যাত্রা পুস্তক ২: ১৬-১৮
মোশির জন্ম
1লেবি কুলের এক ব্যক্তি এইসময় তাঁর নিজের গোষ্ঠীর একটি কন্যাকে বিবাহ করেছিলেন। 2তাঁদের একটি সুশ্রী পুত্রসন্তান জন্মগ্রহণ করল। এই সুন্দর শিশুটিকে মমতাবশতঃ মা তিন মাস লুকিয়ে রাখলেন, 3কিন্তু পরে আর তাকে গোপনে রাখা সম্ভব হল না বলে তিনি একটা নলখাগড়ার ঝাঁপিতে পিচ ও আলকাতরা মাখালেন যাতে তার মধ্যে জল প্রবেশ করতে না পারে। তারপর তার মধ্যে শিশুটিকে শুইয়ে দিলেন এবং ঝাঁপিটা নদীতে নলবনের মধ্যে রেখে দিয়ে এলেন। 4শিশুটির কি হয় তা দেখার জন্য তার দিদি দূরে দাঁড়িয়ে রইল। 5কিছুক্ষণ পরে মিশরের রাজকন্যা নদীতে স্নান করতে এলেন, তাঁর সখীরা নদীর ধারে বেড়াতে লাগল। নলবনের মধ্যে ঐ ঝাঁপিটা দেখতে পেয়ে তিনি তাঁর দাসীকে দিয়ে সেটি আনালেন। 6ঝাঁপি খুলে দেখলেন, তার মধ্যে একটি শিশু। সে খুব কাঁদছিল। তাকে কাঁদতে দেখে তাঁর খুব মায়া হল। তিনি বললেন, এটি নিশ্চয়ই হিব্রুদের ছেলে। 7ছেলেটির দিদি তখন রাজকন্যার কাছে গিয়ে বলল, ছেলেটিকে দুধ খাওয়ানোর জন্য একজন হিব্রু ধাইকে কি আপনার কাছে ডেকে আনব? 8তিনি তাকে বললেন, হ্যাঁ, নিয়ে এস। তখন সে গিয়ে তার মাকে ডেকে আনল। 9রাজকন্যা তাঁকে বললেন, এই ছেলেটিকে নাও, আমার হয়ে তুমি একে পালন কর। এর জন্য আমি তোমাকে বেতন দেব। সেই মহিলা তখন শিশুটিকে নিয়ে গিয়ে স্তন্যপান করাতে লাগলেন। 10শিশুটি বড় হলে তিনি তাকে রাজকন্যার কাছে নিয়ে এলেন। রাজকন্যা তাকে পোষ্যপুত্র রূপে গ্রহণ করলেন। তিনি তাকে জল থেকে টেনে তুলেছিলেন বলে তার নাম রাখলেন মোশি (উত্তোলিত)।
11মোশি তখন বেশ বড় হয়েছেন। একদিন তিনি স্বজাতীয়দের কাছে গেলেন। দেখলেন, সেখানে কি কঠোর পরিশ্রমই না তারা করছে। এমন সময় দেখতে পেলেন একজন মিশরী একজন হিব্রুকে মারছে।
12মোশি চারিদিকে তাকিয়ে দেখলেন কউ কোথাও নেই, তখন তিনি ঐ মিশরী লোকটিকে হত্যা করে বালির মধ্যে পুঁতে রাখলেন। 13এরপর আর একদিন মোশি বাইরে বেড়াতে গিয়ে দেখলেন দুজন হিব্রু মারামারি করছে। যে লোকটি অন্যায় করছিল তাকে তিনি বললেন, একে মারছ কেন? 14সে বলল, আমাদের উপর কে তোমাকে সর্দারি করতে পাঠিয়েছে? সেই মিশরী লোকটাকে তুমি যেমন খুন করেছ তেমনি আমাকেও খুন করতে চাও নাকি? এ কথা শুনে মোশি খুব ভয় পেলেন। দেখলেন, ব্যাপারটা জানাজানি হয়ে গেছে।
15সেই ঘটনার কথা জানতে পেরে ফারাও প্রাণদণ্ড দেওয়ার জন্য মোশির খোঁজ করতে লাগলেন। এদিকে মোশি তখন ফারাও-এর রাজ্য ছেড়ে মিদিয়ন দেশে পালিয়ে গেলেন। সেখানে পৌঁছে তিনি একটি কুয়োর ধারে গিয়ে বসলেন।
16মিদিয়নের পুরোহিত যিথ্রোর সাতটি মেয়ে তখন তাদের বাবার ভেড়ার পালকে জল খাওয়াবার জন্য সেখানে এসে জল তুলে চৌবাচ্চাগুলি পূর্ণ করছিল। 17সেই সময় কয়েক জন মেষপালক এসে তাদের সেখান থেকে তাড়িয়ে দিতে উদ্যত হল। মোশি তখন উঠে এসে সেই মেয়েদের মেষপালকদের হাত থেকে বাঁচালেন এবং তাদের ভেড়াগুলিকে জল খাওয়ালেন।
