পিতর 1:16 3তোমরা প্রত্যেকে নিজ নিজ মাতা ও পিতাকে সম্মান করবে এবং আমার নিরূপিত বিশ্রাম দিবস পালন করবে। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।যাত্রা 20:8,12; দ্বি.বি. 24:19-22 4তোমরা কোন অলীক প্রতিমার আরাধনা করবে না কিম্বা নিজেরাও আরাধনার জন্য ছাঁচে ঢালাই করে কোন মূর্তি তৈরী করবে না। কারণ আমি প্রভু পরমেশ্বরই তোমাদের আরাধ্য ঈশ্বর।লেবীয় 26:1; যাত্রা 20:23; 34:17; দ্বি.বি. 27:15
5প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যখন স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করবে, তখন এমন ভাবে করবে যেন তা গ্রাহ্য হয়। 6যে দিন বলি উৎসর্গ করবে সেই দিন এবং তার পরের দিন পর্যন্ত সেই বলির মাংস ভোজন করা চলবে। কিন্তু তৃতীয় দিনে যা অবশিষ্ট থাকবে তা সবই আগুনে পুড়িয়ে ফেলতে হবে। 7তৃতীয় দিনে যদি কেউ তার কিছু ভোজন করে তাহলে তা হবে গর্হিত কর্ম, সেই বলি অগ্রাহ্য হবে 8এবং ভোক্তা তার কৃত অপরাধের জন্য দায়ী হবে, কারণ সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত পবিত্র বস্তু অশুচি করেছে। সেই ব্যক্তি সমাজচ্যুত হবে।
 
9তোমরা যখন নিজেদের ক্ষেতের ফসল সংগ্রহ করবে, তখন ক্ষেতের সীমানার শস্য নিঃশেষে কেটে নিও না, কিম্বা ক্ষেতে পড়ে থাকা শস্য কুড়িও না।লেবীয় 23:22; দ্বি.বি. 24:19-22 10তোমাদের দ্রাক্ষাকুঞ্জের ফল নিঃশেষে সংগ্রহ করবে না বা ঝরে পড়া আঙুর কুড়াবে না। গরীব ও প্রবাসীদের জন্য তা ছেড়ে দেবে। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর। 11তোমরা চুরি করবে না, প্রতিবেশীকে প্রতারণা করবে না কিম্বা মিথ্যা কথা বলবে না।যাত্রা 20:15-16; দ্বি.বি. 5:19-20 12আমার নামে মিথ্যা শপথ করে তোমরা তোমাদের ঈশ্বরের নাম কলঙ্কিত করবে না। আমি প্রভু পরমেশ্বর।যাত্রা 20:7; দ্বি.বি. 5:11; মথি 5:33 13প্রতিবেশীর উপর তোমরা অত্যাচার করবে না, তার কোন জিনিষ লুঠ করবে না। দিনমজুরের মজুরী তোমরা পরের দিন পর্যন্ত আটকে রাখবে না।দ্বি.বি. 24:14-15 14তোমরা বধিরকে উপহাস করো না এবং অন্ধের চলার পথে প্রতিবন্ধক সৃষ্টি করো না। তোমাদের ঈশ্বরকে তোমরা সম্ভ্রম করব। আমিই প্রভু পরমেশ্বর।দ্বি.বি. 27:18 15তোমরা অন্যায় বিচার করবে না। গরীবদের প্রতি পক্ষপাতিত্ব কিম্বা ধনীকে সমীহ- কোনটাই তোমরা করবে না। ন্যায়নিষ্ঠ হয়ে তোমরা প্রতিবেশীর বিচার নিষ্পন্ন করবে।যাত্রা 23:6-8; দ্বি.বি. 16:19 16তোমরা আত্মীয় স্বজনের সম্পর্কে কুৎসা রটনা করবে না এবং তোমাদের প্রতিবেশীর জীবনহানিকর কোন প্রচেষ্টায় লিপ্ত হবে না। আমি প্রভু পরমেশ্বর।
 
 
17তোমরা নিজের ভাইয়ের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবে না। তোমাদের প্রতিবেশীর কৃত অন্যায়ের জন্য তোমরা অবশ্যই তাদের র্ভৎসনা করবে। তা না হলে তোমরা তাদের পাপের ভাগী হবে।মথি 18:15 18তোমরা স্বজাতীয় লোকের বিরুদ্ধে বিদ্বেষ ও প্রতিহিংসার মনোভাব পোষণ করবে না। তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতই ভালবাসবে। আমি প্রভু পরমেশ্বর।মথি 5:43; 19:19; 22:39; মার্ক 12:31; লুক 10:27; রোমীয় 13:9; গালা 5:14; যাকোব 2:8 19তোমরা আমার সমস্ত বিধি পালন করবে। তোমরা ভিন্ন জাতের পশুদের সংসর্গ করতে দেবে না। একই ক্ষেত্রে তোমরা দুই রকমের বীজ বুনবে না। দুই রকমের সুতোয় বোনা কাপড় তোমরা পরবে না।দ্বি.বি. 22:9-11
 
