আদি পুস্তক ৬: ১৮, ৭: ৭, ৯: ১ এবং ৯: ১৯

পবিত্র বাইবেল
পুরাতন নিয়ম।
আদিপুস্তক
অধ্যায় ৬-১০
নোহ ও জলপ্লাবনের বৃত্তান্ত

৬:
১৮. কিন্তু তোমার সহিত আমি আমার নিয়ম স্থির করিব; তুমি আপন পুৎত্রগণ, স্ত্রী ও পুত্রবধূদিগকে সঙ্গে লইয়া সেই জাহাজে প্রবেশ করিবে। 

 ৭:৭. জলপ্লাবনের অপেক্ষাতে নোহ ও তাঁহার পুৎত্রগণ এবং তাঁহার স্ত্রী ও পুৎত্রবধূগণ জাহাজে প্রবেশ করিলেন।

 ৯:১.. পরে ঈশ্বর নোহকে ও তাঁহার পুৎত্রগণকে এই আশীর্বাদ করিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, পৃথিবী পরিপূর্ণ কর।

  ৯: ১৯. এই তিন জন নোহের পুৎত্র, ইঁহাদেরই বংশ সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত হইল।


Show Link (click)  
 



 

 

যাত্রা পুস্তক৫: ২০-২১

19তখন ইসরাইলীয় পরিচালকেরা বুঝল যে, তারা বিপদে পড়েছে, কারণ তাদের বলা হয়েছিল আগে প্রতিদিন তারা যতগুলো করে ইট তৈরী করত এখনও ঠিক ততগুলোই করতে হবে। 20তারা ফেরাউনের সামনে থেকে বের হয়ে এসে মূসা ও হারুনের দেখা পেল। তাঁরা তাদের জন্যই অপেক্ষা করছিলেন। 21পরিচালকেরা তাঁদের বলল, “মাবুদ যেন আপনাদের শাস্তি দেন, কারণ ফেরাউন ও তাঁর কর্মচারীদের কাছে আপনারা আমাদের একটা দুর্গন্ধের মত করে তুলেছেন, আর তাতে আমাদের হত্যা করবার তলোয়ার তাদের হাতে তুলে দিয়েছেন।”

click link

দ্বিতীয় বিবরণ ৩২: ৬

6হে অবুঝ, বুদ্ধিহীন জাতি!
এমনি করেই কি তোমরা মাবুদকে শোধ দেবে?
তিনি কি তোমাদের পিতা ও সৃষ্টিকর্তা নন?
তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন;
তিনিই জাতি হিসাবে তোমাদের স্থাপন করেছেন।
 
 
 
 

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...