কুরআনের বহু স্থানে মহান আল্লাহ তার নিজের জন্য আমি শব্দ ব্যবহার না করে আমরা শব্দ ব্যবহার করেছেন।

 প্রশ্ন-বিস্তারিত:

সুরা: আল-বাক্বারাহআয়াত নং :-49টিকা নং:64, 65, 66, وَ اِذْ نَجَّیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ یُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَ یَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْؕ وَ فِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌস্মরণ করো সেই সময়ের কথা৬৪যখন আমরা ফেরাউনী দলের৬৫দাসত্ব থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের কঠিন যন্ত্রণায় নিমজ্জিত করে রেখেছিল, তোমাদের পুত্র সন্তানদের যবেহ করতো এবং তোমাদের কন্যা সন্তানদের জীবিত রেখে দিতো। মূলত এ অবস্থায় তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বড় কঠিন পরীক্ষা ছিল। এখানে আমরা ফেরাউন জাতির দাসত্ব থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম!!এখানে "আমরা" কেনো হবে?আল্লাহ মুক্তি দিয়েছেন মানে আল্লাহ যেহেতু মুক্তি দিয়েছেন এখানে "আমি " হবে।।এরকম আরো অনেক যায়গায় রয়েছে আ আল্লাহ বলছেন অথছো আমরা লিখা হয়েছে!!এটা তো মারাত্মক রকমের ভুল মনে হচ্ছে।


উত্তর : আরবী কুরআনের উক্ত আয়াতেই তো আল্লাহর জন্য আমরা শব্দ লেখা হয়েছে, তাহলে কি বলবেন এখন কুরআনেই ভুল রয়েছে ? আগে বিষয়টা ভালো ভাবে বুঝে নিবেন, এরপর ভুল হয়েছে কিনা সে মন্তব্য করবেন। সুতরাং, যেহেতু ভুল বলছেন, আপনার উচিত হবে, কুরআন সংশোধনের জন্য আওয়াজ তোলা।

আসলে আমরা ভুল খুজতে উস্তাদ। এবং কোথাও কোনো কিছু আমাদের দৃষ্টিতে ভুল মনে হলেই, মুখে আর লাগাম থাকেনা। সেটাকে তলিয়ে দেখার আমাদের কোনো ফুরসত আমাদের থাকেনা।

মূলত: কুরআনের বহু স্থানেই আল্লাহ তার নিজের জন্য আমরা শব্দ বলেছেন। আমাদের শব্দ ভান্ডারে আসলে শব্দের ঘাটতি রয়েছে, তাই আমাদেরকে কথার গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ তার নিজের জন্য আমি শব্দ ব্যবহার না করে, আমরা শব্দ ব্যবহার করেছেন। বুঝতে হবে, কুরআন হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক ক্ষমতাধর কর্তৃপক্ষ থেকে নাযিল কৃত একটি রাজকীয় কিতাব। পৃথিবীর সরকার প্রধনেরা যেমন কোনো কিছু বলার সময় আমি করেছি না বলে, বলে, আমরা করেছি, অথবা, আমি শাস্তি দেব, না বলে, বরং, বলে আমরা শাস্তি দেবো, আমরা এর বিহিত করবো, ইত্যাদি। তদ্রুপ কথার গুরত্ব বুঝানোর জন্য মহান আল্লাহ আমি না বলে আমরা বলেছেন, এটি আমাদের জন্যই। আসলে আমাদের শব্দ ভান্ডারে শব্দের ঘাটতি থাকার কারণে বিশ্ব জগতের প্রকৃত স্বরূপ সম্বন্ধে এমন অনেক বিষয়ই কুরআন আমাদের নিজেদের ভাষায় ব্যক্ত করেছে, কথার গুরুত্ব বুঝানোর জন্য, আমাদের মন মস্তিস্ক যেন সেই কথাটির গুরুত্ব বুঝতে পারে।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...