মুসলমান বানানোর উদ্দেশ্যে অন্য ধর্মের মেয়ে বা ছেলের সাথে প্রেম ও বিবাহ বৈধ কিনা ?

 প্রশ্ন-বিস্তারিত:


প্রশ্ন : এই প্রশ্নটি আমার এক মুসলমান বন্ধুর,, সে প্রশ্ন করেছে,,, কোনো মুসলমান ছেলে যদি একটি হিন্দু মেয়ের সাথে প্রেম করে তাকে মুসলমান বানিয়ে তারপর তাকে বিবাহ করে। তাহলে এখানে প্রেম করা এবং বিবাহ করা,, ইসলামের আলোকে সঠিক হবে কিনা???

উত্তর : মোটেও সঠিক হবে না। এসব প্রেম এর অর্থই হলো জিনায় লিপ্ত হওয়া। জিনা শুধু সংগম করাই নয়, বরং, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কন্ঠস্বরের জিনা, সব জিনাই রয়েছে। সুতরাং, প্রেমটাই ছিল জিনা, তা মুসলিম মেয়ের সাথে হোক আর হিন্দু মেয়ের সাথে হোক। শুতরাং, বিবাহের উদ্দেশ্যে জিনা করার অনুমতি কেউ কোনোদিন দেয়নি, ইসলামও দেয়নি। বরং, রাসুল সা: এর যুগে যে কয়টি জিনার শাস্তি দেওয়া হয়েছে, এবং হত্যা করা হয়েছে, কাউকে জিজ্ঞেস করা হয়নাই, তোমরা বিবাহের উদ্দেশ্যে জিনা করেছিলে কিনা, এবং এই বিষয়টি প্রশ্নাতীত।

দ্বিতীয়ত: বিবাহের উদ্দেশ্যেই এখানে ইসলাম গ্রহণ করা হচ্ছে। অথচ, প্রয়োজন ছিল আল্লাহকে এক জেনে এবং রাসুল সা: কে শেষ নবী জেনে মনের আগ্রহ নিয়ে ইসলাম গ্রহণ করবে। কিন্তু এখানে সেই স্পিরিট অনুপস্থিত। এখানে নিয়তেই গলদ থেকে যাচ্ছে।

তৃতীয়ত: এ ধরণের ক্ষেত্রে, কাউকে ধর্মান্তরিত করার প্রশ্নে বিবাহের উদ্দেশ্যকে কোনদিনই কোনো আলেম সমর্থন করেন নাই, এর একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, আপনি তাকে বিবাহ করছেন বা অবৈধ প্রেম করছেন তাকে মুসলমান বানাবেন বলে, কিন্তু দেখা গেল তার প্রেমে এমন ভাবে মজে গেলেন যে, তাকে মুসলমান বানাবেন দুরের কথা সে-ই আপনাকে হিন্দু বানিয়ে ফেলেছে। কারণ, তাকে ছাড়া আপনি থাকতে পারছেন না। অতএব, সব ধর্মের ক্ষেত্রেই এটি প্রযোজ্য এবং এরকম অনেক উদাহারণও আছে।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...