প্রশ্ন: ৪৩৫ : আত্মহত্যাকারী কেন শাস্তি পাবে, যেহেতু বলা হয়েছে, মৃত্যুর দিন ক্ষণ নির্দ্দিষ্ট ?

 প্রশ্ন-বিস্তারিত: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লা আমার প্রশ্ন হল নির্দিষ্ট সময়ে সবাইকে মৃত্যুবরণ করতে হবে এটা আল্লাহতালা বলে দিয়েছেন আর যার যেখানে মৃত্যু সেখানে তার মৃত্যু হবে আর যেখানে যার মৃত্যু আল্লাহতালা লেখে দিয়েছেন তার মৃত্যু সেখানে সেই অবস্থাতেই হবে কিন্তু যদি এরকম হয় তাহলে আর যারা আত্মহত্যা করে মারা যায় তাহলে সেটাকে কেন মহাপাপ বলা হবে আর আল্লাহ বলেছেন যার যেখানে মৃত লেখা আসে সে ভাবে মৃত্যু হবে প্রশ্নগুলোর সঠিক উত্তরটা জানতে চাই যদি জানেন তাহলে উপকৃত হবেন ইনশাআল্লাহ


উত্তর : ওয়া আলাইকুম আস সালাম। প্রশ্নটি এভাবেও হতে পারে, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয়না, তাহলে অপরাধী ব্যাক্তির দোষ কি ? এর উত্তর হচ্ছে :


১) মানুষ কে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে এবং তার জন্য জাহান্নাম ও জান্নাত নির্ধারিত আছে। অন্যান্য প্রাণীর সাথে মানুষের প্রধান পার্থক্য হলো বিবেক। এই বিবেক কে কাজে লাগিয়ে সে জান্নাত বা জাহান্নাম অর্জন করতে পারে।

২) আরেকটি বিষয় হচ্ছে তার ইচ্ছাশক্তি। একটি মানুষ কি ইচ্ছা করেছে, সেই অনুযায়ীই কর্ম সম্পাদনের তৌফিক আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, যদি আল্লাহ ইচ্ছা করেন। এখন যেহেতু, একজন ব্যক্তি পাপ কর্ম করার ইচ্ছা করেছে, তাই তাকে তৌফিক দেওয়া হয় ঐ পাপ কর্মটি করার। আর যেহেতু সে ইচ্ছা করেছিল, এবং পাপ সংঘটিতও করেছে, তাই তার বিচার হবে। এখন কোন ব্যাক্তি যদি কোন কাজ করার ইচ্ছা করে, আর যদি তাকে তা করতে সুযোগ না-ই দেওয়া হয়, এমনকি কখনোই কোন কাজ ব্যাক্তির ইচ্ছা অনুযায়ী করতে না-ই দেওয়া হয়, তাহলেতো আর এই দুনিয়া পরীক্ষা ক্ষেত্র হয়না। এখানে আপনি কাজ করার জন্য আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। এবং এর বিচার বা ফলাফল পাবেন পরকালে।


৩) আরেকটি বিষয় হচ্ছে : এটা ভালো করে বুঝে নিতে হবে যে, আল্লাহর ইচ্ছা আর সন্তুষ্টি এক জিনিস নয়। আল্লাহর ইচ্ছায় হয়তো একটি কাজ করার তৌফিক আপনি পাচ্ছেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি হয়তো তাতে নাও থাকতে পারে। একটি কাজে আল্লাহর সন্তুষ্টি তখনই পাবেন, যখন আল্লাহর হুকুম ও রাসুল সা: এর দেখানো নিয়ম অনুযায়ী আপনি কাজটি করবেন।


৪) আত্মহত্যাকারীর শাস্তি পাওয়ার এ সাথে আরেকটি কারণ রয়েছে, তা হলো দুনিয়া হচ্ছে পরীক্ষা ক্ষেত্র। আপনার কর্তব্য হচ্ছে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা এবং মনযোগ সহকারে পরীক্ষা দেওয়া। পাওয়া না পাওয়ার হিসাব, অথবা ফলাফল ও সুখভোগ এর স্থান হচ্ছে পরকাল। তো পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ মিলাতে গিয়ে অথবা অন্য যে কোন কারণে যদি আপনি আত্মহত্যা করেন, তাহলেতো এর অর্থ হলো ক) পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই আপনি পরীক্ষার হল থেকে পালিয়ে যাচ্ছেন অথবা খ) পরীক্ষা দেওয়ার আগেই আপনি পরীক্ষার রেজাল্ট চাচ্ছেন । Is it good ? Is it right ?

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...