প্রশ্ন: ১৮৮ : কুরআনের আয়াত কয়টি ?

উত্তর: 

এই বিষয়টি খুবই সহজ। প্রতিটি সুরার শুরুতেই আয়াত সংখ্যা আছে আপনি আয়াত সংখ্যাগুলো নিয়ে যোগ দিন তাহলেই পেয়ে যাবেন কুরআনের আয়াত সংখ্যা।


আমরা এ্যাপে  কোডিং করার সময়  কুরআনের আয়াত হিসাবে পেয়েছি 6236 টি ।  এবং এই সংখ্যা ধরেই আমরা পুরো কুরআন শরীফের কোডিং করেছি এবং তা মিলেও গেছে আলহামদুলিল্লাহ।

এছাড়া  প্রতিটি সুরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে ।  কিন্তু সুরা তওবার শুরুতে বিসমিল্লাহ নেই। এছাড়াও । সে হিসেবে বিসমিল্লাহর সংখ্যা একশত তেরটি। এভাবে বিসমিল্লাহ এর সংখ্যাা যোগ করেও অনেকে মোট আয়াত হিসাব করে থাকেন।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...