ইয়োব ৩

 
 
1অবশেষে ইয়োব নীরবতা ভঙ্গ করে নিজের জন্মদিনকে শাপ দিলেন।
2তিনি বলতে লাগলেনঃ
 
3যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম
অভিশপ্ত হোক সেই দিন যে রাতে আমি এসেছিলাম মাতৃজঠরে,
সেই রাতও হোক অভিশপ্ত।
 
4সেই দিনটি হোক অন্ধকারে আচ্ছন্ন
ঈশ্বর যেন সেই দিনটি আর স্মরণ না করেন,
আর যেন কখনও আলোকিত না হয় সেই দিন।
5অন্ধকারে ঘন তমসায় আচ্ছন্ন থাকুক
ঘনমেঘে ঢাকা থাকুক সেই দিন, ঘোর কালিমা গ্রাস করুক সূর্যকে।
6ঘন ঘোর তমসায় লুপ্ত হোক বর্ষ
ও দিনপঞ্জীর গণনা থেকে বাদ পড়ুক সেই রাত।
7বন্ধ্যা হোক সে রাত, হোক আনন্দোল্লাসহীন, নিস্তব্ধ নিঝুম।
8লিভিয়াথান দানবকে3:8 রূপকথার দানব। অনেকে আবার এটিকে কুমীর বলে মনে করে। যারা জাগায়
সেই ডাকিনীরাও শাপ দিক সেই দিনকে।
9সে দিনের প্রভাতী তারা হোক তিমিরাচ্ছন্ন,
ব্যর্থ হোক তার আলোকের প্রত্যাশা,
সে রাত যেন আর না পোহায়।
10কেননা সে রাত আমার জননীর
গর্ভ রুদ্ধ না করে আমাকে ঠেলে দিয়েছে দুঃখ ও সঙ্কটের মাঝে।
11মাতৃগর্ভেই আমার মৃত্যু হল না কেন?
জন্মাবার পরেই বা আমি মরলাম না কেন?
12কেন আমার মা আমাকে কোলে তুলে নিয়েছিলেন?
কেনই বা আমাকে স্তন্যদান করেছিলেন?
13তখন যদি আমি মারা যেতাম তাহলে এখন শান্তিতে থাকতাম।
14অতীতের প্রাসাদসমূহের নির্মাতা ধ্বংসপ্রাপ্ত রাজা মহারাজের মত
15কিম্বা বিগত অভিজাত ব্যক্তিদের মত যাদের স্বর্ণসম্পদ ছিল, রৌপ্য সম্ভারে পরিপূর্ণ ছিল
যাদের প্রাসাদ তাদেরই মত চিরনিদ্রায় আমি থাকতাম নিদ্রিত।
16কেন আমি হই নি মৃতজাত শিশুদের মত,
যাদের কোনদিন আলোক দর্শন হল না লুকিয়ে ফেলা হল না তাদের মত?
17কবরে দুষ্ট লোকদের দুষ্কর্ম ক্ষান্ত হয়,
পরিশ্রান্ত লোকেরা পায় বিশ্রাম।
18বন্দীরা সেখানে শান্তিতে থাকে
রক্ষীদের কর্কশ কণ্ঠের আদেশ তাদের পালন করতে আর হয় না।
19ক্ষুদ্র ও মহান-সেখানে সকলেরই বাস
ক্রীতদাসের সেখানে মুক্তি খুঁজে পায়।যির 20:14-18
20দুঃখ দুর্দশার মাঝে মানুষ কেন বেঁচে থাকে?
শোকার্তের সামনে কেন জ্বলে আলো?
21তারা মৃত্যু কামনা করে,
কিন্তু মৃত্যু আসে না তাদের কাছে,
ধনরত্নের চেয়ে কবরই তাদের প্রিয়।প্রকা 9:6
22তাদের জীবনে কোন আনন্দ নেই
মৃত্যু ও সমাধিতেই তাদের পরম শান্তি। তাই যদি হয় তবে,
23ঈশ্বর তাদের ভবিষ্যৎ গোপন করে রাখেন,
তাই যদি হয় তবে বেষ্টনীর মধ্যে আবদ্ধ হয়ে।
ঘুরে মরার জন্যই কি তাদের জন্ম?
24দীর্ঘশ্বাস আমার অন্নস্বরূপ,
কান্না আমার কোনদিন থামবে না।
25যে অকল্যাণের ভয়ে আমি শঙ্কিত সেই অকল্যাণই ঘটেছে আমার জীবনে।
26আমার বিশ্রাম নেই, শান্তি নেই,
যন্ত্রণারও কোন সীমা নেই।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...