ফোন / ভিডিও কলের মাধ্যমে বিবাহ

আস্সালামু আলাইকুম,আমি সৌদি প্রবাসি,আমি মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করতে চাচ্চি,এ ব্যাপারে ইসলামে বিধি নিষেদ আচে কিনা,বা জায়েয কিনা,জানালে উপকৃত হবো। 


উত্তর : ওয়া আলাইকুম আস সালাম। ১) ঐ মেয়ে আপনার পরিবার কৃর্তক পরিচিত হতে হবে। ২) ঐ মেয়ের পরিবারের সাথে আপনার পরিবারের সাক্ষাত এবং মেয়ের সাথে কথা বলে নিশ্চিত হতে হবে। ৩) বিবাহ পড়ানোর সময় উভয় পরিবারের লোকজন সেখানে উপস্থিত থাকতে হবে এবং ফোনের লাউড স্পিকারের মাধ্যমে তা উভয় পক্ষকে শুনতে হবে। এ ব্যাপারে ভিডিও কল হতে হবে। যাতে উভয় পক্ষের পরিবার এবং বিবাহের সাক্ষীগণ তা দেখতে পায়।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...