প্রশ্ন: ১৭৫ : মহান আল্লাহর কি কোন আকার আছে যেমন তিনি বলেন যে আমি সব জায়গায় আছি।

উত্তর : মহান আল্লাহর জন্য যে ধরণের আকার থাকা তার জন্য শোভনীয় ও প্রযোজ্য, তার সে আকারই আছে। তবে আমাদের তা বোধগম্য নয়। মহান আল্লাহ সব জায়গায় আছেন এর মানে হচ্ছে তার জ্ঞান সব জায়গায় পরিব্যপ্ত। আল্লাহর জ্ঞানের অগোচরে কিছুই নেই।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...