Israel - Wrestler with GOD

এই পৃথিবীতে ইহুদীরা একটি অদ্ভুত জাতি যারা জেনে বুঝেও আল্লাহর মোকাবিলা করে আসছে। তারা আল্লাহর রসূলদেরকে আল্লাহর রসূল জেনেও হত্যা করেছে এবং অহংকারে বুক ঠুকে বলেছে, আমরা আল্লাহ রসূলকে হত্যা করেছি। এ জাতির লোকগাঁথায় রয়েছে যে “তাদের পূর্বপূরুষ হযরত ইয়া’কূবের (আ) সাথে আল্লাহ‌ তা’আলার সারা রাত ধরে কুস্তি হয়েছে এবং ভোর পর্যন্ত লড়াই করেও আল্লাহ‌ তা’আলা তাকে পরাস্ত করতে পারেনি। অতঃপর ভোর হয়ে গেলে আল্লাহ‌ তা’আলা তাকে বললেনঃ এখন আমাকে যেতে দাও। এতে ইয়া’কূব (আ) বললেনঃ যতক্ষণ না তুমি আমাকে বরকত দেবে ততক্ষণ আমি তোমাকে যেতে দেব না। আল্লাহ‌ তা’আলা তাকে জিজ্ঞেস করলেনঃ তোমার নাম কি? তিনি বললেনঃ ইয়া’কূব। আল্লাহ‌ তা’আলা বললেনঃ ভবিষ্যতে তোমার নাম ইয়া’কূব হবে না বরং ‘ইসরাঈল’ হবে। কেননা তুমি খোদা ও মানুষের সাথে শক্তি পরীক্ষা করে বিজয়ী হয়েছো।” দেখুন ইহুদীদের পবিত্র গ্রন্থের (The Holy Scriptures) আধুনিকতম অনুবাদ, প্রকাশক, জুয়িশ পাবলীকেশন সোসাইটি অব আমেরিকা, ১৯৫৪, আদিপুস্তক অধ্যায় ৩২, শ্লোক ২৫ থেকে ২৯। খৃস্টানদের অনুদিত বাইবেলেও এ বিষয়টি একইভাবে বর্ণিত হয়েছে। ইহুদীদের অনুবাদের ফুটনোটে ‘ইসরাঈল ‘শব্দের অর্থ লেখা হয়েছেঃ (He who Striveth with God) অর্থাৎ যিনি খোদার সাথে শক্তি পরীক্ষা করেন  । ইনসাইক্লোপেডিয়া অব বাইবেলিকাল লিটারেচারে খৃস্টান পুরোহিতগণ ইসরাঈল শব্দের ব্যাখ্যায় লিখেছেনঃ (Wreslter with God) “খোদার সাথে কুস্তি লড়নেওয়ালা।” হোশেয় পুস্তকে হযরত ইয়াকূবের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে,”তিনি তাঁর যৌবনে খোদার সাথে কুস্তি লড়েছেন। তিনি ফেরেশতার সাথে কুস্তি করে বিজয়ী হয়েছেন। “(অধ্যায় ১২, শ্লোক ৪) . (after he "wrestled with the angel" (Genesis 32:28 and 35:10).) অতএব একথা স্পস্ট যে, বনী ইসরাঈলরা মহান সেই ইসরাঈলের বংশধর যার সম্পর্কে তাদের বিশ্বাস হলো, তিনি খোদার সাথে শক্তি পরীক্ষা করেছিলেন এবং তাঁর সাথে কুস্তি লড়েছিলেন। তাই খোদার সাথে মোকাবিলা একথা জেনে বুঝেও খোদার বিরুদ্ধে লড়তে প্রস্তুত হওয়া তাদের জন্য এমন কি আর কঠিন কাজ? এ কারণে তাদের নিজেদের স্বীকারোক্তি অনুসারে তারা আল্লাহর নবীদের হত্যা করেছে এবং একই কারণে তাদের নিজেদের স্বীকারোক্তি অনুসারে তারা আল্লাহর নবীদের হত্যা করেছে এবং একই কারণে তাদের নিজেদের ধারণা অনুসারে তারা হযরত ঈসাকে শূলে চড়িয়েছে এবং বুক ঠুকে বলেছেঃ (إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ ) (আমরা আল্লাহর রসূল মাসীহ ‘ঈসা ইবনে মারয়ামকে হত্যা করেছি।)

