আদি পুস্তক ৬: ১৮, ৭: ৭, ৯: ১ এবং ৯: ১৯

পবিত্র বাইবেল
পুরাতন নিয়ম।
আদিপুস্তক
অধ্যায় ৬-১০
নোহ ও জলপ্লাবনের বৃত্তান্ত

৬:
১৮. কিন্তু তোমার সহিত আমি আমার নিয়ম স্থির করিব; তুমি আপন পুৎত্রগণ, স্ত্রী ও পুত্রবধূদিগকে সঙ্গে লইয়া সেই জাহাজে প্রবেশ করিবে। 

 ৭:৭. জলপ্লাবনের অপেক্ষাতে নোহ ও তাঁহার পুৎত্রগণ এবং তাঁহার স্ত্রী ও পুৎত্রবধূগণ জাহাজে প্রবেশ করিলেন।

 ৯:১.. পরে ঈশ্বর নোহকে ও তাঁহার পুৎত্রগণকে এই আশীর্বাদ করিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, পৃথিবী পরিপূর্ণ কর।

  ৯: ১৯. এই তিন জন নোহের পুৎত্র, ইঁহাদেরই বংশ সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত হইল।


Show Link (click)  
 



 

 

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...