শয়তান কি মানুষের মনের গোপন কথা জানে ?

 আসলে  এ বিষয়টি পরিস্কার ভাবে কোথাও উল্লেখ করা হয় নাই।  


এ ব্যাপারে  দুটি বিষয় দুটি দিক রয়েছে। একদিকে বলা হয়েছে : 


মহানবী (সা.) বলেন, ‘অবশ্যই শয়তান আদমসন্তানের শিরা-উপশিরায় বিচরণ করে।’ (সহিহ বুখারি, হাদিস : ১২৮৮; সহিহ মুসলিম, হাদিস : ২১৭৪)


অর্থাৎ, শয়তান মানুষের মনে কুমন্ত্রণা দেয়,  আর মনের মধ্যে কুমন্ত্রণা দিতে হলে তো  শিরা উপশিরায় চলাচল করতে পারতে হবে। 


অপর দিকে, কুরআনে বলা হয়েছে : 

যা কিছু তোমরা প্রকাশ করে থাকো তা আমি জানি এবং যা কিছু তোমরা গোপন করো তাও আমি জানি।” (বাক্বারা: ৩৩) 


اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ

আল্লাহ‌ মনের গোপন কথাও জানেন।  (আলে ইমরান : ১১৯ ) 


এ দৃষ্টিকোণ থেকে বলা যায়, মনের গুঢ় গোপন কথা জানেন আসলে একমাত্র আল্লাহ।   এ  বিষয়ে আসলে আর কারো ক্ষমতা নাই। 



 এখন, এ দুটি বিষয়ের সমন্বয় এভাবে করা যেতে পারে যে, যেমন আপনার একজন  পরিচিত লোক বা বন্ধু  বা আপন লোকই হোক সে আপনার মনের কথা জানেনা ঠিকই, কিন্তু আপনার মনে কুমন্ত্রণা ঢুকিয়ে দিতে পারে এবং সে অনুযায়ী আপনাকে কাজ করাতে পারে। এইটা সম্ভব। কিন্তু আপনার মনের গোপন কথা আসলে কি তা সে জানেনা। 


ওয়াল্লাহু আ’লাম। 


1 comment:

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...