Genesis 32:28 

כח  וַיֹּאמֶר אֵלָיו, מַה-שְּׁמֶךָ; וַיֹּאמֶר, יַעֲקֹב.28 And he said unto him: 'What is thy name?' And he said: 'Jacob.'
כט  וַיֹּאמֶר, לֹא יַעֲקֹב יֵאָמֵר עוֹד שִׁמְךָ--כִּי, אִם-יִשְׂרָאֵל:  כִּי-שָׂרִיתָ עִם-אֱלֹהִים וְעִם-אֲנָשִׁים, וַתּוּכָל.29 And he said: 'Thy name shall be called no more Jacob, but Israel; for thou hast striven with God and with men, and hast prevailed.

===================================
israel in wikipedia 

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
Israel
Pronunciation/ˈɪzrəl-riəl/
Hebrew: [jisʁaˈʔel]
GenderMale
Origin
Word/nameHebrew
Meaning'God Contended',[1] 'Wrestles with God',[2] 'Triumphant with God'[3]
Other names
Related namesIzzyIsaacRae
Israel is a Biblical given name. The patriarch Jacob was given the name Israel (Hebrewיִשְׂרָאֵל‬, Standard Yisraʾel Tiberian Yiśrāʾēl) after he "wrestled with the angel" (Genesis 32:28 and 35:10). The given name is already attested in Eblaite (𒅖𒊏𒅋, išrail) and Ugaritic (𐎊𐎌𐎗𐎛𐎍, yšrʾil).[4] Commentators differ on the original literal interpretation. The text of Genesis etymologizes the name with the root śarah "to rule, contend, have power, prevail over" [5]שָׂרִיתָ עִם־אֱלֹהִים ‬ (KJV: "a prince hast thou power with God"), but modern suggestions read the el as the subject, for a translation of "El/God rules/judges/struggles",[6] "El fights/struggles".[7]
In Jewish and Christian texts from the Greco-Egyptian area during Second Temple Judaism and beyond the name was understood to mean "a man seeing God" from the ʾyš (man) rʾh (to see) ʾel (God).[8]
Jacob's descendants came to be known as the Israelites, eventually forming the tribes of Israel and ultimately the kingdom of Israel, whence came the name of modern-day State of Israel.
In Israel, the name "Israel Israeli" is sometimes used to mean someone whose name is unknown or unspecified.
Israel was a common name among Chaldeans till recent times. A famous Chaldean author is Bishop Israel Audo, famous for authoring a book about the Chaldean Genocide.
In Nazi Germany, male Jews who did not have "typically Jewish" given names were forced to add "Israel" as of January 1939. This decree was revoked by the Allies in 1945.


====================================

About Jacob in wikipedia :

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
Jacob
Rembrandt - Jacob Wrestling with the Angel - Google Art Project.jpg
Jacob Wrestling with the Angel, by Rembrandt
Information
Children12 sons (Twelve Tribes of Israel)
Dinah (only daughter)
Relatives
Isaac (father)
Rebecca (mother)
Abraham (grandfather)
Sarah (grandmother)
Ishmael (uncle)
Esau (twin brother)
Rachel (cousin, wife)
Leah (cousin, wife)
Jacob (/ˈkəb/HebrewיַעֲקֹבModern About this sound Ya‘aqōv Tiberian Yā‘āqōḇ), later given the name Israel, is regarded as a Patriarchof the Israelites. According to the Book of Genesis, Jacob was the third Hebrew progenitor with whom God made a covenant. He is the son of Isaac and Rebecca, the grandson of AbrahamSarah and Bethuel, the nephew of Ishmael, and the younger twin brother of Esau. Jacob had twelve sons and at least one daughter, by his two wives, Leah and Rachel, and by their handmaidens Bilhah and Zilpah.
Jacob's twelve sons, named in Genesis, were ReubenSimeonLeviJudahDanNaphtaliGadAsherIssacharZebulunJoseph, and Benjamin. His only daughter mentioned in Genesis is Dinah. The twelve sons became the progenitors of the "Tribes of Israel".[1]

