হারাম রিলেশন থেকে বের হওয়া ।

প্রশ্ন :   আসসালামু আ'লাইকুম।কেউ আগে হারাম রিলেশনে ছিল। তখন সে অনেককে জানিয়েছে যে তার অমুকের সাথে রিলেশন আছে।পরে যখন সে এই রিলেশন থেকে বেরিয়ে আসে এবং তাওবা করে তখন অনেকে জানতে চান রিলেশন আছে কিনাএই অবস্থায় সে কি করবে?কি ধরনের উত্তর দিবে?সে কি অস্বীকার করবে যে তার রিলেশন ছিল না?

উত্তর : মূলত: আমাদের এ ব্যপাারে প্রশ্নের উত্তর আগেই দেওয়া আছে। আপনি যখন হারাম রিলেশনে ছিলেন, তখন মূলত: আপনারা দুইজনই অপরাধী ছিলেন, যদি জেনা জাতীয় কিছু করে থাকেন, তাহলে শরীয়ত অনুযায়ী দুইজনই শাস্তিযোগ্য। এখন কথা হচ্ছে, আপনি বুঝ পাওয়ার পরে হারাম রিলেশন থেকে বের হয়ে আসলেন, এর মানে তো এই না যে, তাকে বিয়ে করাও হারাম । বরং, আমাদের মত হচ্ছে, আপনারা বিয়ে করে, উভয়ে মিলে তওবা করুন। এটিই ইসলামের সৌন্দর্য । কারণ, দুইজনই চোর, চুরির মাল দুইজনই ভোগ করেছেন, সুতরাং, ফেরত দিতে হলে, দুইজনকেই ফেরত দিতে হবে। মাঝপথে আপনি ভালো হয়ে গেলেন, তাকে একাকী ছেড়ে দিলেন, এমতাবস্থায় দোষ তো আপনারও আছে, সে আত্মহত্যা করতে পারে। অথবা, নারী জাতি বা পুরুষজাতির উপর থেকে তার মন উঠে যেতে পারে। পরবর্তীতে সে বিবাহ করলে, কখনোই তার নারীর প্রতি বা পুরুষের প্রতি সেই সম্মান থাকবেনা, সে মনে করবে নারী ধোকাবাজ বা পুরুষ জাতটাই ধোকাবাজ। এই সমস্ত মনস্তাত্বিক ও সামাজিক কারণে এবং নৈতিকতার কারণেই, আমাদের মত হলো, যেহেতু দুইজনেরই দোষ আছে, সেহেতু যদি একজনের মধ্যে বুঝ এসে যায়, তাহলে আরেকজনকে বুঝানোর দায়িত্বও তার। উভয়ে মিলে তওবা করে বিয়ে করে নেবে। এটি সবদিক থেকেই মঙ্গল এবং সাহাবাদের পরবর্তী কার্যাবলী থেকে এরই প্রমাণ পাওয়া যায়।

হ্যাঁ, আপনি ভালো হয়ে গেছেন, আপনি তাকে বলেছেন যে, আসো আমরা বিয়ে করে ফেলি, সম্পর্ককে হালাল করে নিই, কিন্তু এরপরেও সে রাজী হয়নাই, তাহলে তো আর আপনার করার কিছু নাই। তাইলে আপনার পথে আপনি, তার পথে সে। আরেকটা কথা, এসব ক্ষেত্রে বাবা-মা রাজী না, এ ধরণের ওজর গ্রহণযোগ্য না।

এখন আসেন, কেউ জিজ্ঞেস করলে স্বীকার করা না করার বিষয়। এ ক্ষেত্রে, একটি মূলনীতি মনে রাখতে হবে। যে বিষয়ের সাথে কারো অধিকার জড়িত, বা কোনো তথ্য জড়িত, সেসব বিষয় ছাড়া, ব্যাক্তিগত গুণাহ যার স্বীকার বা অস্বীকার করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাক্তির কোনো লাভ ক্ষতি জড়িত না, তা প্রকাশ করার কোনো দরকার নাই। প্রয়োজনও নাই। সেসব ক্ষেত্রে জওয়াব না দেওয়াই উত্তম। আর যদি জওয়াব দিতেই হয়, তাহলে তাওরিয়া এর মাধ্যমে উত্তর দেওয়া যেতে পারে। তওরিয়া হচ্ছে, একটি সত্যকে আড়াল করার জন্য হিকমত খাটিয়ে কথা বলা।

2 comments:

  1. বরং, আমাদের মত হচ্ছে, আপনারা বিয়ে করে, উভয়ে মিলে তওবা করুন। এটিই ইসলামের সৌন্দর্য
    This not true. read this:
    https://islamqa.info/en/answers/183356/they-committed-zina-and-got-married-before-they-repented-do-they-have-to-do-a-new-marriage-contract

    ReplyDelete
  2. উভয়ে মিলে তওবা করুন and then আপনারা বিয়ে করুন

    ReplyDelete

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...