THE TALMUD SELECTIONS BY H. POLANO. PP. 313-16

TRUST IN GOD. 
P.313
-----------------------------------
incense used in the service. Their knowledge they refused
to impart to others, and the directors of the Temple, fearing
that the art might die with them, discharged them from the
service, and brought other parties from Alexandria, in Egypt,
to prepare the sweet perfume. These latter were unable to
afford satisfaction, however, and the directors were obliged
to give the service back into the hands of the family of
Abtinoss, who on their part refused to accept it again, unless
the remuneration for their services was doubled. When
asked why they so persistently refused to impart their skill
to others, they replied that they feared they might teach
some unworthy persons, who would afterwards use their
knowledge in an idolatrous worship. The members of this
family were very particular not to use perfume of any kind
themselves, lest the people should imagine that they put the
sweet spices used in the manufacture of the incense to a
baser use.
An exactly similar case to the above occurred with the
family of Garmah, which had the monopoly of the know-
ledge of preparing the show-bread used in the services ot
the Temple.
It was in reference to these cases that the son of Azai
said, " In thy name they shall call thee, and in thy city
they shall cause thee to live, and from thy own they will
give thee," meaning that trustful persons should not fear that
others might steal their occupations; "for in thy name they
will call thee," as with the families of Abtinoss and Garmah;
"and from thy own they will give thee," meaning that what
1 man earns is his own, and cannot be taken away.

Trust in God.

Rabbi Jochanan, the son of Levi, fasted and prayed to

the Lord that he might be permitted to gaze on the angel

-------------------------
p. 314
-------------------------------
Elijah, he who had ascended alive to heaven. God granted
his prayer, and in the semblance of a man Elijah appeared
before him.
"Let me journey with thee in thy travels through the
world," prayed the Rabbi to Elijah; "let me observe thy
doings, and gain in wisdom and understanding."
"Nay," answered Elijah ; "my actions thou couldst not
understand; my doings would trouble thee, being beyond
thy comprehension."
But still the Rabbi entreated:
"I will neither trouble nor question thee," he said;
"only let me accompany thee on thy way."
"Come, then," said Elijah; "but let thy tongue be mute.
With thy first question, thy first expression of astonishment,
we must part company."
So the two journeyed through the world together. They
approached the house of a poor man, whose only treasure
and means of support was a cow. As they came near, the
man and his wife hastened to meet them, begged them to
enter their cot, and eat and drink of the best they could
afford, and to pass the night under their roof. This they
did, receiving every attention from their poor but hospitable
host and hostess. In the morning Elijah rose up early
and prayed to God, and when he had finished his prayer
behold the cow belonging to the poor people dropped dead.
Then the travellers continued on their joumey.
Much was Rabbi Jochanan perplexed. "Not only did
we neglect to pay them for their hospitality and generous
services, but his cow we have killed f and he said to Elijah,
"Why didst thou kill the cow of this good man, who"
"Peace," interrupted Elijah; "hear, see, and be silent I
If I answer thy questions we must part."
And they continued on their way together.