20অন্য লোকের বাগদত্তা কোন ক্রীতদাসী, মুক্তিপণের বিনিময়ে যাকে মুক্ত করা হয় নি কিম্বা যাকে মুক্তি দেওয়া হয় নি, তার সঙ্গে কোন ব্যক্তি যদি সহবাস করে তাহলে সে বিষয়ে তদন্ত করতে হবে। তাদের প্রাণদণ্ড হবে না কারণ সেই নারীর মুক্তি অর্জিত হয় নি। 21অভিযুক্ত ব্যক্তি প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রায়শ্চিত্ত বলি স্বরূপ একটি মেষ সম্মিলন শিবিরের দ্বারে আনবে। 22পুরোহিত প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সেই প্রায়শ্চিত্ত বলির মেষ দ্বারা তার পাপের প্রায়শ্চিত্ত করবে, তাহলে তার পাপ ক্ষমা করা হবে।
 
 
23তোমরা প্রতিশ্রুত দেশে গিয়ে যখন বিভিন্ন রকমের ফলের গাছ রোপণ করবে, তখন সেই সব গাছের ফল তোমরা নিষিদ্ধ বলে গণ্য করবে। তিনবছর সেই সব গাছের ফল তোমাদের পক্ষে নিষিদ্ধ থাকবে, তোমরা তা খাবে না। 24চতুর্থ বছরে সমস্ত ফল প্রভু পরমেশ্বরের গৌরবের জন্য পবিত্র নৈবেদ্যরূপে গণ্য হবে। 25পঞ্চম বছরে তোমরা সেই সব গাছের ফল খাবে এবং তখন তোমাদের জন্য প্রচুর ফল উৎপন্ন হবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।
26তোমরা রক্তসমেত মাংস খাবে না। তোমরা ডাকিনীবিদ্যা কিম্বা শাকুনবিদ্যার চর্চা করবে না।আদি 9:4; লেবীয় 7:26-27; 17:10-14; দ্বি.বি. 12:16,23; 15:23; 18:10 27তোমরা মাথার চারপাশের চুল কামাবে না বা দাড়ির অগ্রভাগ ছাঁটবে না।লেবীয় 2:5; দ্বি.বি. 14:1 28মৃতব্যক্তির উদ্দেশে শোক প্রকাশের জন্য তোমরা দেহের কোন অংশ ক্ষতবিক্ষত করবে না কিম্বা শরীরে উল্কি ধারণ করবে না। আমি প্রভু পরমেশ্বর।
29তোমরা তোমাদের কন্যাদের বেশ্যাবৃত্তিতে নিয়োগ করে তাদের অশুচি করবে না, তাহলে দেশ ব্যভিচার ও দুষ্কর্মে পরিপূর্ণ হবে।দ্বি.বি. 23:17 30তোমরা আমার নিরূপিত বিশ্রাম দিবস পালন করবে এবং আমার পীঠস্থানের মর্যাদা রক্ষা করবে। আমি প্রভু পরমেশ্বর।লেবীয় 26:2 31তোমার ভূতের ওঝা বা গুণিনদের কাছে যাবে না, তাদের খোঁজ করবে না, তাহলে তোমরা তাদের দ্বারা অশুচি হবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।দ্বি.বি. 18:19; ১ শমু 28:3; ২ রাজা 20:4; যিশা 8:19 32তোমরা পক্ককেশ বৃদ্ধের সম্মুখে উঠে দাঁড়াবে, বয়স্ক লোককে সম্মান প্রদর্শন করবে এবং আপন ঈশ্বরকে সম্ভ্রম করবে। আমি প্রভু পরমেশ্বর। 33কোন বিদেশী লোক তোমাদের দেশে বাস করলে তার উপর তোমরা উপদ্রব করবে না। 34সেই বিদেশী তোমাদের কাছে স্বজাতীয়ের মতই হবে। তোমরা তাকে নিজের মতই ভালবাসবে, কারণ তোমরাও এককালে মিশরে প্রবাসী ছিলে। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।যাত্রা 22:21; দ্বি.বি. 24:17-18; 27:19 35তোমরা বিচার করার সময় কিম্বা কোন জিনিষ মাপ বা ওজন করার সময় অন্যায় করবে না।দ্বি.বি. 25:13-16; হিতো 20:10; যিহি 45:10 36তোমরা সঠিক দাঁড়িপাল্লা, বাটখারা, এফা ও হিন রাখবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছি। 37তোমরা আমার সমস্ত বিধি ও অনুশাসন পালন করবে। আমি প্রভু পরমেশ্বর।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...