প্রশ্ন: ১৭৪ : বিবাহ ও ঋণ সংক্রান্ত ।

প্রশ্ন: আমি একজন যুবক, বর্তমান এই ফেতনার যুগে নিজের ইমান এবং চরিত্র ও যৌবন কে হেফাজত করার জন্য,বিশেষ করে নারীর ফিতনা থেকে বাঁচার জন্য,নিজের আমলনামা কে গুনাহ মুক্ত রাখতে , ঈমান কে পরিপূর্ণ করার বিবাহ নামক বৈধ পন্থা অবলম্বন করতে চাই,বিবাহ করা আমার ওপর ওয়াজিব হয়ে আছে,কারন বিবাহ দূত করতে না পারলে গুনাহ লিপ্ত হওয়ার সম্ভবনা আছে,সুন্নত তরীকায় বিবাহ করার মত সচচলতা মোটামুটি তাওফিক আছে, কিন্তু আমার পরিবারের ৩ লক্ষ টাকা ঋন আছে, আমার বড ভাইয়ের ওনেক টাকা ঋন আছে, আমি চাকরি করি আমার কোনো ঝন নেই, আমার বড ভাই ও চাকরি করে,এখন আমার বাবা মা বলতেছে ঋণগুলো পরিশোধ করে তারপর বিয়ে করতে, এখন আমার কি করা প্রয়োজন,আমি কি বিলম্ব করে বিয়ে করব,.?????


উত্তর: আপনার বিবাহের প্রয়োজন এ বিষয়টা কোন মুরুব্বীর মাধ্যমে আপনার মা বাবাকে বোঝান। যদি তারা রাজী না হয় তাহলে আপনি নিজেই বিবাহ করে ফেলুন।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...