নামায এমন একটি ইবাদত,যা “সকল” নবী-রাসূলগণ এবং তাঁদের উম্মাত পালন করতেন।
যেমন কুরআনের সূরা মারইয়ামের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন এভাবে,
• “তিনি তাঁর পরিবারবর্গকে নামায ও যাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি তাঁর পালনকর্তার কাছে পছন্দনীয় ছিলেন।”তাছাড়া কুরআনের অন্যান্য অনেক আয়াত থেকেই প্রমাণিত হয় যে, পূর্ববর্তী নবীগণের উপরও নামাজ ফরজ ছিল।
এখন প্রশ্ন হতে পারে, তাদের নামাজ কেমন ছিল ?
এর উত্তর হচ্ছে, প্রথমত আমাদেরকে দ্বীন ও শরীয়ত - এ দুটি বিষয়ের পার্থক্য বুঝতে হবে। দ্বীন হচ্ছে মূলনীতি। প্রত্যেক নবীর দ্বীন একই ছিল। আর এই দ্বীনের সাথে নামাজ বিষয়টি জড়িত। কিন্তু, দ্বীন পালনের রীতিনীতি হচ্ছে শরীয়ত। এই শরীয়তের দিক থেকে নবীদের শরীয়ত ভিন্ন ছিল। তাই নামাজ পালনের শরীয়তী রীতি নীতি পূর্ববর্তী নবীদের ক্ষেত্রে কেমন ছিল তা আমাদের জানাটা যেমন জরুরী নয়, তেমনি কোনো হাদীসে তা পরিস্কার ভাবে বলাও হয়নি।
বরং, মুহাম্মদ সা: এর শরীয়তে নামাজ কেমন, কিভাবে পড়তে হবে, তা বিস্তারিত আমাদেরকে জানানো হয়েছে।
No comments:
Post a Comment