khadija akter----17.01.2021::09.25 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ভালোবাসার মানুষকে কীভাবে বিয়ে করা যায় আর সবসময়ই কাছে পাবো কোন দোয়া আর আমলটি করলে
প্রশ্ন বিস্তারিত :
আমি একজন কে অনেক ভালবাসি তাকে বিয়ে করতে চাই সবসময় আমার কাছে রাখতে চাই আমি ছাড়া অন্য কোন মেয়ের দিকে না যায় শুধু আমাকে প্রতিনিয়ত ভালোবাসবে কোন আমল বা দোয়া পড়লে
উত্তর :
বোন, আপনার প্রশ্নের কয়েকটি দিক রয়েছে।
১) প্রথমত: বিয়ের আগে কোন ছেলের সাথে ভালোবাসা করা হারাম। আপনার পর্দা করা ফরজ। আল্লাহর কাছে যে আপনি দোয়া করবেন বা কোন আমল করতে চাইছেন, যিনি আপনার দোয়া কবুল করবেন, তিনি আল্লাহই আপনাকে জানিয়ে দিচ্ছেন যে আপনার পর্দা করা ফরজ, এবং স্বামী ব্যতীত অন্য কারো সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা হারাম এবং জেনা (সুরা নূর, সুরা আহযাব, সুরা মুমিনুন) । অতএব, আপনি আল্লাহর কথা না শুনে আল্লাহর কাছে দোয়া করলে তিনি আপনার দোয়া কবুল করবেন কেন ?
২) পবিত্র কুরআন একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন। নবী সা: এবং সাহাবায়ে আজমাঈনগণ একাধিক বিবাহ করেছেন। মূলত: এতে নারীজাতির কল্যাণ রয়েছে। তাই আপনার এ বিষয়ের বিরুদ্ধাচারণ করা উচিত নয়। হ্যাঁ আপনি তার বিবাহিত স্ত্রী হিসেবে থাকার পরও স্বামী যদি অন্য বেগানা মহিলার দিকে তাকায় সেক্ষেত্রে আপনাকেই বাস্তব ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাকে ভালোবাসা খিদমত ও সব ধরণের, হ্যাঁ সবধরণের সেবা দিয়ে এমন ভাবে ভুলিয়ে রাখতে হবে যে, সে যেন অন্য কারো দিকে তাকানোর ফুরসতও না পায়।
৩) এই মুহুর্তে আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনার বিয়ে হলে আপনি সুখী হতে পারবেন - এরকম গ্যারান্টি কি আছে ? এমনও তো হতে পারে, যে, তার সাথে বিয়ে হলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে ? অতএব, তাকে পাওয়ার জন্য নয়, বরং মহান আল্লাহর কাছে এইভাবে দোয়া করুন যে, তিনি যেন আপনার অন্তরে তাক্বওয়া দান করেন, তিনি যেন আপনার অন্তরের পাপ চিন্তা দূরীভূত করে দেন, তিনি যেন আপনাকে এমন একজন সংগী দান করেন যার সাথে ইহকালীন জীবনে আপনি পরম সুখী হতে পারবেন, এবং যার সাথে সংসার জীবন অতিবাহিত করার কারণে আপনি পরকালীন জান্নাতের অধিকারী হতে পারবেন।
৪) আপনার প্রশ্নে উল্লেখিত, এ ধরণের পাপ থেকে বেচে থাকার জন্য হযরত ইউসুফ আ:, জুলাইখার দুশ্চরিত্র মূলক কাজের আহ্বানের বিপরীতে মহান আল্লাহর নিকট যে দোয়া করেছিলেন, সেই দোয়াটি করুন :
(সুরা ইউসুফ : ৯৭-৯৮)
৯৭) আর দোয়া করো, ‘‘হে আমার রব! আমি শয়তানদের উস্কানি থেকে তোমার আশ্রয় চাই৷
৯৮) এমনকি হে ! পরওয়ারদিগার, সে আমার কাছে আসুক এ থেকেও তো আমি তোমার আশ্রয় চাই” ৷
( ওয়া ক্বুর রাব্বি আয়ুজুবিকা মিন হামাঝাতিশ শায়াত্বীনি, ওয়া আয়ুজুবিকা রাব্বি আইয়্যাহ জ্বুরুন )
ইনশাআল্লাহ, আপনার চরিত্র সংরক্ষণ করার পুরস্কার স্বরূপ, মহান আল্লাহ আপনাকে উত্তম জীবনসঙগী মিলিয়ে দিবেন।
No comments:
Post a Comment