ইয়োব : 40

ইয়োব : 40

1-2প্রভু ইয়োবকে আরও বললেনঃ একজন ছিদ্রান্বেষী কি সর্বশক্তিমানের সঙ্গে কি তর্ক করবে?
ঈশ্বরের সঙ্গে যে তর্ক করছে সে এর জবাব দিক।
3-4ইয়োব তখন প্রভুকে বললেনঃ দেখ, আমি তুচ্ছ নগণ্য,
আমি তোমাকে কি উত্তর দেব? আমি আর কোন কথা বলব না।
5অনেক কথা আমি বলেছি, আমার আর বলার কিছুই নেই।
6তখন ঘূর্ণিঝড়ের মধ্য থেকে প্রভু ইয়োবকে বললেনঃ
7তুমি বীরের মত উঠে দাঁড়াও, আমার প্রশ্নের উত্তর দাও।
8তুমি কি আমাকেই দোষী সাব্যস্ত করতে চাও?
আমাকে দোষী করে নিজের ধার্মিকতা প্রমাণ করতে চাও?
9ঈশ্বরের মত পরাক্রম কি তোমার আছে?
তুমি কি তাঁর মত বজ্রনাদ করতে পার?
10তাই যদি হয়, তাহলে প্রতাপে ও মাহাত্ম্যে ভূষিত হও,
সজ্জিত হও মহিমা ও ঐশ্বর্য।
11দাম্ভিকদেরা দিকে চেয়ে দেখ তোমার প্রচণ্ড ক্রোধ ঢেলে দিয়ে
অবনমিত কর তাদের।
12অহঙ্কারী প্রত্যেকের দিকে দৃষ্টিপাত করে, তাদের খর্ব কর,
দুষ্টদের নিজ নিজ স্থানে পদদলিত কর।
13তাদের সকলকে ধূলায় মিশিয়ে দাও
পাতালপুরীতে তাদের মুখ বন্ধ করে রাখ।
14তাহলে আমি স্বীকার করব যে
তুমি নিজের বলেই নিজেকে উদ্ধার করতে পার।
15বেহেমোৎকে40:15 জলহস্তীসদৃশ উভচর প্রাণী। দেখ, আমি তোমার মত, তাকেও সৃষ্টি করেছি।
বৃষের মত সেও তৃণভোজী।
16কিন্তু দেখ, তার দেহে কত বল,
তার পেশীতে কত শক্তি!
17তার লেজ এরস বৃক্ষের মত ঋজু,
তার উরুর পেশীগুলি দৃঢ়সংঘবদ্ধ।
18তার অস্থিগুলি পেতলের নলের মত
তার অঙ্গপ্রত্যঙ্গগুলি লোহার অর্গলের মত।
19সে ঈশ্বরের সৃষ্টির মধ্যে অগ্রগণ্য
তার স্রষ্টাই কেবল তাকে বশে রাখতে পারেন।
20পর্বতগণ তার খাদ্য জোগায়,
বন্যজন্তুরা সকলে সেখানে বিচরণ করে।
21সে পদ্মবনে শয়ন করে,
বিচরণ করে নলবনের আড়ালে, জলাভূমিতে।
22পদ্মবন ও নদীতীরের ঝোপগুলি
তার উপর ছায়া বিস্তার করে।
23দেখ, নদী উত্তাল হলেও সে ভয় পায় না
জর্ডনের তরঙ্গমালা তার উপর আছড়ে পড়লেও সে অবিচল থাকে।
24সে সজাগ থাকলে কেউ কি তাকে ধরতে পারে?
কিম্বা কেউ কি তার নাকে দড়ি পরাতে পারে?

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...