পুরুষের খালি গায়ে থাকা।

প্রশ্ন:   আসসালামু আলাইকুম। আমাদের বাসায় প্রতিদিনের ধোয়া-মোছার জন্য কাজের মহিলা আসেন। তার সামনে খালি গায়ে যাওয়া যাবে? এছাড়াও আমার রূমের বিপরীতে একটা ভবনের ফ্ল্যাটের জানালা আর ব্যালকনি আছে যেখান থেকে ঐ ফ্ল্যাটের মহিলাদের চোখে আমার খালি গায়ে থাকা অবস্থায় দৃশ্যমান হওয়াটা অস্বাভাবিক নয় বিশেষত এই গরমের দিনগুলাতে। এভাবে গায়রে মাহরামের সামনে খালি গায়ে থাকাটা কি জায়েয? যদি নাজায়েজ হয়,তাহলে গরমের দিনে আমি জানালা না খুলে থাকতে অপারগ,সেক্ষেত্রে আমার কী করণীয়?


জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। 
সুতরাং এতটুকু অংশ ঢাকা পুরুষ এর উপর ফরজ।
পুরো শরীর ঢাকা পুরুষের জন্য ফরজ নয়। 

হযরত আমর ইবনে শুআইব রাহ. তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না। পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। (সুনানে কুবরা, বায়হাকী, হাদীস : ৩২৩৫; সুনানে আবু দাউদ, হাদীস : ৪৯৭; সুনানে দারা কুতনী ১/৩২০ 

বিশুদ্ধ মতে কোন পুরুষের জন্য অন্য কোন পুরুষের সতর তার নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং কোন মহিলার জন্য অন্য কোন মহিলার সতর হাত, পা, ঘাড় ও মাথা ছাড়া তার বাকি অংশটুকু তথা গলা বা ঘাড় থেকে হাঁটু পর্যন্ত। অনুরূপভাবে কোন পুরুষের জন্য অন্য কোন বেগানা মহিলার পুরো শরীরটিই সতর। তবে কোন পুরুষের জন্য তার কোন মাহরাম (যাকে চিরতরে বিবাহ্ করা তার জন্য হারাম) মহিলার সতর ততটুকুই যতটুকু কোন মহিলার জন্য অন্য কোন মহিলার সতর।

আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:

لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ، وَلَا الـْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ، وَلَا يُفْضِيْ الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِيْ ثَوْبٍ وَاحِدٍ، وَلَا تُفْضِيْ الـْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِيْ الثَّوْبِ الْوَاحِدِ.

‘‘কোন পুরুষ অন্য কোন পুরুষের সতরের দিকে একেবারেই তাকাবে না এবং কোন মহিলা অন্য কোন মহিলার সতরের দিকে একেবারেই তাকাবে না। তেমনিভাবে কোন পুরুষ অন্য কোন পুরুষের সাথে একই কাপড়ের নিচে অবস্থান করবে না এবং কোন মহিলা অন্য কোন মহিলার সাথে একই কাপড়ের নিচে অবস্থান করবে না’’। (মুসলিম ৩৩৮)

পুরুষের সতর হল নাভি থেকে নিয়ে হাটু পর্যন্ত। অর্থাৎ এতটুকু স্থান অন্য ব্যক্তিদের সামনে ঢেকে রাখা ফরজ। বাকি মানুষের সামনে যাওয়ার সময় ক্ষেত্র ও সমাজ হিসেবে যা শালীন, ও তাকওয়া প্রকাশক করে এমন পোশাক পরিধান করা উত্তম।

শরীয়তের বিধান হলো মহিলাদের জন্য পর পুরুষের চেহারা দেখা, যদি আকৃষ্ট হবার শংকা না থাকে,ফেতনার আশংকা না থাকে,  তাহলে জায়েজ আছে।

★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে সতর ঢেকে খালি গায়ে কাজের মহিলার সামনে যাওয়া যাবে।
তবে ফিতনার আশংকা থাকলে এভাবে যাওয়া জায়েজ হবেনা।
,
সুতরাং এভাবে গায়রে মাহরামের সামনে খালি গায়ে থাকাটা জায়েজ হবে।
শর্ত হলো আকৃষ্ট হবার শংকা না থাকা।
শংকা থাকলে তাদের জন্য আপনার দিকে তাকানো নাজায়েজ হবে।
,
তবে উভয় ছুরতে তাদের (কাজের মেয়ে,অন্যান্য দের)  দিকে তাকানো আপনার জন্য নাজায়েজ।  


(আল্লাহ-ই ভালো জানেন)
------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)



No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...