ওহী ইলহাম ও কাশফের মধ্যে পার্থক্য কি?

উত্তর :

ওহী :

ওহী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসুলগণের প্রতি প্রত্যাদেশ। এটি নবী ও রাসুলদের জন্য খাস।


ইলহাম :

ইলহাম হচ্ছে, নবী অথবা কোন পূন্যবান ব্যাক্তি বা ওলী বুজুর্গদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে তার মনে কোন অভিব্যাক্তি জাগিয়ে দেওয়া। কোন কোনো আলেমদের মতে, এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর কল্যাণের জন্য কাফেরের মনের মধ্যেও জাগিয়ে দেওয়া হতে পারে। যেমন, মানব কাল্যাণে নতুন নতুন প্রযুক্তি সৃষ্টি।


কাশফ :

কাশফ শব্দের অর্থ হচ্ছে পর্দা সরিয়ে দেওয়া। পর্দা উত্তোলন করা। যারা কাশফ এর কথা বলেন, তাদের মতে, কাশফ এর মাধ্যমে তারা সারা দুনিয়া দেখেন, আল্লাহর আরশ, আসমান জমিন সব দেখেন। কিন্তু শরীয়তে এর কোনো ভিত্তি নেই। এগুলো হচ্ছে নির্জলা মিথ্যা। কেননা, রাসুল সা: থেকেই প্রমাণিত, এমন কিছু ঘটনা তার অগোচরে ঘটে গেছে, যা তিনি জানতেন না। ওহী দিয়ে তাকে জানানোর পরই জেনেছেন। অতএব, কাশফ এর যে দাবী বর্তমান কালে প্রচলিত আছে, তা মিথ্যা ছাড়া আর কিছুই নয়।


হিকমত :

তবে, ওলী, বুজুর্গ ও কুরআন হাদীসের জ্ঞানে জ্ঞানবান ব্যাক্তিদেরকে আল্লাহ হিকমত দান করে থাকেন, যাকে আমরা প্রজ্ঞা বলতে পারি। এই হিকমত এর মাধ্যমে তারা বর্তমান ও অতীত এর ঘটনাবলীর আলোকে ভবিষ্যতের জন্য এবং বর্তমানের জন্য মুসলমানদের জন্য কর্মপন্থা নির্ধারণ করতে পারেন। এটিও মূলত: আল্লাহর পক্ষ থেকেই । যুগের মুজাদ্দিদগণের এই হিকমতের জ্ঞান সবচেয়ে বেশী থাকে।


মানসিক হিদায়াত:

এটি আল্লাহর পক্ষ থেকে প্রতিটি মুমিনের জন্য বরাদ্দকৃত। আসলে প্রতিটি মুমিন ব্যাক্তিই ব্যাক্তিগত ভাবে আল্লাহর পক্ষ থেকে তার হেদায়েতের জন্য মুখাপেক্ষী। কারণ, একেক জন ব্যাক্তির জন্য বিভিন্ন পর্যায়ে একই বিষয়ে আলাদা আলাদা কার্য নির্ধারণ করতে হয়। যেমন: একই জিহাদে গমন এর ক্ষেত্রে কোন কোন ব্যাক্তি জিহাদে শরীক না হওয়ার কারণে তাদের কাউকে সামাজিক ভাবে সাময়িক বয়কট করা হয়েছে, কাউকে মুনাফিক্ব আখ্যা দেওয়া হয়েছে, আবার কাউকে রাসুল সা: নিজেই অব্যহতি দিয়েছেন জিহাদে না যাওয়ার জন্য। সুতরাং, ব্যাক্তিপর্যায়ে একই হুকুম একেক জনের অবস্থার পরিপ্রেক্ষিতে ভিন্ন রকম হয়। একজন মুমিন আসলে প্রতিনিয়ত তার রবের পক্ষ থেকে এই হিদায়াতের মুখাপেক্ষী। কখনো দায়িত্বশীল এর মাধ্যমে, কখনো বুজুর্গের মাধ্যমে, কখনো কুরআন হাদীসের মাধ্যমে অথবা কখনো তার অন্তরে ইলহামের মাধ্যমে মহান আল্লাহ তাকে এই পথ দেখিয়ে থাকেন। এটা মুমিন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...