আসসালামু আলাইকুম! আমার প্রশ্ন হচ্ছে ইসলাম তথা মুসলিমদের সাথে ক্রিসেন্ট (চাঁদ তারা) এর কি সম্পর্ক? এর পটভূমি কি? জাজাকুমুল্লাহ!
উত্তর : ওয়া আলাইকুম আস সালাম। ইসলাম আসলে সর্বযুগে, সর্বকালে, সকল স্থানে, সকল ধরণের মানুষের জন্য পালনীয় একটি সার্বজনীন জীবন বিধান। তাই এর বিষয় গুলি সার্বজনীন চিন্তা ভাবনা করেই বিধৃত হয়েছে। যেমন আপনার প্রশ্নের ক্ষেত্রে প্রধান দুটি বিষয় :
১) মনে করেন, এক এলাকায় ঘড়ি বা কোন ক্যালেন্ডার নেই, সেখানেও শুধুমাত্র চাদ দেখার মাধ্যমেই মাসের সুনির্দ্দিষ্ট তারিখ এবং সুন্দর মতো মাসের হিসাব রাখা সম্ভব। যেহেতু চাদ প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে, মাসের শুরুতে চাদ থাকে একরকম, মাসের শেষে চাদ হয় আরেক রকম। যার ফলে অতি সাধারণ গ্রাম্য মানুষের পক্ষেও চান্দ্র মাসের হিসাব রাখাটা সহজ। যেটা সৌরমাস বা সৌরবৎসরের মাধ্যমে হিসাব রাখা অতি সাধারণ মানুষদের জন্য কিছুটা কঠিন।
২) চান্দ্র বৎসর ও সৌর বৎসরের কমবেশীর কারণে চান্দ্র মাস গুলি সৌর বৎসরের মধ্যে আবর্তিত হতে থাকে। ফলে, ধরুন, রমজান মাস কখনো শীতকালে হয়, আবার কখনো গ্রীস্মকালে হয়। হজ্জের মৌসুম কখনো হয়, প্রচন্ড খরতাপের মধ্যে আবার কখনো হয় শীতকালে। ঈদের নামাজ কখনো পড়তে হয়, কুয়াশার চাদরে ঢাকা ঈদগাহের ময়দানে আবার কখনো হয় রৌদ্রজ্বল ময়দানে। ফলে এভাবে, বছরঘুরে প্রতিটি সময়েই মুমিনগণ আল্লাহর ইবাদত করার মজা পান এবং সমস্ত রকম সময়েই আল্লাহর ইবাদতে তার অভ্যস্ত হয়ে উঠেন।
৩) মুসলমানদের ঈবাদতের জন্য কিবলার একটা গুরুত্ব আছে। আকাশের কিছু কিছু তারকা দিক নির্ণয়ে সহায়তা করে থাকে।
হ্যালো
ReplyDeleteআমি আপনার সাইট https://alquranindex114.blogspot.com থেকে বিষয়গুলি কপি করেছি৷
আমার সাইটে আমি আমাকে ক্ষমা করার জন্য আপনাকে জিজ্ঞাসা
আপনি কি এটা মুছে দিন বা কি