Jacob's Dream statue and display on the campus of Abilene Christian University. The artwork is based on Genesis 28:10–22 and graphically represents the scenes alluded to in the hymn "Nearer, My God, to Thee" and the spiritual "We Are Climbing Jacob's Ladder" as well as other musical works.
As a result of a severe drought in Canaan, Jacob and his sons moved to Egypt at the time when his son Joseph was viceroy. After 17 years in Egypt, Jacob died, and the length of Jacob's life was 147 years. Joseph carried Jacob's remains to the land of Canaan, and gave him a stately burial in the same Cave of Machpelah as were buried Abraham, Sarah, Isaac, Rebecca, and Jacob's first wife, Leah.
Jacob is mentioned in a number of sacred scriptures, including the Hebrew Bible, the Talmud, the New Testament, the Quranhadith, and the Book of Mormon.














======================

Wreslter with God



Jacob wrestling with the angel

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search

Gustave DoréJacob Wrestling with the Angel (1855)
Jacob wrestling with the angel is an episode from Genesis (32:22-32; also referenced in Hosea 12:4). The account includes the renaming of Jacob as Israel (etymologized as "contends-with-God"). The "angel" in question is referred to as "man" (אִישׁ) in Genesis, while Hosea references an "angel" (מַלְאָךְ), but the episode is also often referenced as Jacob's "wrestling with God".[1]
In the Genesis narrative, Jacob spent the night alone on a riverside during his journey back to Canaan. He encounters a "man" who proceeds to wrestle with him until daybreak. In the end, Jacob is given the name "Israel" and blessed, while the "man" refuses to give his own name. Jacob then names the place where they wrestled Penuel (פְּנוּאֵל "face of God" or "facing God"[2]).

Biblical text[edit]

The Masoretic text reads as follows:
The same night he arose and took his two wives, his two female servants, and his eleven children, and crossed the ford of the Jabbok. He took them and sent them across the stream, and everything else that he had. And Jacob was left alone. And a man wrestled with him until the breaking of the day. When the man saw that he did not prevail against Jacob, he touched his hip socket, and Jacob's hip was put out of joint as he wrestled with him. Then he said, “Let me go, for the day has broken.” But Jacob said, “I will not let you go unless you bless me.” And he said to him, “What is your name?” And he said, “Jacob.” Then he said, “Your name shall no longer be called Jacob, but Israel, for you have striven with God and with men, and have prevailed.” Then Jacob asked him, “Please tell me your name.” But he said, “Why is it that you ask my name?” And there he blessed him. So Jacob called the name of the place Peniel, saying, “For I have seen God face to face, and yet my life has been delivered.” The sun rose upon him as he passed Penuel, limping because of his hip. Therefore to this day the people of Israel do not eat the sinew of the thigh that is on the hip socket, because he touched the socket of Jacob's hip on the sinew of the thigh.
The account contains several plays on the meaning of Hebrew names — Peniel (or Peniel)Israel — as well as similarity to the root of Jacob's name (which sounds like the Hebrew for "heel") and its compound.[3] The limping of Jacob (Yaʿaqob ), may mirror the name of the river, Jabbok (Yabbok יַבֹּק sounds like "crooked" river), and Nahmanides (Deut. 2:10 of Jeshurun) gives the etymology "one who walks crookedly" for the name Jacob.[4]
The Hebrew text states that it is a "man" (אִישׁ, LXX ἄνθρωπος, Vulgate vir) with whom Jacob wrestles, but later this "man" is identified with God (Elohim) by Jacob.[5] Hosea 12:4 furthermore references an "angel" (malak). Following this, the Targum of Onkelos offers "because I have seen the Angel of the Lord face to face", and the Targum of Palestine gives "because I have seen the Angels of the Lord face to face".[6]

