ইয়োব ৪২

 
1ইয়োব তখন প্রভু পরমেশ্বরকে বললেনঃ
2আমি জানি, তুমি সব কিছুই করতে পার,
তোমার কোন সঙ্কল্প ব্যর্থ করা যায় না।
3তুমি বলেছ, তুমি কে যে অসার কথা দিয়ে,
আমার প্রজ্ঞাকে আচ্ছন্ন করতে সাহস কর?
সত্যিই, আমি যা বুঝি না তাই বলেছি,
আমার অজানা পরামশ্চর্য বিষয় সম্পর্কে উক্তি করেছি।ইয়োব 38:2
4তুমি বলেছিলে ‘শোন,
আমি তোমাকে যা প্রশ্ন করি, তার উত্তর দাও।’ইয়োব 38:3
5এর আগে আমি তোমার বিষয় কানে শুনেছিলাম
কিন্তু এখন স্বচক্ষে তোমাকে দেখছি।
6তাই নিজের সম্পর্কে এখন আমি লজ্জিত ও মর্মাহত,
ধূলায় ও ভস্মে বসে আমি তোমার কাছে নতি স্বীকার করছি।
উপসংহার
7ইয়োবকে এই সব কথা বলার পর প্রভু পরমেশ্বর তেমান নিবাসী এলিফসকে বললেন, তোমার এবং তোমার দুই বন্ধুর উপর আমি ক্রুদ্ধ হয়েছি। কারণ আমার দাস ইয়োব যেমন বলেছে, তোমরা আমার সম্পর্কে তেমন যথার্থ কথা বলনি। 8সুতরাং তোমরা এখন সাতটি বৃষ এবং সাতটি মেষ নিয়ে আমার দাস ইয়োবের কাছে যাও এবং নিজেদের জন্য হোমবলি উৎসর্গ কর। আমার দাস ইয়োব তোমাদের জন্য প্রার্থনা করলে আমি তার প্রার্থনা গ্রাহ্য করব এবং তোমাদের মূর্খতার প্রতিফল তোমাদের দেব না। কারণ আমার দাস ইয়োবের মত যথার্থ কথা তোমরা আমার সম্পর্কে বলনি।
9তখন তেমান নিবাসী এলিফস, শুহা নিবাসী বিলদদ্‌ এবং নামাথ নিবাসী সোফর প্রভুর নির্দেশ অনুযায়ী কাজ করলেন এবং প্রভু পরমেশ্বর ইয়োবের বিনতি গ্রাহ্য করলেন।
10ইয়োব তাঁর বন্ধুদের জন্য বিনতি করার পর প্রভু তাঁর দুর্দশা দূর করলেন এবং আগে ইয়োবের যে ধনসম্পদ ছিল প্রভু তার দ্বিগুণ সম্পদ তাঁকে দিলেন।ইয়োব 1:1-3 11তখন ইয়োবের ভাই বোনেরা এবং পূর্বপরিচিত সকলে ইয়োবের বাড়িতে এসে তাঁর সঙ্গে আহার করলেন। প্রভু পরমেশ্বর তাঁর জীবনে যে সব দুঃখদুর্দশা ঘটিয়েছিলেন তার জন্য তাঁকে সমবেদনা জানালেন ও সান্ত্বনা দিলেন। তারা প্রত্যেকে তাঁকে একটি করে রৌপ্য মুদ্রা এবং একটি করে সোনার আংটি দিল।
12প্রভু পরমেশ্বর ইয়োবকে প্রথম জীবনের চেয়ে শেষ জীবনে আরও বেশী আশীর্বাদ করলেন। ইয়োব চোদ্দ হাজার মেষ, ছয় হাজার উট, দুহাজার বৃষ এবং এক হাজার গর্দভীর মালিক হলেন। 13তাঁর সাত পুত্র ও তিন কন্যা জন্মাল। 14তিনি তাঁর প্রথমা কন্যার নাম জিমিমা, দ্বিতীয়ার নাম রাখলেন কৎসীয়া এবং কনিষ্ঠার নাম রাখলেন কেরন হপ্পুক। 15ইয়োবের কন্যাদের তুল্য সুন্দরী সারা দেশে ছিল না। তাদের পিতা পুত্রকন্যাদের সম্পত্তির সমান অংশ দিলেন।
16এর পরে ইয়োব একশো চল্লিশ বছর বেঁচে থেকে চারপুরুষ পর্যন্ত তাঁর পুত্রকন্যা, পৌত্র, প্রপৌত্রদের দেখলেন। 17অবশেষে ইয়োব পূর্ণপরিণত বয়সে ইহলোক ত্যাগ করলেন

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...