প্রশ্ন: ১৩৭: জিহাদের প্রয়োজনীয়তা কি ?

===================================================

====================================================

======================================================একটি আম গাছে ঝুলে থাকে, তাাকে মাটির মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে প্রতিটিক্ষণ জিহাদ করে গাছে ঝুলে থাকতে হয়, কিন্তু যখন তার বোটা নরম হয়ে যায়, জিহাদ করার ক্ষমতা কমে যায়, তখন সে মাটিতে পড়ে যায়, মাধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে মাটিতে নামিয়ে ফেলে। ঠিক এভাবেই একজন মুমিনকে ইসলামের উপর টিকে থাকার জন্য সার্বক্ষণিক মানুষ শয়তান, জ্বিন শয়তান এবং নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে যেতে হয়।

পারিভাষিক অর্থে রাসুলুল্লাহ সা: এর জীবনী থেকে আমরা পাই: আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মোখিক দাওয়াত, হাতের লিখণী, সংগঠন ক্বায়েম ইত্যাদি থেকে শুরু করে চূড়ান্ত পর্যায়ে শুধুমাত্র প্রয়োজন ও অবস্থার প্রেক্ষাপটে অস্ত্র ধারণ করাকে জিহাদ বলা হয়। ===================================================

====================================================

======================================================

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...