-----------------
P.315
-------------------
Towards evening they arrived at a large and imposing
mansion, the residence of a haughty and wealthy man.
They were coldly received; a piece of bread and a glass
of water were placed before them, but the master of the
house did not welcome or speak to them, and they remained
there during the night unnoticed. In the morning Elijah
remarked that a wall of the house required repairing, and
sending for a carpenter, he himself paid the money for the
repair, as a return, he said, for the hospitality they had
received.
Again was Rabbi Jochanan filled with wonder, but he
said naught, and they proceeded on their journey.
As the shades of night were falling they entered a city
which contained a large and imposing synagogue. As it
was the time of the evening service they entered and were
much pleased with the rich adornments, the velvet cushions,
and gilded carvings of the interior. After the completion
of the service, Elijah arose and called out aloud, "Who is
here willing to feed and lodge two poor men this night?"
none answered, and no respect was shown to the travelling
strangers. In the morning, however, Elijah re-entered the
synagogue, and shaking its members by the hands, he said,
"I hope that you may all become presidents."
Next evening the two entered another city, when the
Shamas (sexton) of the synagogue, came to meet them, and
notifying the members of his congregation of the coming of
two strangers, the best hotel of the place was opened to
them, and all vied in showing them attention and honour.
In the morning, on parting with them, Elijah said, " May
the Lord appoint over you but one president."
Jochanan could resist his curiosity no longer. "Tell
me," said he to Elijah, "tell me the meaning of all these
actions which I have witnessed. To those who have treated
---------------
P.316
---------------
us coldly thou hast uttered good wishes; to those who have
been gracious to us thou hast made no suitable return.
Even though we must part, I pray thee explain to me the
meaning of thy acts.".
"Listen," said Elijah, "and learn to trust in God, even
though thou canst not understand His ways. We first entered
the house of the poor man, who treated us so kindly. Know
that it had been decreed that on that very day his wife
should die. I prayed unto the Lord that the cow might
prove a redemption for her; God granted my prayers, and
the woman was preserved unto her husband. The rich man,
whom next we called up, treated us coldly, and I repaired
his wall . I repaired it without a new foundation, without
digging to the old one. Had he repaired it himself he
would have dug, and thus discovered a treasure which lies
there buried, but which is now for ever lost to him. To
the members of the synagogue who were inhospitable I said,
'May you all be presidents,' and where many rule there can
be no peace; but to the others I said, ' May you have but
one presidentwith one leader no misunderstanding may
arise. Now, if thou seest the wicked prospering, be not
envious; if thou seest the righteous in poverty and trouble,
be not provoked or doubtful of God's justice. The Lord
is righteous, His judgments all are true; His eyes note all
mankind, and none can say, 'What dost thou ?'"
With these words Elijah disappeared, and Jochanan was
left alone.



Main Link 



দেখুন মথি ২২: ৩২-৩৩, মার্ক ১২: ১৮-২৭, লুক ২০: ২৭-৪০

মথি ২২: ৩২-৩৩
পুনরুত্থান সম্পর্কে বিতর্ক
23সেদিন সদ্দুকী সম্প্রদায়ের কয়েকজন লোক তাঁর কাছে এসেছিল। (এরা বলত পুনরুত্থান বলে কিছু নেই)।মার্ক 12:18-27; লুক 20:27-38।প্রেরিত 23:6-8। 24তারা বলল, গুরুদেব, মোশি বলেছেন, ‘কেউ যদি নিঃসন্তান অবস্থায় মারা যায়, তাহলে মৃতের ভাই সেই বিধবাকে বিয়ে করে নিজের ভাইয়এর বংশ রক্ষা করবে’।দ্বি.বি. 25:5-6।25সাতটি ভাই আমাদের এখানে বাস করত। বড় ভাইটি বিয়ের পর মারা গেল এবং তার কোন সন্তান না থাকায় তার ভাই তার স্ত্রীকে বিয়ে করল। 26অনুরূপ ভাবে দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে সপ্তম ভাই পর্যন্ত সকলেই তাই করল। 27স্ত্রীলোকটি নিজেও শেষে মারা গেল। 28তাহলে পুনরুত্থানে এই সাতজনের মধ্যে সে কার স্ত্রী হবে? কারণ সকলেই তো তাকে বিয়ে করেছিল।
29যীশু তাদের বললেন, তোমরা ভুল করছ, তোমাদের না আছে শাস্ত্রজ্ঞান, না আছে ঈশ্বরের শক্তি সম্বন্ধে কোনো ধারণা। 30মৃতেরা যখন পুনরুত্থিত হয় তখন তারা বিয়ে করে না, কাউকেও আর বিয়ে দেওয়া হয় না, তারা হয় স্বর্গদূতের মত। 31মৃতদের পুনরুত্থান সম্বন্ধে স্বয়ং ঈশ্বর কি বলেছেন তা কি তোমরা পড় নি? 32তিনি বলেছেন, ‘আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর’। এর অর্থ হল যে তিনি মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদের ঈশ্বর।মথি 8:11; যাত্রা 3:6। 33যীশুর কথা শুনে ও তাঁর শিক্ষায় তারা চমৎকৃত হল।