Interpretations[edit]

The identity of Jacob's wrestling opponent is a matter of debate,[7] named variously as a dream figure, a prophetic vision, an angel (such as Michael and Samael), a protective river spirit, Jesus, or God.[8]

Jewish interpretations[edit]

In Hosea 12:4, Jacob's opponent is described as malakh "angel": "Yes, he had power over the angel, and prevailed: he wept, and made supplication to him: he found him in Bethel, and there he spoke with us;". The relative age of the text of Genesis and of Hosea is unclear, as both are part of the Hebrew Bible as redacted in the Second Temple Period, and it has been suggested that malakh may be a late emendation of the text, and would as such represent an early Jewish interpretation of the episode.[9]
Maimonides believed that the incident was "a vision of prophecy",[10] while Rashi believed Jacob wrestled with the guardian angel of Esau (identified as Samael),[11] his elder twin brother.[12] Zvi Kolitz (1993) referred to Jacob "wrestling with God".[13]
As a result of the hip injury Jacob suffered while wrestling, Jews are prohibited from eating the meat tendon attached to the hip socket (sciatic tendon),[14][15][16] as mentioned in the account at Genesis 32:32.[17]

Christian interpretations[edit]

The interpretation that "Jacob wrestled with God" (glossed in the name Isra-'el) is common in Protestant theology, endorsed by both Martin Luther and John Calvin (although Calvin believed the event was "only a vision"),[10] as well as later writers such as Joseph Barker (1854)[18] or Peter L. Berger (2014).[19] Other commentaries treat the expression of Jacob's having seen "God face to face" as referencing the Angel of the Lord as the "Face of God".[20]
The proximity of the terms "man" and "God" in the text in some Christian commentaries has also been taken as suggestive of a ChristophanyJ. Douglas MacMillan (1991) suggests that the angel with whom Jacob wrestles is a "pre-incarnation appearance of Christ in the form of a man."[21]
According to one Christian commentary of the Bible incident described, "Jacob said, 'I saw God face to face'. Jacob's remark does not necessarily mean that the 'man' with whom he wrestled is God. Rather, as with other, similar statements, when one saw the 'angel of the Lord,' it was appropriate to claim to have seen the face of God."[20]

Muslim interpretation[edit]

This story is not mentioned in the Quran, but is discussed in Muslim commentaries.[22][23] The commentaries employ the story in explaining other events in the Hebrew Bible that are discussed in the Quran that have parallels, like Moses being attacked by an angel,[24] and to explain Jewish eating customs.[22][25] Like some Jewish commentators, Islamic commentators described the event as punishment for Jacob failing to give tithes to God but making an offering like a tithe to Esau.[24]

Other views[edit]

In an analysis of Marxist philosopher Ernst Bloch's 1968 book Atheism in Christianity, Roland Boer says that Bloch sees the incident as falling into the category of "myth, or at least legend". Boer calls this an example of "a bloodthirsty, vengeful God ... outdone by cunning human beings keen to avoid his fury".[26]
The wrestling incident on the bank of a stream has been compared to the Greek mythology stories of Achilles' duel with the river god Scamander[27] and with Menelaus wrestling with the sea-god Proteus.[28] It is also claimed the wrestling incident, along with other Old Testament stories of the Jewish Patriarchs, is based on Akhenaten-linked Egyptian mythology, where Jacob is Osiris/Wizzer, Esau is Set, and the wrestling match is the struggle between them.[29]
According to popular author Rosemary Ellen Guiley, "This dramatic scene has spurred much commentary from Judaic, Catholic, and Protestant theologians, biblical scholars, and literary critics. Does Jacob wrestle with God or with an angel?...There is no definitive answer, but the story has been rationalized, romanticized, treated as myth, and treated symbolically."[30]

