ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের উপায় ।

 প্রশ্ন-বিস্তারিত:

আমি ইসলামিক গবেষক হওয়ার জন্য কি কি করতে পারি,কোথা থেকে শুরু করব, কিভাবে, কোন কোন বই/রেফারেন্স আমার জন্য আপনার সহযোগিতা আশা করছি? বিঃ দ্রঃ আমি স্কুল ও কলেজে পরালেখা করেছি।


উত্তর :

১ ) এই এ্যাপের তাফহীমুল কুরআন অন্তত: দুইবার পুরোটা পড়বেন। এরপর প্রতিদিন নিয়মিত পড়তে থাকবেন।

২) ইসলামী সাহিত্য বিভাগে প্রায় ১৮০ টি বই আছে। এই বইগুলো পড়বেন।

৩) এই এ্যাপে প্রায় ১৮ টি হাদীস গ্রন্থ আছে। হাদীস গুলো নিয়মিত পড়বেন। এবং এক একটি অধ্যায় মনযোগ সহকারে পড়বেন।

৪) তাফহীমুল কুরআন ছাড়াও তাফসীরে মাআরেফুল কুরআন, জিলালিল কুরআন, ইবনে কাছীর এভাবে বেশ কয়েকটি তাফসীর পড়বেন।

৫) ইসলামী সাহিত্যা বিভাগের সীরাত সংক্রান্ত বইগুলো পড়বেন।

৬) আরবী ভাষা ও ব্যকরণ সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন করতে হবে। এ ব্যাপারে অনলাইনে কোর্স পাওয়া যায় সেই কোর্সগুলোতে ভর্তি হয়ে সম্পন্ন করবেন। এছাড়া এই এ্যাপে প্রতিটি কুরআনের শব্দের শব্দার্থ ও গ্রামার দেওয়া আছে। কুরআন হাদীসের শব্দার্থ সম্পর্কেও একটি বিশদ ধারণা নিতে হবে।

৭) এই এ্যাপের বিষয় অভিধান থেকে বিষয়ভিত্তিক আয়াতগুলো নিয়ে এক একটি টপিক্সের উপরে গবেষণামূলক অধ্যয়ন করবেন।

৮) সর্বোপরি একজন ভালো আলেমের সাথে বিভিন্ন বিষয় নিয়ে এবং আপনার অধ্যয়নকৃত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবেন। মতবিনিময় করবেন। একজন ভালো আলেমের সোহবতে থাকবেন।

৯) আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন দল যেমন তাবলীগের ফাজায়েলে আমল, বিভিন্ন পীর সাহেব লিখিত বই পুস্তক, ইসলাম বিরোধী বই পুস্তক, নাস্তিকদের লিখিত বই পুস্তক ইত্যাদি পড়বেন। এবং ইসলামের পক্ষ থেকে অর্থাৎ কুরআন হাদীসের পক্ষ থেকে সেগুলোর জওয়াব হিসেবে আপনার নিজের জানা এবং বিভিন্ন ইসলামী স্কলারদের জওয়াব গুলো নিয়ে গবেষণা করবেন। বর্তমান পৃথিবীতে বিভিন্ন ইসলামী স্কলারদের বক্তব্য শুনবেন, তাদের লিখিত প্রচলিত বইপুস্তুক গুলো পড়বেন। বিভিন্ন ইসলামী প্রশ্নোত্তর সাইট, প্রশ্নোত্তর সেশন ইত্যাদিতে অংশ গ্রহণ করবেন ও পড়বেন।

১০) এই সাথে জরুরী বিষয় হলো: যা কিছু শিখবেন তা আমলের নিয়তে শিখবেন। প্রতিদিন যা শিখবেন, তা নিজের জীবনের বাস্তবায়ন করবেন। - যদিও এই স্টেপ গুলো সম্পন্ন করতে মোটামুটি দীর্ঘদিনের প্রয়োজন , তবুও বলা এই স্টেপ গুলো ফলো করলে ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় মনে রাখবেন, কোনো বিষয়ে কোথাও কারো সাথে তর্কে জড়াবেন না, কোথাও এমন হলে, আপনার মতটা শুধু জানিয়ে দিয়ে আসবেন। আমার মতে এইটা - ব্যস এতটুকু বলে চলে আসবেন। তর্কে জড়ানোর ফলে ইলম অর্জন বিরাট বাধার সৃষ্টি হয়। এদিকে খেয়াল রাখবেন।


এ্যাপ লিংক : তাফহীমুল কুরআন Al Quran ByWord - Google Play তে অ্যাপ









No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...