জায়নামাজের দোয়া ও নামাজের নিয়ত প্রসঙ্গে

 প্রশ্ন : জায়নামাজে দোয়া ও নিয়ত পড়া কি বেদাত? যদি বেদাত হয় তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম জানালে খুব উপকৃত হব?

উত্তর : সঠিক কোনো দলিলের মাধ্যমে জায়নামাজের দোয়া আমাদের জানা নেই। এই দোয়া কোরআনে-হাদিসে বা কোনো গ্রন্থে এটি নেই। যেটি জায়নামাজ বা জায়গা পাক করার জন্য পড়া হয়। এই দোয়া যদি কেউ কয়েক হাজারবারও পড়ে, তাহলেও ওই জায়গা পাক হওয়ার কোনো সম্ভাবনা নেই।

যেমন : শরীরে যদি নাপাকি লাগে, তাহলে হাজার দোয়া পড়লেও নাপাকি দূর হবে না। কাপড়ে যদি নাপাকি লেগে থাকে, তাহলে সেটি ধৌত করতেই হবে। দোয়ার মাধ্যমে পাক করার কোনো বিধান নেই। অতএব, জায়নামাজের কোনো দোয়া নেই।

সালাতের শুরু হলো তাকবিরে তাহরিমা দিয়ে, এটি সালাতের সংজ্ঞা। সালামের মাধ্যমে সালাত শেষ আর তাকবিরের মাধ্যমে সালাত শুরু। অতএব, এই তাকবিরের আগে আর কোনো কার্যক্রম নেই। সুতরাং, জায়নামাজের কোনো দোয়া দলিলের মাধ্যমে প্রমাণিত হয়নি।

দ্বিতীয়ত, নিয়তের যে কথাটি আপনি বলেছেন, নবী করিম (সা.) বলেছেন, সব আমল নিয়তের ওপর নির্ভরশীল। এখন নিয়ত কাকে বলে, সেটা বুঝতে হবে। মনের যে ইচ্ছা বা সংকল্প, এটাই হলো নিয়ত। জোহরের নামাজের সময় আমরা জায়নামাজে দাঁড়িয়ে মনে ইচ্ছা করলাম, আমরা এখন জোহরের ফরজ নামাজ পড়ছি, এটাই নিয়ত। শুধু মুখ দিয়ে বলবেন ‘আল্লাহু আকবার’।


- বিশিষ্ট আলেম:মো. রফিকুল ইসলাম আল-মাদানী।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...