In arts[edit]

Visual arts[edit]

One of the oldest visual depictions is in the illustrated manuscript the Vienna Genesis.[31] Many artists have depicted the scene. In sculpture Jacob Wrestling with the Angel is the subject of a 1940 sculpture by Sir Jacob Epstein on display at the Tate Britain.[32] Paintings include:

আদি পুস্তক ১৯: ৯-১১

1সেদিনই সন্ধ্যাবেলায় সেই দুইজন স্বর্গদূত সদোমে এসে পৌঁছালেন। লোট সেই সময়ে নগরদ্বারে বসে ছিলেন। তাঁদের দেখে লোট উঠে এগিয়ে গেলেন ও মাটিতে প্রণিপাত করে বললেন, 2প্রভু, অনুগ্রহ করে আপনাদের এই দাসের গৃহে পদার্পণ করে রাত্রি যাপন করুন ও পদপ্রক্ষালন করুন, আগামীকাল ভোরে উঠে আপনাদের গন্তব্য পথে যাত্রা করবেন। তাঁরা বললেন, না, আমরা নগরচত্বরে রাত্রি যাপন করব। 3কিন্তু লোট খুব অনুনয় বিনয় করায় তাঁরা তাঁর সঙ্গে গেলেন ও তাঁর বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন। লোট খামির ছাড়াই রুটি তৈরী করে তাঁদের জন্য ভোজের আয়োজন করলেন এবং তাঁরা সেই খাদ্য গ্রহণ করলেন। 4কিন্তু তাঁরা শয্যাগ্রহণ করার আগেই সদোম নগরের আবালবৃদ্ধ জনতা এসে লোটের বাড়ি ঘেরাও করল। 5তারা লোটকে ডেকে বলল, তোমার বাড়িতে আজ রাতে যে দুজন লোক এসেছে তারা কোথায়? তাদের বের করে আমাদের কাছে নিয়ে এস, আমরা তাদের সম্ভোগ করব। 6লোট দরজার বাইরে এসে জনতার সামনে দাঁড়ালেন এবং তাঁর পিছনে দরজা বন্ধ করে দিয়ে তাদের বললেন, 7ভাইসব, আমার অনুরোধ তোমরা এই দুষ্কর্ম করো না। 8দেখ, আমার দুটি মেয়ে আছে, তারা কোনদিন পুরুষ সংসর্গ করে নি, তাদের নিয়ে তোমরা যা খুশী কর, কিন্তু এই দুই ব্যক্তির প্রতি তোমরা কিছু করো না, কারণ তাঁরা আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করেছেন। 9কিন্তু তারা বলল সরে দাঁড়া। এ লোকটা এখানে প্রবাসী হয়েও আমাদের উপর মোড়লী করতে চায়! দাঁড়া, ওদের চেয়ে তোর দুদর্শা আমরা আর‍ও বেশী করব। এই বলে তারা লোটের উপর চড়াও হয়ে দরজা ভেঙ্গে ফেলার উপক্রম করল। 10তখন সেই দুই ব্যক্তি হাত বাড়িয়ে লোটকে বাড়ির ভিতরে টেনে এনে দরজা বন্ধ করে দিলেন। 11আর দরজার বাইরে ছোট বড় যত লোক ছিল তাদের সকলের দৃষ্টিশক্তি তাঁরা লোপ করে দিলেন। ফলে সেই লোকগুলি দরজা খুঁজে খুঁজে হয়রান হয়ে পড়ল।
