উত্তর : বরং, আপনি যেটাকে সমস্যা মনে করছেন, সেইটা আসলে সমস্যাই না বরং, আল্লাহর রহমত। পাশ্চাত্য চিন্তা চেতনার কারণে আমাদের অন্তর পচে গেছে, ফলে আমরা সঠিক জিনিসকেই বেঠিক মনে করি, এবং এর সমাধান খুজতে আবার পাশ্চাত্যের কাছেই যাই। ইসলামে তার সমাধান নাই বলে আফসোস করি। আসলে জনসংখ্যা বৃদ্ধি মূলত আল্লাহর মেহেরবানী। এখন কেউ যদি মেহেরবানীকেই সমস্যা মনে করে, তাহলে তো তার মতো কপাল পোড়া আর কেউ নাই।
রাসুল সা: বলেছেন, তোমরা অধিক সন্তান নাও, কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যাধিক্যের কারণে, আমি গর্ব করবো।
রাসুল সা: অন্যত্র বলেছেন, তোমরা এমন নারীদের বিয়ে করো যারা অধিক সন্তানবতী।
দেখুন, পৃথিবীতে যখন কম সংখ্যক লোক ছিল, তখনও অভাব ছিল। আর এখন বিশাল জনগোষ্ঠির রিজিকও আল্লাহ দিচ্ছেন। নতুন নতুন পদ্ধতিতে বিপুল পরিমাণ শস্য ও দ্রব্যাদি উৎপাদনের জ্ঞান আল্লাহ মানুষকে দান করে চলেছেন, তারপরেও শুকরিয়া আদায় করবেন না ? তাহলে তো আপনি না শোকরী বান্দার কাতারে চলে যাবেন।
No comments:
Post a Comment