সংক্ষেপে সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা

 প্রশ্ন-বিস্তারিত: কিভাবে ব্যাংক পরিচালনা করলে সুদবিহীন ব্যাংকিং হবে।


উত্তর: সবচেয়ে সহজ দুটি পদ্ধতি হলো : ১) গ্রাহক ব্যাংকে যে আমানত রাখবে, আপনি ব্যাংকের মালিক হিসেবে গ্রাহকের সেই টাকা দিয়ে হালাল ব্যবসা করবেন। গ্রাহক ও আপনার মধ্যে চুক্তি থাকবে, ব্যবসার লাভ বা লোকসানে গ্রাহক ও আপনি অংশীদার । যেমন: গ্রাহক ৬৫% এবং আপনি ৩৫% । লাভ হলে গ্রাহক ৬৫% পাবে, আবার লস হলেও গ্রাহকের আমানত থেকে ৬৫% কর্তন হবে। এইটা হালাল অংশীদারী ব্যবসা এবং এর মধ্যে বরকত রয়েছে।


২) আপনি যখন কাউকে লোন দিবেন, তখন সরাসরি তাকে টাকা দিবেন না, নিজে মাল কিনে দিবেন, শর্ত হলো এইটা কাগজে কলমে নয়, বরং, মাল আপনার হস্তগত হতে হবে, হাত দিয়ে স্পর্শ করতে হবে, এবং এই মাল গ্রাহকের নিকট পৌছে দেবেন, তাকেও মাল হাত দিয়ে স্পর্শ করতে হবে। এখন আপনি মাল ক্রয় করেছেন এক লক্ষ টাকা দিয়ে। গ্রাহকের নিকট কিস্তিতে দীর্ঘ সময়ের জন্য বিক্রি করলেন এক লক্ষ দশ হাজার টাকায়। গ্রাহক এগারো মাসে প্রতি মাসে দশ হাজার টাকা করে এই এক লক্ষ দশ হাজার টাকা পরিশোধ করবে। এইটাও সম্পূর্ণ হালাল । মূলত: এই দুটি পদ্ধতিই ইসলামের সাথে পরিপূর্ণ সামঞ্জস্যশীল।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...