আল্লাহকে খোদা বলা জায়েজ আছে কি ?

 প্রশ্ন-বিস্তারিত: আল্লাহকে খোদা বলা জায়েজ আছে কি না দেখা গেছে অনেক বই কিংবা ইসলামিক সংগীতে খোদা ভাষাটা ব্যবহার করা হয়


উত্তর : আসলে পৃথিবীতে বিভিন্ন ভাষা আল্লাহরই সৃষ্টি। আল্লাহর অনেক গুণবাচক নাম রয়েছে। কুরআনে বলা হয়েছে, সেসব নাম ধরে তোমরা তাকে ডাকো। এখন, মনে করেন, আল্লাহ রাহমানুর রাহীম। এখন বাংলায় কিন্তু আমরা বলি, আল্লাহ দয়ালু। এখানে গুণবাচক নামের ট্রান্সলেট হয়ে গেল। এইটা কি নাজায়েজ ? না, এইটা নাজায়েজ নয়, বরং, সঠিক, বুঝার জন্য কোনো কোনো ক্ষেত্রে জরুরী। তদ্রুপ খোদা শব্দটা দ্বারা যদি ঐ একই বিষয় বুঝানো হয়ে থাকে, যা আল্লাহ শব্দ দ্বারা বুঝানো হয়, বা আল্লাহর গুণবাচক বিশেষণ হয়, তাহলে তো জায়েজ আছে। ঠিক এই অর্থেই পৃথীবীর অন্যান্য ভাষায়ও এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তার জন্য এবং সংশ্লিষ্ট ভাষাভাষীদের বুঝানোর জন্য তাদের ভাষায় ঐ শব্দটির অনুরূপ যে শব্দ আছে তা বলা যাবে, কোনো অসুবিধা নাই। এটা ঐ ভাষাভাষীদের বুঝার সার্থে। তবে, অবশ্যই আল্লাহ বলা সর্বোত্তম। তবে, তাদের ভাষায় ঐ শব্দটা বলা রুখসত পর্যায়ে পড়বে। যেমন, তাদের জন্য বললেন, এই পৃথিবীর গড একজনই, তিনি হচ্ছেন আল্লাহ, এই বিশ্বজাহানের ভগবান একজনই, দেবতা একজনই, খোদা একজনই, আর তিনি হচ্ছেন আল্লাহ। একজন আরবী ভাষাভাষী বললো, এই পৃথিবীর রব একজনই, ইলাহ একজনই, তিনি হচ্ছেন আল্লাহ।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...