মহিলাদের ফতওয়া দেওয়া অধিকার ও সীমা ।

 প্রশ্ন-বিস্তারিত: মেয়েদের ফতোয়া দেওয়া নিষেধ এটা কি সত্যি??


উত্তর : আলেমদের ফতওয়ার একটা শরয়ী ভিত্তি আছে। ঐ দৃষ্টিতে যোগ্যতা সম্পন্ন আলেম থাকা সত্ত্বেও মহিলাদের নিকট থেকে ফতওয়া গ্রহণ করা উচিত নয়। এতে সমাজ পরিচালক হিসেবে পুরুষদের যে দায়িত্ব ও যোগ্যতা সৃষ্টিকর্তা এমনিতেই দিয়ে রেখেছেন, সেই বিষয়ের উপর আঘাত আসবে, এবং বিশৃংখলা সৃষ্টির সমূহ আশংকা রয়েছে। তবে, বিশেষ উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজন সাপেক্ষে কোনো যোগ্যতা সম্পন্ন মহিলার পরামর্শ ও মতামত চাওয়া যেতে পারে, এবং কাজী বা প্রশাসক ঐ মতামতের ভিত্তিতে ফায়সালা গ্রহণও করতে পারে। কিন্তু এখানে দুটি বিষয় ও শর্ত অবশ্যই খেয়াল রাখতে হবে, ১) এটা শুধুমাত্র উদ্ভুত বিশেষ পরিস্থিতির জন্য সাময়িক, বা এক্সেপশন। ২) উক্ত নারীর ফতওয়া বা মতামত সরাসরি গ্রহণ ও এ্যাপ্লাই করা যাবেনা, বরং, ঐ মতামত এ্যপ্লাই করতে হবে কোনো পুরুষ কাজী (বিচারক) বা পুরুষ প্রশাসক কর্তৃক, তাদের যাচাই বাছাই অনুমোদন ও অনুমতি ও তাদের জারী করা অর্ডিন্যান্স সাপেক্ষে।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...