কোন মহিলার স্বামী নিরুদ্দেশ হয়ে গেলে কতদিন অপেক্ষার তিনি অন্য জায়গায় বিবাহ বসতে পারবেন?

 উত্তর : কোনো কোনো মত অনুযায়ী ৪ বছর। আবার ৭ বছর এর মতও আছে। সারা জীবন অপেক্ষা করতে হবে - এমন মতও আছে। আসলে এখানে বিষয়টি পরিবেশ পরিস্থিতির আলোকে দেখতে হবে। যেমন: স্বামী যদি দুই বছর খোরপোষ না দেয়, অথবা আরো কম সময় হতে পারে, স্ত্রী তাহলে বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। আবার স্বামী যদি পুরুষত্ব হীন হয়, স্ত্রীর জৈবিক চাহিদা মেটাতে না পারে, তবে স্ত্রী বিচ্ছেদ চাইতে পারে। এখানে সময়ের কোনো বালাই নাই। সুতরাং, স্বামীর নিরুদ্দেশ হওয়ার দ্বারা স্ত্রী কি ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছে, কোনো পাপে জড়িয়ে পড়ছে কিনা, ইত্যাদি দিক বিবেচনা করে আদালত বিচ্ছেদের রায় দিতে পারে এবং সময় কম বেশী করতে পারে। এক্ষেত্রে আদালত নিরুদ্দেশ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে স্ত্রীর অবস্থার পরিপ্রেক্ষিতে সময় কম বেশী করতে পারবে এবং বিচ্ছেদের আদেশ দিতে পারবে।

উক্ত আদেশের পর ইদ্বত পালনের পর ঐ মহিলা অন্যত্র বিবাহ বসতে পারবেন।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...