12তখন সেই দুই ব্যক্তি লোটকে বললেন, এখানে তোমার আর কেউ আছে কি? তোমার জামাতা, পুত্র, কন্যা বা আর কোন আত্মীয় যদি এই নগরে থাকে তবে তাদের সবাইকে এখান থেকে বার করে নিয়ে যাও। 13কেননা আমরা এই নগর ধ্বংস করব। প্রভু পরমেশ্বরের কাছে এই লোকদের বিরুদ্ধে বিক্ষোভ অত্যন্ত প্রবল হয়ে উঠেছে, তাই প্রভু পরমেশ্বর এই নগর ধ্বংস করার জন্য আমাদের পাঠিয়েছেন। 14লোট তখন বাইরে গিয়ে যাদের সঙ্গে তাঁর মেয়েদের বিবাহ স্থির হয়েছিল, সেই ভাবী জামাতাদের বললেন, তোমরা এই জায়গা ছেড়ে পালিয়ে যাও কারণ প্রভু পরমেশ্বর এই নগর ধ্বংস করতে উদ্যত হয়েছেন। কিন্তু তাঁর জামাতারা তাঁর কথা ঠাট্টা বলে মনে করল। 15পরে ভোর হলে, স্বর্গদূতেরা লোটকে তাড়া দিয়ে বললেন, ওঠ, তোমার স্ত্রী ও যে কন্যা দুটি এখানে আছে তাদের নিয়ে চলে যাও, তা না হলে এই নগরের অপরাধের দরুণ তোমরাও বিনষ্ট হবে। কিন্তু লোট ইতস্ততঃ করতে লাগলেন। 16প্রভু পরমেশ্বর তাঁর প্রতি দয়াপরবশ হওয়ার জন্য সেই ব্যক্তিরা তখন তাঁর এবং তাঁর স্ত্রী ও কন্যা দুটির হাত ধরে নগরের বাইরে নিয়ে গেলেন।17তাঁদের বাইরে নিয়ে এসে স্বর্গদূতদের একজন লোটকে বললেন, প্রাণ বাঁচাতে চাও তো পালাও, পিছনে তাকিও না কিম্বা এই উপত্যকার কোথাও দাঁড়িও না। পাহাড় অঞ্চলে পালিয়ে যাও, তা না হলে ধ্বংস হয়ে যাবে। 18লোট বললেন, হে প্রভু এমন যেন না হয়। 19দেখুন, আপনাদের এ দাসের প্রতি আপনারা অনুগ্রহ করেছেন, আমার প্রাণ রক্ষা করে আপনারা আমার প্রতি মহা অনুগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আমি পাহাড় অঞ্চলে পালিয়ে যেতে পারব না, কারণ তার আগেই হয়তো বিপদ এসে পড়বে আর আমি মারা পড়ব। 20তার চেয়ে কাছের ঐ ছোট নগরটি দেখুন, ওখানে পালিয়ে যাওয়া সহজ। আপনারা আমাকে ওখানে যাওয়ার অনুমতি দিন, তাহলে আমি প্রাণে বাঁচব। 21এই নগরটি সত্যিই ছোট। তিনি বললেন, দেখ, এই বিষয়েও তোমার প্রতি আমরা অনুগ্রহ প্রদর্শন করলাম, যে নগরের কথা তুমি বললে, সেটি ধ্বংস করব না। 22তুমি সেখানে তাড়াতাড়ি পালিয়ে যাও, কারণ তুমি সেখানে না পৌঁছানো পর্যন্ত কিছু করতে পারছি না। এই জন্য সেই নগরের নাম হল সোয়ার (ছোট)।
23-24সূযোর্দয়ের পর লোট সোয়ারে প্রবেশ করলেন, আর প্রভু পরমেশ্বর তখনই আকাশ থেকে সদোম ও ঘমোরার উপর গন্ধক ও অগ্নি বর্ষণ করে সেই নগর দুটি, 25সমগ্র উপত্যকা ও নগরের অধিবাসী সমস্ত লোক এবং ভূমিজাত সমস্ত বস্তু ধ্বংস করলেন। 26লোটের পিছনে যেতে যেতে তাঁর স্ত্রী পিছন দিকে ফিরে তাকাল আর সঙ্গে সঙ্গে সে লবণের স্তূপে পরিণত হয়ে গেল।
27অব্রাহাম ভোরে উঠে আগের দিন যেখানে তিনি প্রভু পরমেশ্বরের পরিচর্যা করেছিলেন সেখানে গেলেন এবং সদোম, 28ঘমোরা ও সেই উপত্যকার চারিদিকে তাকিয়ে দেখলেন সেই অঞ্চল থেকে চুল্লীর ধোঁয়ার মত ধোঁয়া উঠছে। 29সেই উপত্যকার সমস্ত নগর ধ্বংস করার সময়, বিশেষ করে লোট যে নগরগুলিতে বাস করেছিলেন সেগুলি ধ্বংস করার সময় ঈশ্বর অব্রাহামের কথা স্মরণ করে লোটকে ধ্বংসের কবল থেকে নিষ্কৃতি দিলেন।