জীবিত হয়ে উঠবার বিষয়ে
23সেই একই দিনে কয়েকজন সদ্দূকী ঈসার কাছে আসলেন। সদ্দূকীদের মতে মৃতদের জীবিত হয়ে ওঠা বলে কিছু নেই। 24এইজন্য তাঁরা ঈসাকে জিজ্ঞাসা করলেন, “হুজুর, মূসা বলেছেন, যদি কোন লোক সন্তানহীন অবস্থায় মারা যায় তবে তার ভাই তার স্ত্রীকে বিয়ে করে ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করবে। 25আমাদের এখানে সাত ভাই ছিল। প্রথম জন বিয়ে করে মারা গেল এবং সন্তান না থাকাতে সে তার ভাইয়ের জন্য নিজের স্ত্রীকে রেখে গেল। 26এইভাবে দ্বিতীয়, তৃতীয় ও সপ্তম ভাই পর্যন্ত সেই স্ত্রীকে বিয়ে করল। 27শেষে সেই স্ত্রীলোকটিও মারা গেল। 28তাহলে মৃতেরা যখন জীবিত হয়ে উঠবে তখন ঐ সাত ভাইয়ের মধ্যে এই স্ত্রীলোকটি কার স্ত্রী হবে? তারা সবাই তো তাকে বিয়ে করেছিল।”
29ঈসা তাঁদের বললেন, “আপনারা ভুল করছেন, কারণ আপনারা পাক-কিতাবও জানেন না, আল্লাহ্‌র শক্তির বিষয়েও জানেন না। 30মৃতেরা জীবিত হয়ে উঠবার পরে বিয়ে করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না; তারা ফেরেশতাদের মত হবে। 31মৃতদের জীবিত হয়ে উঠবার বিষয়ে আল্লাহ্‌ যে কথা আপনাদের বলেছেন সেই কথা কি আপনারা পাক-কিতাবে পড়েন নি? 32তাতে লেখা আছে, ‘আমি ইব্রাহিমের আল্লাহ্‌, ইসহাকের আল্লাহ্‌ এবং ইয়াকুবের আল্লাহ্‌।’ কিন্তু আল্লাহ্‌ তো মৃতদের আল্লাহ্‌ নন, তিনি জীবিতদেরই আল্লাহ্‌।”
33এই কথা শুনে লোকেরা তাঁর শিক্ষায় আশ্চর্য হল।
================================================


মার্ক ১২: ১৮-২৭
জীবিত হয়ে উঠবার বিষয়ে
18কয়েকজন সদ্দূকী ঈসার কাছে আসলেন। সদ্দূকীদের মতে মৃতদের জীবিত হয়ে ওঠা বলে কিছু নেই। এইজন্য তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, 19“হুজুর, মূসা আমাদের জন্য এই কথা লিখে গেছেন, ‘যদি কোন লোকের ভাই সন্তানহীন অবস্থায় স্ত্রী রেখে মারা যায় তবে সেই লোক তার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করবে এবং ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করবে।’ 20খুব ভাল, তারা সাত ভাই ছিল। প্রথমজন বিয়ে করে সন্তানহীন অবস্থায় মারা গেল। 21তখন দ্বিতীয়জন ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করল, কিন্তু সেও সন্তানহীন অবস্থায় মারা গেল। তৃতীয়জনের অবস্থাও তা-ই হল। 22এইভাবে সাতজনের কারও ছেলেমেয়ে হল না। শেষে সেই স্ত্রীলোকটিও মারা গেল। 23তাহলে মৃত লোকেরা যখন জীবিত হয়ে উঠবে তখন সে কার স্ত্রী হবে? কারণ সাতজনের প্রত্যেকেই তো তাকে বিয়ে করেছিল।”
24জবাবে ঈসা বললেন, “আপনারা ভুল করছেন, কারণ আপনারা কিতাবও জানেন না এবং আল্লাহ্‌র শক্তির বিষয়েও জানেন না। 25মৃত লোকেরা যখন জীবিত হয়ে উঠবে তখন তারা বিয়েও করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না; তারা তখন ফেরেশতাদের মত হবে। 26মৃতদের জীবিত হয়ে উঠবার বিষয়ে নবী মূসার কিতাবে লেখা জ্বলন্ত ঝোপের কথা কি আপনারা পড়েন নি যে, আল্লাহ্‌ তাঁকে বললেন, ‘আমি ইব্রাহিমের আল্লাহ্‌, ইসহাকের আল্লাহ্‌ ও ইয়াকুবের আল্লাহ্‌’? 27আল্লাহ্‌ তো মৃতদের আল্লাহ্‌ নন, তিনি জীবিতদেরই আল্লাহ্‌। আপনারা খুব ভুল করছেন।”

