প্রশ্ন: ৬৯ : নামাজ রোজা করা সত্বেও যদি ইসলামী আন্দোলনে যোগদান না করে।

প্রশ্ন : মনে করুন কোন ব্যক্তি আল্লাহ প্রতি ঈমান,নামায,রোজা,হজ্জ,যাকাত বিভিন্ন সামাজিক উন্নয়নকাজ আল্লাহকে রাজি খুশি করার জন্যে করলো কিন্তু সেই ব্যক্তি ইসলামী আন্দোলন বা ইকামতে দীনের কাজ করলো না তাতে কি জান্নাতের যেতে পারবে না।উত্তর কুরআন হাদিসে রেফারেন্স দিয়ে দিলে অনেক উপক্রিত হব।

উত্তর:

আসলে যে ব্যক্তি নামাজ রোজা হজ্জ ও যাকাত আদায় করে এবং হারাম থেকে বেচে থাকে তার মনে স্বাভাবিক ভাবেই এই দ্বীন কে জিন্দা করা এবং বিজয়ী করার মনোভাব তৈরী হবে, যে দ্বীনকে সে পালন করছে এবং যে দ্বীনকে সে মানুষের মুক্তির জন্য একমাত্র পথ মনে করে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। ইসলামী আন্দোলন একটি পরিভাষা, এর মূল কথা হচ্ছে জিহাদ। এখন এই মুমিন ব্যক্তি যেভাবে যে সুরতেই হোক সে জিহাদে আগ্রহী অর্থাৎ আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় আগ্রহী। কিন্তু নামাজ রোজা সত্বেও সে যদি দ্বীন প্রতিষ্ঠায় বা দ্বীন জিন্দা করার কোন কাজে আগ্রহী না হয় তাহলে বুঝতে হবে যে, সে যে দ্বীন পালন করছে আসলে সেই দ্বীনের প্রতি তার আন্তরিক বিশ্বাস ও ভালোবাসা নেই। তাই হাদীসে এসেছে “ যে ব্যক্তি জিহাদ করলোনা বা জিহাদ করার মনোবাসনাও পোষণ করলোনা, সে মুনাফিক অবস্থায় মৃৃত্যুবরণ করলো। “

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...