মার্ক, অধ্যায়, ৪, শ্লোক, ২৬ থেকে ৩২, মথি লিখিত সুসমাচারের ১৩ অধ্যায়ের ৩১ ও ৩২ শ্লোক

26যীশু বললেন, ঈশ্বরের রাজ্য হল এইরকম: একটি লোক জমিতে গিয়ে বীজ বুনে এল। 27তারপর কিছুদিন ঘুমিয়ে কাটিয়ে দিল। ওদিকে বীজ অঙ্কুরিত হয়ে বেড়ে উঠল। কি করে যে এটা হল লোকটি সে সম্বন্ধে কিছুই জানল না। 28মাটি নিজে থেকেই ফসল ফলায়। প্রথমে অঙ্কুর, তারপর শীষ, তারপরে সেই শীষ পরিণত হয় শস্যে। 29ফসল পেকে গেলে লোকটি তখন কাস্তে লাগায়, কারণ ফসল কাটার সময় হয়ে গেছে।
30যীশু বললেন, কিসের সঙ্গে ঈশ্বরের রাজ্যের তুলনা দেব? কোন উপমা দিয়ে বোঝাব? 31এ হল সরষে দানার মত। বুনবার আগে পর্যন্ত এটি থাকে পৃথিবীর সমস্ত বীজের চেয়ে ছোট। 32বীজ বোনার পর যে গাছ হয় তা যে কোন গাছের চেয়ে বড় হয়। তার বড় বড় ডালপালা হয়, সেই ডালে পাখিরা এসে বাসা বাঁধে।
33লোকদের বোঝার ক্ষমতা অনুসারে যীশু এইভাবে অনেক উপমা দিয়ে বাণী প্রচার করতেন। 34উপমা ছাড়া তিনি তাদের কিছু বলতেন না কিন্তু পরে একান্তে তিনি নিজের শিষ্যদের সব ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন।
প্রাকৃতিক শক্তির উপর যীশুর কর্তৃত্ব
(মথি 8:12,23-27লুক 8:22-25)
35সেই দিনই সন্ধ্যেবেলায় যীশু তাঁর শিষ্যদের বললেন, চল আমরা সাগরের ওপারে যাই। 36তাঁরা লোকদের কাছ থেকে চলে এলেন। যীশু নৌকায় যেমন ছিলেন তেমনিই থাকলেন, তাঁরা সেই নৌকায় উঠে যীশুকে নিয়ে চলে গেলেন। তাঁদের সঙ্গে আরও কয়েকটা নৌকা ছিল। 37তারপর হ্রদে উঠল প্রচণ্ড ঝড়। ঢেউ আছড়ে পড়তে লাগল নৌকার উপরে, নৌকায় জল উঠতে লাগল। 38যীশু নৌকার পিছন দিকে বালিশে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। শিষ্যেরা তাঁকে জাগিয়ে বললেন, গুরুদেব, আমরা যে মরতে চলেছি, আপনি কি কিছু করবেন না? 39যীশু উঠে ঝড়কে ধমক দিলেন, থাম! সাগরকে বললেন, শান্ত হও। ঝড় থেমে গেল, সাগরে নেমে এল প্রশান্তি। 40তিনি তাঁদের বললেন, তোমরা এত ভয় পেলে কেন? এখনও কি তোমাদের বিশ্বাস জন্মাল না? 41এতে তাঁরা আরও ভীত হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, কে ইনি? ঝড় আর সাগর পর্যন্ত এঁর আদেশ পালন করে?


