সামাজিক ভাবে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না কেন ?

 প্রশ্ন-বিস্তারিত: আমাদের সমাজে মানুষ মারা যাওয়ার পর গরু, ছাগল জবেহ করে খাওয়ানো হয়। অথচ এগুলো কুরআনে এবং হাদিসে নেই এমনকি রাসূল ( সা:) জীবনে এগুলো ছিল না, তাহলে আমাদের সমাজে এগুলো কেনো পালন করা হয় এবং সমাজের আলেমরা কেনো সাধারণ মানুষকে নিষেধ করেন না?

.
উত্তর : আসলে প্রধান তিনটি কারণে সমাজে ইসলামী পরিবর্তন মুশকিল হয়ে যাচ্ছে।
১)
প্রথমত মাদ্রাসা গুলো সাধারণ মানুষের দানের টাকায় চলে । তাই হয়তো আলেমগণ ইসলামী বিধি বিধান সমাজে এ্যাপ্লাই করার ব্যাপারে সাহাবাদের ন্যায় বা রাসুল সা: এর ন্যায় আপোষহীন হতে পারেন না বা কুফুরী পরিত্যাগ করার আহ্বানের ব্যাপারে কঠোর হতে পারেন না।
.
২)
দ্বিতীয়ত মসজিদের ইমামতি এবং খুতবা প্রদান এই প্রধান ও গুরুত্বপূর্ণ দুটি জিনিস চাকুরীর অন্তর্ভুক্ত। কমিটি অথবা মুসল্লীদের মতের বিরুদ্ধে ইমাম সাহেব কোনো কথা বললেই চাকুরী নট। সুতরাং, সমাজে ইসলামী জাগরণ এবং ইসলামী প্রাকটিস আসবে কিভাবে ? আমার মনে হয়, আলেম সমাজ যদি অন্যান্য ব্যবসা বা অন্য কোনো মাধ্যমে স্বাবলম্বী হন, তাহলে তারা সঠিক কথা বলার ব্যাপারে পরওয়া কম করবেন, এবং তাহলেই সমাজে কাংখিত ইসলামী পরিবর্তন আসা সম্ভব।
.
৩)
তৃতীয়ত যারা ওয়াজের ময়দানে আছেন, তাদেরকেও ওয়াজ কমিটির দেওয়া টাকার প্রতি নির্ভর করতে হয় (বা মোহতাজ থাকেন), ফলে কমিটির বেধে দেওয়া টপিক্স এবং বেধে দেওয়া ক্রাইটেরিয়ার মধ্যেই ওয়াজ সীমাবদ্ধ রাখতে হয়। মোট কথা ওয়াজ কমিটির খেয়াল খুশি অনুযায়ী ওয়াজ করতে হয়, বা কমিটিকে খুশি রাখতে হয়, ফলে ওয়াজের ময়দানে আসল সত্য চাপা পড়ে যায়। যদি আসল সত্য বলেন, হয়তো পরবর্তী বছরে আর দাওয়াত পাবেন না, অথবা, ওয়াজ চলাকালীনই ওয়াজ বন্ধ করে দেওয়া হবে। অথবা কমিটি রাজী থাকলেও বক্তাকে জেলে যেতে হবে।

এই তিনটি দুষ্টচক্রের কারণে সমাজে ইসলামী কাংখিত পরিবর্তন আসছে না। তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা, তা হলো রাষ্ট্র যেই জিনিসকে প্রমোট করেনা, সেই জিনিস নিয়ে আপনার দাড়িয়ে থাকা বা সমাজে প্রতিষ্ঠিত করা মুশকিল। তাই সবার আগে রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এ ছাড়া মূলত কোনো উপায় নাই। মক্কা বনাম মদীনায় ইসলামী রাষ্ট্রের প্রথম গোড়া পত্তনের ঘটনা থেকেই বিষয়টি পরিস্কার বুঝা যায়।

1 comment:

  1. রাষ্ট্র ইসলাম বিরোধী হলে সেখানে পূর্ণাঙ্গ ভাবে ইসলাম মেনে চলা অসম্ভব।

    ReplyDelete

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...