প্রশ্ন: ১৩৬ : জমি বন্ধক নেয়া জায়েজ কিনা ?

উত্তর: যে টাকা দিয়ে জমি বন্ধক নেওয়া হয়, অত:পর ঐ জমির ফসল / ঘর ভাড়া  বন্ধক গ্রহীতা ভোগ করে, তাহলে যে মূলত: তার প্রদেয় টাকার সুদ খায় ।

এর সমাধান হলো  যদি ফসল বন্ধক গ্রহীতা নিজে চাষ করে/ বা অন্যকে দিয়ে চাষ করায় এবং সে ফসল ভোগ করে  তাহলে  প্রতি বছর বন্ধকী টাকা থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কর্তিত হবে। এবং এভাবে একসময় পুরো বন্ধকী টাকা পরিশোধ হয়ে যাবে এবং  জমি মুক্ত হয়ে বন্ধক দাতার নিকট ফেরত চলে যাবে।

আর ঘর ভাড়ার ব্যাপারেও একই বিধান। প্রতি মাসে যে পরিমাণ ঘর ভাড়া পাবে তা রক্ষণাবেক্ষণ খরচ বাদ দিয়ে নীট লাভ যে পরিমাণ টাকা থাকবে তা বন্ধক গ্রহীতা গ্রহণ  করবে এবং বন্ধকী টাকা থেকে সেই  নীট ভাড়ার টাকা  কর্তিত হতে থাকবে। এভাবে একসময় পুরো টাকা  পরিশোধ হয়ে যাবে এবং বন্ধকদাতার নিকট উক্ত ঘর/ঘরগুলো ফেরত চলে যাবে।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...