18সেই মেয়েরা বাড়ি ফিরে এলে তাদের বাবা বললেন, আজ তোমরা এত তাড়াতাড়ি ফিরলে কি করে? 19তারা বলল, একজন মিশরী যুবক আজ আমাদের মেষপালকদের হাত থেকে বাঁচিয়েছেন। এমন কি তিনি নিজে জল তুলে আমাদের ভেড়াগুলিকে পান করিয়েছেন। 20তিনি তাঁর মেয়েদের জিজ্ঞাসা করলেন, তিনি কোথায়? তোমরা তাঁকে ছেড়ে এলে কেন? যাও, আমাদের সঙ্গে আহার করার জন্য তাঁকে নিমন্ত্রণ করে নিয়ে এস।
21পরে মোশি যিথ্রোর সঙ্গে বাস করতে রাজী হলেন। যিথ্রো মোশির সঙ্গে তাঁর কন্যা সিপ্পোরার বিবাহ দিলেন। 22সিপ্পোরার একটি পুত্র হল, মোশি বিদেশে প্রবাসী হয়েছেন বলে তার নাম রাখলেন গেরশোম (প্রবাসী)।
23এইভাবে অনেক দিন কেটে গেল। ইতিমধ্যে মিশরের রাজা গত হলেন, কিন্তু ইসরায়েলীদের দাসত্ব-যন্ত্রণার অবসান হল না। তাদের হাহাকার, দাসত্ববন্ধন থেকে মুক্তির কাকুতি ঈশ্বরের কাছে পৌঁছাল। 24তাদের কাতরোক্তি শুনে ঈশ্বর অব্রাহাম,ইস্হাক ও যাকোবের সঙ্গে তাঁর সম্বন্ধের কথা স্মরণ করলেন। 25ঈশ্বর ইসরায়েলীদের দুর্দশা দেখে তাদের অবস্থা উপলব্ধি করলেন।
=======================
যাত্রা পুস্তক : ৩ - ১
=======================
যাত্রা পুস্তক : ৩ - ১
জ্বলন্ত ঝোপ
1মোশি তখন তাঁর শ্বশুর মিদিয়নের পুরোহিত যিথ্রোর ভেড়ার পাল চরাচ্ছিলেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে প্রান্তর পেরিয়ে ঈশ্বরের পর্বত হোরেব-এর কাছে গিয়ে উপস্থিত হলেন। 2সেখানে প্রভু পরমেশ্বরের দূত জ্বলন্ত অগ্নিশিখারূপে ঝোপের মধ্যে তাঁকে দর্শন দিলেন। মোশি দেখলেন, একটি ঝোপের মধ্যে আগুন জ্বলছে কিন্তু সেটি পুড়ছে না। 3ঝোপটি কেন পুড়ছে না, পরম বিস্ময়কর এই দৃশ্য কাছে গিয়ে দেখার সঙ্কল্প করলেন মোশি। 4এই দৃশ্য দেখার জন্য মোশিকে কাছে এগিয়ে আসতে দেখে প্রভু পরমেশ্বর ঝোপের মধ্যে থেকে তাঁকে ডাকলেন, মোশি! মোশি! মোশি উত্তর দিলেন, আজ্ঞে, এই যে আমি। 5ঈশ্বর বললেন, আর এগিও না, তোমার পা থেকে জুতো খুলে ফেল, কারণ যে স্থানে তুমি দাঁড়িয়ে আছ পবিত্রভূমি। 6তিনি আরও বললেন, আমি তোমার পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের আরাধ্য ঈশ্বর। তখন মোশি মুখ ঢেকে ফেললেন, কারণ ঈশ্বরের দিকে তাকাবার সাহস তাঁর হল না।
7প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, মিশরে আমার প্রজাদের দুর্দশা আমি দেখেছি, নিষ্ঠুর রাজার কর্মচারীদের বিরুদ্ধে তাদের বিক্ষোভ আমি শুনেছি, তাদের দুঃখ আমি জানি। 8মিশরীদের কবল থেকে তাদের উদ্ধার করে সুজলা-সুফলা শস্য শ্যামলা সম্পদশালী বিস্তীর্ণ এক মনোরম দেশে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। সেই দেশ কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবুষীয় প্রভৃতি জাতির বাসভূমি।
