প্রশ্ন: ১৯০ : কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে যাকে হত্যা করা হয়েছে তার ক্ষেত্রে কি এটা বলা যাবে যে আল্লাহ তার হায়াত ওই পর্যন্ত রাখছে কারণ তাকেতো অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আর আল্লাহতো কাউকে অন্যায়ভাবে হত্যা করাকে অনুমোদন দেয়না?

উত্তর :
জ্বী তার হায়াত ঐ পর্যন্তই ছিল। যখন সময় হয়ে যাবে তখন এক মহুর্তও দেরী হবেনা, যে সময়টা তার তাকদীরের কিতাবে লিখিত ছিল।

কেউ রোগে মারা গেল অথবা অন্য লোক তাকে হত্যা করল এটা ভিন্ন ব্যাপার, যাারা তাকে অন্যায় ভাবে হত্যা করেছে তাদের বিচার হবে।

আল্লাহর অনুমতি আর সন্তষ্টি বুঝতে হবে। কোন কাজ আল্লাহর অনুমতি ছাড়া সম্ভব হয় না। দুষ্ট লোকদের তাদের মন অনুযায়ী কাজ করার সুযোগ আল্লাহ দেন যাতে তাদের অপরাধ স্পষ্ট হয় ও শাস্তির মুখোমুখি করা যায় , তাই আল্লাহ তাদের অনুমতি দেন কিন্তু তাদের উপর সন্তুষ্ট নন। তাই তাকদীর এবং আল্লাহর অনুমতি এবং আল্লাহর সন্তুষ্টি এই তিনটি বিষয় খুব ভালো করে গভীর ভাবে বুঝতে হবে।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...