================================

লুক ২০: ২৭-৪০

জীবিত হয়ে উঠবার বিষয়ে
27সদ্দূকীদের মধ্যে কয়েকজন ঈসার কাছে আসলেন। সদ্দূকীদের মতে মৃতদের জীবিত হয়ে উঠা বলে কিছু নেই। তাঁরা ঈসাকে জিজ্ঞাসা করলেন, 28“হুজুর, মূসা আমাদের জন্য এই কথা লিখে গেছেন, সন্তানহীন অবস্থায় যদি কোন লোক তার স্ত্রীকে রেখে মারা যায়, তবে তার ভাই তার স্ত্রীকে বিয়ে করে ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করবে। 29খুব ভাল, ধরুন, সাতজন ভাই ছিল। প্রথম জন বিয়ে করে সন্তানহীন অবস্থায় মারা গেল। 30-31পরে দ্বিতীয় ও তার পরে তৃতীয় ভাই সেই বিধবা স্ত্রীকে বিয়ে করল এবং সেই একইভাবে সাতজনই ছেলেমেয়ে না রেখে মারা গেল। 32শেষে সেই স্ত্রীলোকটিও মারা গেল। 33তাহলে যেদিন মৃতেরা জীবিত হয়ে উঠবে সেই দিন সে কার স্ত্রী হবে? সাতজনের প্রত্যেকেই তো তাকে বিয়ে করেছিল।”
34ঈসা তাঁদের বললেন, “এই কালের লোকেরা বিয়ে করে এবং তাদের বিয়ে দেওয়া হয়। 35কিন্তু মৃত্যু থেকে জীবিত হয়ে আগামী যুগে পার হয়ে যাবার যোগ্য বলে যাদের ধরা হবে, তারা বিয়ে করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না। 36তারা আর মরতে পারে না, কারণ তারা ফেরেশতাদের মত। তারা আল্লাহ্‌র সন্তান কারণ মৃত্যু থেকে তাদের জীবিত করা হয়েছে। 37জ্বলন্ত ঝোপের বিষয়ে যেখানে লেখা আছে সেখানে মূসা দেখিয়ে দিয়েছেন যে, মৃতেরা সত্যিই জীবিত হয়ে ওঠে। সেখানে মূসা মাবুদকে ‘ইব্রাহিমের আল্লাহ্‌, ইসহাকের আল্লাহ্‌ ও ইয়াকুবের আল্লাহ্‌’ বলে ডেকেছেন। 38কিন্তু আল্লাহ্‌ তো মৃতদের আল্লাহ্‌ নন, তিনি জীবিতদেরই আল্লাহ্‌। তাঁরই উদ্দেশ্যে সব লোক বেঁচে থাকে।”
39তখন কয়েকজন আলেম বললেন, “হুজুর, আপনি ভালই বলেছেন।” 40তাঁরা আর কোন কিছু ঈসাকে জিজ্ঞাসা করতে সাহস পেলেন না।






