প্রশ্ন: ৪২৩ : সন্তান দত্তক নেওয়ার ইসলামী পদ্ধতি ।

আসলে অন্যান্য ধর্মে বা বিধানে সন্তান দত্তক নেওয়ার যে ধরণের বিধান আছে তা ইসলামে অনুপস্থিত। ইসলামের বিধান হলো :


১) প্রয়োজনে লালন পালন করার জন্য সন্তান দত্তক নেওয়া যাবে, তবে, মূলত: সে তার মূল পরিবারের সাথেই সম্পৃক্ত থাকবে, সম্পর্ক ছিন্ন করা যাবে না। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি জেনেশুনে নিজের পিতাকে ছাড়া অন্য কাউকে পিতা বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম।’ (বুখারি : ৪৩২৬) । অন্য পরিবারে লালিত পালিত হলেও নিজ পিতা মাতা বা অভিভাবকদের খবরাখবর ও সম্পর্ক অটুট রাখবে।


২) নতুন পিতা মাতাকে সম্মানার্থে পিতা মাতা সম্বোধন করতে পারবে, তবে, এতেও কোন কোন ‍মুফাসসীর আপত্তি করেছেন।


৩) এই পালিত সন্তান নতুন পরিবারের জন্য প্রকৃত পক্ষে বেগানা । প্রাপ্ত বয়স্ক হওয়ার পর ছেলে হলে - নতুন পরিবারের মেয়েদের সাথে এমনকি মায়ের সাথেও পর্দা করতে হবে, আর মেয়ে হলে নতুন পরিবারের সকল পুরুষ এমনকি নতুন পিতার সাথেও পর্দা করতে হবে। (সুরা আহযাব ৪ - ৫)


৪) সে নতুন পরিবারের কোনরূপ ওয়ারিশ হবেনা, কোন সম্পত্তির অংশীদার হতে পারবেনা। তবে যদি গৃহকর্তা কোন অসীয়ত করে যান, সেটা ভিন্ন কথা। কিন্তু আইনত ও কার্যত সম্পত্তি বা অন্য কোন কিছুর ওয়ারিশ সে হতে পারবে না।


৫) সে তার আসল পরিবারের তথা আসল পিতা মাতার ওয়ারিশ থেকে বঞ্চিত হবেনা। অন্য পরিবারে লালিত পালিত হবার কারণে তাকে ওয়ারিশ / উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবেনা।


No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...