9ইসরায়েলীদের আর্তনাদ আমি শুনেছি, মিশরীরা যেভাবে তাদের নির্যাতন করছে, তা আমি দেখেছি। 10আমি এখন তোমাকে ফারাও-এর কাছে পাঠাব এবং আমার প্রজা ইসরালেয়ীদের মিশর থেকে উদ্ধার করে আনব। 11মোশি ঈশ্বরকে বললেন, কিন্তু আমি এমন কে যে ফারাও-এর কাছে গিয়ে ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে আনব? 12ঈশ্বর বললেন, ভয় কি, আমি তোমার সঙ্গে থাকব। আর আমিই যে তোমাকে পাঠিয়েছি তার প্রমাণ হবে এই যে, তুমি যখন ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে আনবে তখন এই পর্বতেই তোমরা ঈশ্বরের আরাধনা করবে।
=======================
মোশির সঙ্গে যিথ্রোর সাক্ষাৎকার
1মোশির শ্বশুর যিথ্রো ছিলেন মিদিয়নীদের পুরোহিত। ঈশ্বর মোশির জন্য ও তাঁর প্রজা ইসরায়েলীদের জন্য যা করেছিলেন এবং মিশর থেকে যেভাবে প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের উদ্ধার করে এনেছিলেন তার সমস্ত বিবরণ যিথ্রো শুনেছিলেন। 2-3মোশি তাঁর স্ত্রী সিপ্পোরাকে পিতৃগৃহে পাঠিয়ে দেওয়ার পর যিথ্রো তাঁর স্ত্রী ও দুই পুত্রকে নিজের কাছেই রেখেছিলেন। প্রবাসে ছিলেন বলে মোশি তাঁর এক পুত্রের নাম রেখেছিলেন গেরশোম (প্রবাসী)। 4আর তাঁর পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তাঁর সহায় হয়েছিলেন এবং ফারাও-এর আক্রমণের হাত থেকে তাঁকে রক্ষা করেছিলেন বলে তিনি তাঁর আর এক পুত্রের নাম রেখেছিলেন ইলিয়েসর (ঈশ্বর আমার সহায়)।
5ঈশ্বরের পর্বতের কাছে প্রান্তরে মোশি যেখানে শিবির স্থাপন করেছিলেন, মোশির শ্বশুর যিথ্রো মোশির স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে সেখানে গেলেন। 6তিনি মোশির কাছে বলে পাঠালেন, আমি, তোমার শ্বশুর যিথ্রো, তোমার স্ত্রী ও দুই পুত্রকে সঙ্গে নিয়ে তোমার কাছে যাচ্ছি। 7মোশি তাঁর সঙ্গে দেখা করার জন্য এগিয়ে গেলেন এবং তাঁকে প্রণাম করে চুম্বন করলেন। তাঁরা পরস্পরের কুশল জিজ্ঞাসা করলেন, তারপর শিবিরে এলেন। 8প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের উদ্ধারের জন্য ফারাও ও মিশরীদের কি দশা করেছেন এবং পথে যে সব সঙ্কটের সম্মুখীন তাঁরা হয়েছেন এবং সেই সঙ্কট থেকে প্রভু পরমেশ্বর কিভাবে তাদের উদ্ধার করেছেন, সে সব কথা মোশি তাঁকে বললেন।
9মিশরীদের কবল থেকে ইসরায়েলীদের উদ্ধার করে প্রভু তাদের যে কল্যাণ সাধন করেছেন, সে কথা জেনে যিথ্রো খুব আনন্দ প্রকাশ করলেন। 10-11তিনি বললেন, ধন্য প্রভু পরমেশ্বর, যিনি তোমাদের ফারাও ও মিশরীদের কবল থেকে উদ্ধার করেছেন। আমি এখন জানলাম যে দেবতাদের মধ্যে প্রভু পরমেশ্বরই শ্রেষ্ঠ, কারণ তিনি মিশরের ঔদ্ধত্য ও উৎপীড়ন থেকে ইসরায়েলীদের নিষ্কৃতি দিয়েছেন। 12মোশির শ্বশুর যিথ্রো ঈশ্বরের উদ্দেশে বলিদান ও হোম করলেন। হারোণ ও ইসরায়েলীদের প্রবীণ নেতারা মোশির শ্বশুরের সঙ্গে ঈশ্বরের সান্নিধ্যে সেই পবিত্র খাদ্য গ্রহণ করলেন।
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. © The Bible Society of India - 2016.