যিহোশূয় পুস্তকের ১৮: ২৬ শ্লোক

link

বিন্যামীন গোষ্ঠীর এলাকা
21বিন্যামীন গোষ্ঠীর পরিবারগুলির অধিকারে এই নগরগুলি ছিল: 22যিরিহো, বেথ-হগ্‌লা, এমেক-কেশিশ, বেথ-আরাবা, সেমারায়িম, 23বেথেল, আব্বিম, পারা, অফ্রা, কফর-আম্মোনী, অফ্‌নি ও গেবা। 24পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট বারোটি নগর। 25গিবিয়োন, রামাহ্, বেরোৎ, 26মিস্‌পী, কেফিরা, মোৎসা, রেকাম, 27যির্‌পেল, তারালা, সেলা, এলেফ, যিবুষ অর্থাৎ জেরুশালেম, 28গিবিয়া ও কিরিয়াত-জিয়ারিম—পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট চৌদ্দটি নগর। বিন্যামীন গোষ্ঠীর বিভিন্ন পরিবারের জন্য এই ছিল নির্দিষ্ট এলাকা।

বিচারকর্তৃগণ ২: ১১-১৩

বিচারপতি ও জননায়কদের যুগ
6যিহোশূয় ইসরায়েলীদের বিদায় দেওয়ার পর তাদের জন্য নির্ধারিত অঞ্চলে দখল কায়েম করার জন্য যে যার এলাকায় চলে গেল। 7যিহোশূয় যতদিন জীবিত ছিলেন এবং তাঁর মৃত্যুর পরে যে সব প্রবীণ নেতা ইসরায়েলীদের জন্য প্রভুর মহান কীর্তিকলাপ স্বচক্ষে দেখেছিলেন, তাঁদের জীবনকালে ইসরায়েলীরা প্রভুর সেবা-আরাধনা বজায় রেখেছিল। 8নুনের পুত্র, প্রভুর সেবক যিহোশূয় একশো দশ বছর বয়সে পরলোক গমন করেন। 9ইসরায়েলীরা তাঁকে তাঁর নিজস্ব এলাকায়, গাশ পর্বতের উত্তরে ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলে তিম্‌নাৎ-হেরেসে সমাধিস্থ করেছিল।যিহো 19:49-50 10যিহোশূয়ের সমকালীন অন্যান্য লোকেরাও একে একে মারা গেল। তাদের পরে তাদের বংশধরেরা পরমেশ্বর প্রভুর কাছ থেকে দূরে সরে গেল। ইসরায়েলীদের জন্য তিনি যেসব কীর্তিসাধন করেছিলেন তাও ভুলে গেল। 11এই ইসরায়েলীরা তাঁর ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে লাগল। তারা বেল দেবতাদের পূজা করতে লাগল। 12তাদের বিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর, যিনি মিশর থেকে তাদের উদ্ধার করে এনেছিলেন, সেই পরমেশ্বর প্রভুকে তারা পরিত্যাগ করে অন্যান্য দেবতাদের অর্থাৎ তাদের চারিদিকে যে সব জাতি বাস করত, তাদের উপাস্য দেবতাদের পূজা-অর্চনা করতে লাগল। ফলে পরমেশ্বর তাদের উপর রুষ্ট হলেন। 13প্রভু পরমেশ্বরকে পরিত্যাগ করে তারা বেল ও অষ্টারোৎ দেবদেবীদের পূজা করতে লাগল। 14ফলে ইসরায়েলীদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধাগ্নি প্রজ্বলিত হল এবং তিনি তাদের লুঠেরাদের হাতে সমর্পণ করলেন। তারা তাদের উপর হামলা করতে লাগল। তাদের চারপাশের শত্রুদের কাছে তিনি তাদের বিকিয়ে দিলেন। ফলে তারা আর শত্রুদের সামনে দাঁড়াতে পারত না। 15তারা কোন অভিযানে বের হলে প্রভু তাদের বিপর্যয়ের মুখে ঠেলে দিতেন। তারা চরম দুর্দশায় পড়ত। প্রভুর অবাধ্য হলে যে এই দুর্দশা ঘটবে, সে সম্বন্ধে তিই তাদের আগেই সতর্ক করে দিয়েছিলেন।

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...