প্রশ্ন:
আওয়াল ওয়াক্ত কি? আউয়াল ওয়াক্ত দ্বারা কি বুঝানো হয়েছে এর বিস্তারিত ভাবে জানান এবং কোন ওয়াক্তের নামাজ কখন শুরু হলে আওয়াল ওক্ত ভাববো।
উত্তর : নামাজের প্রতিটি ওয়াক্তের ই একটি ব্যাপ্তি সময় রয়েছে। এই ব্যাপ্তি সময়ের শুরুই হলো আউয়াল ওয়াক্ত । প্রতিটি ওয়াক্ত শুরুর দিকেই ঐ ওয়াক্তের নামাজ পড়ার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় তাহারাত, সুন্নাত আদায় ইত্যাদি করার পরে ফরজ আদায় করে তবে তা-ই আউয়াল ওয়াক্ত হবে। কিন্তু, ফরজ নামাজ জামায়াতের সাথে আদায় করা ওয়াজিব, তাই একটি এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে আলেমগণ জামায়াতে নামাজের একটি সময় নির্ধারণ করে দেন। এলাকার মসজিদে সে অনুযায়ীই জামায়াত আদায় করা হয়। তাই, উক্ত জামায়াতে শামিল হয়ে কেউ যদি জামায়াতে নামাজ আদায় করে তবে তাতেই ঐ ব্যাক্তি আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করেছে। আর, যদি এমন হয় যে ওয়াক্ত বেরিয়ে যাচ্ছে, আপনি অলসতা করে দেরিতে সালাত পড়ছেন, তাহলে আউয়াল ওয়াক্তের সালাত আদায় হবে না। আউয়াল ওয়াক্তের সালাত আদায়ের ফজিলত আপনি পাবেন না, যেহেতু আপনি ইচ্ছাকৃতভাবে দেরি করেছেন। আর যদি এমন হয় যে, ব্যস্ততার কারণে আপনি ভুলে গিয়েছেন, তাহলে যখনই মনে পরবে তখনই সালাত আদায় করবেন। এতে আউয়াল ওয়াক্তের সালাতের ফজিলত আপনি পাবেন।
No comments:
Post a Comment