প্রশ্ন: ৭০ : কোম্পানীর মালামাল ক্রয় করা ।

প্রশ্ন: আমি একটা কারখানাতে দায়িত্ব পুর্ণপদে চাকুরী করি কারখানায় প্রয়োজনীয় মালামাল আমার টাকায় ক্রয় করে মূল্য বৃদ্ধি করে কারখানাতে সাপ্লাই করি এ বদ্বিত মুল্য আমি রেখে দেই এখন এ টাকা কি হালাল হবে ?


উত্তর: যদি এমন হয় যে, কোম্পানী মালামাল আপনার নিকট থেকে ক্রয় করছে, তাহলে এটা হালাল হবে। আর যদি এমন হয় যে, কোম্পানী বাজার থেকে মালামাল কিনছে এবং কেনাকাটা করার দায়িত্ব আপনার চাকুরীর একটি অংশ, এই কেনাকাটা সহ অন্যান্য কাজ করার জন্য কোম্পানী আপনাকে বেতন দিচ্ছে তাহলে বর্ধিত টাকা আপনার জন্য হারাম হবে ।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...