সরিষা বীজ ও খামিরের উপমা
(মার্ক 4:30-32লুক 13:18-20)
31তিনি তাদের আর একটি উপমা দিলেন, স্বর্গরাজ্য এমন একটি সরিষা বীজের মত, যা একজন লোক তার জমিতে বুনল। 32এই বীজটি অন্য সকল বীজের চেয়ে ছোট, কিন্তু যখন বেড়ে ওঠে তখন অন্য সব গাছকে ছাড়িয়ে যায়। এ তখন বৃক্ষে পরিণত হয়, আর পাখিরা এসে এর ডালে বাসা বাঁধে।
33তিনি তাদের আর একটি উপমা দিলেন, স্বর্গরাজ্য খামিরের মত, একজন স্ত্রীলোক যা নিয়ে তিন মণ ময়দার মধ্যে রাখল, পরে সমস্তটাই গেঁজে উঠল।
উপমার প্রয়োজনীয়তা
(মার্ক 4:33-34)
34উপমার মাধ্যমে যীশু এ সমস্ত কথা জনতাকে বললেন। উপমা ছাড়া তিনি তাদের কিছুই বলতেন না। 35যাতে নবী যিশাইয়ের এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়: উপমাচ্ছলেই আমি কথা বলব, সৃষ্টির প্রারম্ভ থেকে যা গুপ্ত রয়েছে তা ব্যক্ত করব।
শ্যামাঘাসের উপমার ব্যাখ্যা
36তারপর যীশু জনতার কাছ থেকে ফিরে এলেন বাড়িতে। তাঁর শিষ্যেরা তাঁর কাছে এসে বললেন, মাঠে ছড়িয়ে দেওয়া শ্যামাঘাসের উপমাটা আমাদের বুঝিয়ে বলুন।
37তিনি তাঁদের বললেন, ভাল বীজ যিনি বোনেন তিনি হলেন মানবপুত্র, 38আর জমিটা হল এই জগৎ। স্বর্গরাজ্যের সন্তানেরা হচ্ছে ভাল বীজ, আর শ্যামাঘাস হল শয়তানের সাঙ্গপাঙ্গ, 39এবং যে শত্রু ঐ বীজ বুনেছিল সে হল স্বয়ং শয়তান। ফসল কাটার সময়টি জগতের অন্তিমকাল এবং স্বর্গদূতেরা হলেন শস্য সংগ্রহকারী। 40যে ভাবে শ্যামাঘাস তুলে নিয়ে আগুনে পোড়ানো হয়, জগতের অন্তিমকালে তা-ই করা হবে। 41মানবপুত্র তাঁর দূতদের পাঠাবেন। তাঁরা তাঁর রাজ্য থেকে দুরাচারী ও পাপের প্ররোচনা দেয় এমন সব লোককে আলাদা করে 42অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন। সেখানে তারা অনুশোচনা ও আক্ষেপ করবে। 43ধার্মিকেরা তাদের পিতার রাজ্যে সূর্যের মত দ্বীপ্তিমান হয়ে উঠবে। যার বলে আছে সে শুনুক।

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...