স্ত্রীকে আদর করে বোন বলে ডাকলে কি কোনো সমস্যা হবে?
আদর করে স্ত্রীকে বোন ডাকা উচিৎ নয়। হাদিসে রাসূল (সা.) এমনটি করতে নিষেধ করেছেন।
হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ، أَنَّ رَجُلًا قَالَ لِامْرَأَتِهِ: يَا أُخَيَّةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُخْتُكَ هِيَ؟، فَكَرِهَ ذَلِكَ وَنَهَى عَنْهُ
‘আবু তামীমাহ আল হুজাইমী (রা.) সূত্রে বর্ণিত। এক ব্যক্তি তার স্ত্রীকে বললো, হে আমার বোন? রাসূল (সা.) বললেন, সে কি তোমার বোন? তিনি তার এরূপ সম্বোধনকে অপছন্দ করলেন এবং এরূপ করতে নিষেধ করলেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২২১০]
উল্লেখ্য, স্ত্রীকে বোন ডাকার সময় স্বামীর যদি এই নিয়ত থাকে যে, তার বোন যেমন তার উপর হারাম তেমনি তার স্ত্রীও, তাহলে এর দ্বারা যিহার হয়ে যায় এবং স্ত্রী হারাম হয়ে। এক্ষেত্রে পুনরায় স্ত্রী হালাল হওয়ার জন্য স্বামীকে যিহারের কাফফারা দিতে হয়।
সূরা মুজাদালাহ, আয়াত: ৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
No comments:
Post a Comment