প্রশ্ন-বিস্তারিত:
এক ব্যাক্তির বয়স ৮০। ছেলেদের কোনো গুরুতর অন্যায়ের কারণে তার ছেলেদের উপর খুব রাগ করে তাদের সম্পত্তি না দেওয়ার কথা বলেছেন। এটা কি ইসলাম সম্মত হবে ? উনাকে কি এজন্য আল্লাহর কাছে জবাবদিহী করতে হবে ?
উত্তর:
প্রথমত একজন ব্যাক্তি তার মোট সম্পত্তির এক তৃতীয়াংশ (তিন ভাগের এক ভাগ) এমনিতেই উত্তরাধিকার ব্যতীত অন্যান্য কাউকে বা অন্য কোথাও অসীয়ত করে যেতে পারেন। এজন্য অসীয়ত নামা দলিলও করে যেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে এটা জরুরী এবং ইসলামের নির্দেশ। যেমন: দ্বীনী কাজে বা নিজের কোনো নাতির জন্য যার বাবা মারা গেছে যার ফলে সে উত্তরাধিকার হবে না। বাকী দুই তৃতীয়াংশ সম্পত্তির ব্যাপারে বলা যায়, ইসলাম সাধারণত মনে করে, সন্তান সৎ সন্তান হবে, বাবা মায়ের অধিকার কর্তব্য ও ইহসান (কর্তব্যের চাইতেও বেশী করা) , জায়েজ ক্ষেত্রে তাদের কথা মেনে চলা, তাদের মন রক্ষা করা ইত্যাদি ক্ষেত্রে সচেতন হবে এবং যথাযথ ভাবে পালন করবে।
(১) সেই ধরণের ক্ষেত্রে কোনো সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবেনা, যতক্ষণ পর্যন্ত না ঐ পিতার নিজের সম্পত্তি তার নিজের জন্যই ব্যবহার করতে বা বিক্রি করতে হয়। ধরেন, শেষ বয়সে অসুখ হলো, এখন সন্তানদের কারো সামর্থ্য নাই মাতা পিতার চিকিৎসা করা। ফলে ঐ পিতা তার সম্পত্তি বিক্রয় করেই নিজের চিকিৎসা করাতে পারবে। এক্ষেত্রে যদি কোনো সন্তান বাধা দেয়, এবং ঐ অসুস্থতার কারণে যদি পিতা বা মাতা মারা যায়, তবে তো এমন যেন সন্তানেরা পিতা মাতাকে হত্য করলো।
(২) বিপরীত পক্ষে, যদি দেখা যায়, সন্তানেরা শরীয়ত সম্মত ভাবে চলাফেরা করেনা, এবং পিতা মাতার প্রতি যে খোজ খবর, আচার আচরণ প্রয়োজন ছিল সন্তানেরা সেই দায়িত্ব পালন করেনা, তবে, ঐ পিতা নিজের বাকী দুই তৃতীয়াংশ সম্পত্তির ব্যাপারে যে কোনো সীদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
(৩) আর যদি দেখা যায় সন্তানেরা শরীয়ত সম্মত ভাবে জীবন যাপন করে, বাবা মায়ের প্রতি যথাযথ কর্তব্যও পালন করে, তবে, সেক্ষেত্রে তাদেরকে কোনো ক্রমেই সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবেনা, যদি কেউ এরূপ ক্ষেত্রেও সন্তানদেরকে উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করে, তাবে তাকে আল্লাহর নিকট জবাবদিহী করতে হবে।
No comments:
Post a Comment