বুখারী (রঃ)....কিতাবুল মাগাযীতে উল্লেখ করেন যায়দ ইবন আরকাম থেকে বর্ণিত আছে যে, তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে, রাসুলুল্লাহ্ (সা) কয়টি গাযওয়ায় অংশগ্রহণ করেছেন ? তিনি বললেন ১৯ টিতে ৷
আর সহীহ্ বুখারীতে বুরায়দা সুত্রে বর্ণিত আছে, রাসুলুল্লাহ্ (সা) ১৬ টি গাযওয়ায় যোগদান করেন ৷ আর মুসলিম শরীফে একই রাবী থেকে বর্ণিত আছে, যে, তিনি রাসুলুল্লাহ্ (সাঃ)-এর সঙ্গে ১৬ টা গাযওয়ায় অংশ গ্রহণ করেন ৷ একই রাবী সুত্রে মুসলিমের বর্ণনায় আছে যে, রাসুলুল্লাহ্ (স) ১৯ টা গাযওয়ায় যোগদান করেন ৷ আর এগুলোর মধ্যে যুদ্ধ করেন ৮ টিতে ৷ হাকিম (রঃ) হিশাম সুত্রে কাতাদার বরাতে বর্ণনা করেন, রাসুলুল্লাহ্ (সা) এর গাযওয়া এবং সারিয়ার মোট সংখ্যা ছিল ৪৩ টি ৷ ইমাম আহমদ (রঃ) আযহার ইবন কাসিম রাসিবী সুত্রে কাতাদা থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ্ (স)-এর গাযওয়া ও সারিয়ার মোট সংখ্যা ৪৩টি (১৯টি গাযওয়া আর ২৪টি সারিয়া)মহানবী (সঃ) এর জীবদ্দশায় 19 টি গাযওয়া + 24 টি সারিয়া = 43 টি যুদ্ধ সংগঠিত হয়।
বিঃ দ্রঃ গাযওয়া হচ্ছে ঐ সব যুদ্ধাভিযান, যেণ্ডলোতে স্বয়ং নাবী কারীম (সাঃ) উপস্থিত ছিলেন ৷ পক্ষান্তরে সারিয়া বলা হয় তাঁর প্রেরিত বাহিনীগুলির অভিযান সমূহকে।
বিঃ দ্রঃ গাযওয়া হচ্ছে ঐ সব যুদ্ধাভিযান, যেণ্ডলোতে স্বয়ং নাবী কারীম (সাঃ) উপস্থিত ছিলেন ৷ পক্ষান্তরে সারিয়া বলা হয় তাঁর প্রেরিত বাহিনীগুলির অভিযান সমূহকে।
তথ্য সূত্রঃ
(আল বিদায়া ওয়ান নিহায়া, তৃতীয় খন্ডঃ 429 পৃষ্ঠা)
No comments:
Post a Comment