প্রচলিত শিরক গুলো কি কি।

 প্রশ্ন-বিস্তারিত: প্রচলিত শিরক গুলো কি কি।

উত্তর : ভালো প্রশ্ন করেছেন। আসলে এ ব্যাপারে কুরআন মজিদ পড়তে হবে। কুরাানে শিরক এর মূলনীতি গুলো বলে দেওয়া হয়েছে। সমাাজের বিভিন্ন বিষয়গুলেো খুজে খুজে কোনটা শিরক তা বলা কঠিন। কে কোথায় কোন বিষয়ে শিরক করছে, তা খুজে বলা মুশকিল। সেই দীর্ঘ তালিকায় না গিয়ে কুরআন থেকে শিরক এর মূলনীতি গুলো জেনে নেওয়া জরুরী। ধরুন, এখানে দীর্ঘ তালিকা দেওয়া হলো, এটা শিরক, ওটা শিরক ইত্যাদি। যেমনটি অনেকেই করেছেন। এবং সেগুলোর মধ্যে অনেক বৈপরিত্য দেখেছি। সুতরাং, জরুরী হলো, কুরআন থেকে মূলনীতি জেনে নেওয়া। শিরক এর প্রধান মূলনীতি হচ্ছে, আল্লাহর গুণ, ক্ষমতা, কার্যাবলী, এখতিয়ার ও অধিকারে আল্লাহ ব্যতীত অন্য যে কোন সত্ত্বাকে অংশীদার মনে করা । আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে অন্য কাউকে শামিল করা, যার ফলে আল্লাহর একত্ববাদ প্রশ্নের সম্মুখীন হয়, এগুলো শিরকের মূলনীতি। আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহর ইবাদত ও গোলামীর ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার করা । এটিও শিরকের গুরুত্বপূর্ণ মূলনীতি। তাই, কুরআন থেকে শিরকের মূলনীতি গুলো জানার জন্য কুরআন বুঝে পড়তে হবে। ফলে, ইনশাআল্লাহ শিরক সম্বন্ধে আপনার ধারণা পরিস্কার হয়ে যাবে। ফলে যে, বিষয়ই আপনার সামনে আসুক, সেটা শিরক কিনা তা আপনি বলতে পারবেন। কারণ, শিরক বিষয়টি বাহ্যিক কাজ এবং মনের নিয়ত ও ধারণা এ দুটি বিষয়ের সাথে গুরুত্বপূর্ণ ভাবে জড়িত। তাই এ বিষয়ে কুরআন থেকে মূলনীতি জেনে নিতে হবে। কুরআন বুঝে পড়তে হবে।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...